নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

হারানো হিয়ার নিকুঞ্জ পথে - নজরুল গীতি

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৬





হারানো হিয়ার নিকুঞ্জ পথে

কুড়াই ঝরা ফুল একেলা আমি

তুমি কেন হায় আসিলে হেথায়

সুখের সরব বইতে নারি।



চারিপাশে মোর উড়িছে কেবল

শুকানো পাতা মলিন ফুলদল।



বৃথায় কেন হায় তব আঁখিজল

ছিটাও অবিরল দিবসজামি।।



এলে অবেলা পথিক বে’ ভুল

বিধিছে কাঁটা নাহি পাবে ফুল।



কি দিয়ে বরণ করিও চরণ

নিভিছে জীবন জীবনস্বামী।।













শিল্পীঃ আশা ভোঁসলে

সুরকারঃ কাজী নজরুল ইসলাম

গীতিকারঃ কাজী নজরুল ইসলাম

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: শুধুই ধন্যবাদ।

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৮

লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা।

২| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৪

খাটাস বলেছেন: আমার বেশ পছন্দের গান। চালিয়ে যান। সম্ভবত আপনার কাছে একটা হেল্প লাগবে আপু। সময় হলে জানাব।

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৩

লিরিকস বলেছেন: জানাবেন ভাইয়া।

৩| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১২

আমি স্বর্নলতা বলেছেন: খুব সুন্দর একটা গান।

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪১

লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা।

৪| ২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩১

জাফরুল মবীন বলেছেন: চমৎকার আরেকটি উপহার লিরিকসের কাছ থেকে।ধন্যবাদ লিরিকস।

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭

লিরিকস বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা।

৫| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১১

মামুন রশিদ বলেছেন: ক্লাসিক!

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৬

লিরিকস বলেছেন: আমার কাছে নজরুল মানেই তো ক্লাসিক।

ভালোলাগা ভাইয়া।

৬| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: এত্তগুলো ভাললাগা। :)

২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

লিরিকস বলেছেন: ক্লাসিক গান তাইনা আপি!

৭| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩০

অঘটনঘটনপটীয়সী বলেছেন: হুম। পুরাই। :)

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৪

লিরিকস বলেছেন: :) :) :) :)

৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:১৬

রাজিব বলেছেন: অনেক সুন্দর একটা গান। নজরুলের জন্য দুঃখ লাগে। তার এত সুন্দর লেখা কিন্তু ইংরেজিতে খুব একটা অনুবাদ হয়নি। তাই বাংলাদেশের বাইরে খুব কম লোকই তার সম্পর্কে জানে।

৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২০

লিরিকস বলেছেন: আপনার মন্তব্য গুলি সব অন্য রকম হয়, ভালো লাগে।

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.