নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা - হাসান (এ্যালবামঃ দেখা হবে বন্ধু)

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩০





হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা...

কিছু ভালোবাসা দাও।

হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা...

কিছু ভালোবাসা দাও।

জীবনের বন্দরে ভেসে ভেসে...

ভিড়েনি এসে...

এক জোড়া মায়াবিণী চোখ।।



কোনদিন আসেনি প্রেম কাছে...

চারদিকে শুধু অবহেলা।

শ্যাওরা কাদায় ভরে গেছে...

এ মনের স্বপ্ন ভেলা।।

হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা......



রোদের উৎপাতে জ্বলছে সকাল...

আর কতকাল লাগে ভালো?

যদি বৃষ্টি দাও... দু চোখের দৃষ্টিতে।

তুমি মেঘের বালিশে রেখো মাথা...

আমি মনের আভ্রু ভুলে

হাজার বছর ধরে তোমার পরশ নেবো নির্ঘুম।

আমি মনের আভ্রু ভুলে

হাজার বছর ধরে তোমার পরশ নেবো নির্ঘুম।

যদি চাও... যদি চাও...যদি চাও...











শিরোনামঃ হৃদয়ের দুর্দিনে

শিল্পীঃ হাসান

গীতিকারঃ গোলাম মোর্শেদ

সুরকারঃ লাকি আখন্দ

এ্যালবামঃ দেখা হবে বন্ধু (ব্যান্ড মিক্সড)

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩০

বৃশ্চিক রাজ বলেছেন: ব্রো আমার খুব প্রিয় একটা গান শেয়ার করার জন্য থ্যাংকস। আগে যখন ভয়েস অফ আমেরিকায় গানটা বাজত কি জ্জে মজা লাগত। :#)

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৪

লিরিকস বলেছেন: ভয়েস অফ আমেরিকায় গানটা বাজত!!!!!!!!!!!!!!! সত্যি??


আপনার সাথে কথা বললে আমার মাথা ঘোরে!!


(হাসিও পায়। খারাপ লাগে না)

২| ২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০২

আদম_ বলেছেন: হাসানের "অভিমানে নয়" গানটা দিবেন প্লিজ।

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৯

লিরিকস বলেছেন: দিয়ে দিয়েছি ভাইয়া।

৩| ২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৫

বৃশ্চিক রাজ বলেছেন: বুঝতে পেরেছি শীঘ্রই খুব ভাল দেখে একজন ডাক্তার দেখান। :|

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২২

লিরিকস বলেছেন: X( X( X( X(

৪| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২০

অঘটনঘটনপটীয়সী বলেছেন: হাসানের গানগুলো কেন জানি আমার ভাল লাগে না। মেয়ে গাইছে নাকি ছেলে গাইছে বুঝি না। :( সেইম কেস হয় মেহেরিনের গান শুনলেও। :|

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৬

লিরিকস বলেছেন: একদিন টিভিতে হাসানের একটা গান দিয়েছে, তো আমার বড় খালা হটাৎ কোথা থেকে এসে বলছে ''আরে মেয়েটা কাঁদে কেন? কি হয়েছে''
আমি তো হেসেই বাচি না।


তবে তার কিছু গান আমার ভালো লাগে।

৫| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৩

ভিটামিন সি বলেছেন: এটাও আমার প্রিয় গান, ২ স্টার মার্কা প্রিয়।

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৪

লিরিকস বলেছেন: ২ স্টার মার্কা প্রিয়!!!

=p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.