নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
আজ আমার মন ভালো নেই
বসছে না মন কিছুতেই
খোলা জানালায় দাঁড়িয়ে
সুদূর আকাশ থেকে কিছু রঙ এনে দাও না
আজ আমার মন ভালো নেই
ভালো নেই ভালো নেই
নদী মরে যায় শুকোলেই
এমন তো কোনো কথা নেই
আবার শ্রাবণ এসে ভরে দিয়ে যায়
তৃষিত নদীর বুক
তেমন শ্রাবণ হয়ে তুমি আজ ভরে যাও না
আজ আমার মন ভালো নেই
আলো নেভে দিন ফুরোলেই
এমন তো কোনো কথা নেই
জোনাকি প্রদীপ হয়ে জ্বেলে দিয়ে যায়
তিমির রাতের মুখ
তেমন প্রদীপ হয়ে তুমি আজ জ্বলে যাও না
আজ আমার মন ভালো নেই
ভালো নেই ভালো নেই
শিল্পীঃ সানী জুবায়ের
অ্যালবামঃ নির্জন স্বাক্ষর
সুরকারঃ সানী জুবায়ের
গীতিকারঃ সানী জুবায়ের
বছরঃ ২০০৬
পড়তে পারেন নির্জন স্বাক্ষরঃ সানী জুবায়ের - সুরের যাদুকর
২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৪
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
২| ২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১০
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমার খুব প্রিয় একটি গান। এই গানের লাইন আমার একটা পোষ্টের শিরোনাম আছে।
গানটা দেখেই লগইন করলাম। গানটা ও পোষ্টে বিশেষ ভালোলাগা রেখে গেলাম।
২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৪
লিরিকস বলেছেন: অনেক সৌভাগ্য আমার।
আপনাকে খুব মিস করি।
গান সোনা কি অফ করে দিলেন?
৩| ২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর গান
২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৯
লিরিকস বলেছেন: সুন্দর গান
ভালো থাকবেন ভাইয়া।
৪| ২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৩
দৃষ্টিসীমানা বলেছেন: আপনার ব্লগ বাড়িতে ঘুরে এলাম , চমৎকার ।ধন্যবাদ এত সুন্দর অন্য রকম একটা ব্লগ আমাদের জন্য রেডি করায় ।প্রিয়তে নিলাম ।শুভ কামনা রইল ।
২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০১
লিরিকস বলেছেন: আমি আপনাকে চিনি, আপনি মজার মজার রেসিপি দেন।
৫| ২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
রাজিব বলেছেন: সানী জুবায়ের এর উপর এই লেখাটা আপনার এই পোস্টে যোগ করে দিতে পারেন (আমি লিখিনি তবে পোস্টটা পড়ে অনেক ভাল লেগেছিল)
নির্জন স্বাক্ষরঃ সানী জুবায়ের - সুরের যাদুকর
http://www.sachalayatan.com/guest_writer/50713
২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৭
লিরিকস বলেছেন: খুব সুন্দর লেখাটি।
ওদের অনুমতি না নিয়ে দেওয়া কি ঠিক হবে ভাইয়া?
সাহস দিলে দিতে পারি।
৬| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৮
অঘটনঘটনপটীয়সী বলেছেন: আগে শুনিনি গানটা। ধন্যবাদ।
২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫০
লিরিকস বলেছেন: একেবারে খারাপ না আপি। ভালোই।
৭| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১১
দৃষ্টিসীমানা বলেছেন: আমি মজার মজার সঠিক রেসিপি দেই । হ্যাঁ বানাতে নামলেই পেরে যাবেন । অনায়াসে সবাইকে সারপ্রাইজ দিতে পারবেন ।শুভ কামনা রইল ।
২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৭
লিরিকস বলেছেন:
৮| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৮
রাজিব বলেছেন: সরি, আমি যা বলতে চেয়েছিলাম, পোস্টে আপনি ঐ লেখার শিরোনাম ও লিংক যোগ করে দিতে পারেন- লেখাটা নয়।
২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫২
লিরিকস বলেছেন: আপডেট করে দিয়েছি ভাইয়া।
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৯
তূর্য হাসান বলেছেন: গানটা আগে শুনিনি। ধন্যবাদ।