নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়
দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করে
শুধুই নোংরা কালো ধোঁয়া ঢেকে যায়
কাছে আসবে বলে অন্ধকারে হাতড়ে মরে ওরা
তবু শরীর দুটো থাকে আলাদা
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন… আশা করে যায়
সময় ছুটে চলে
আমি আটকে পড়ে রই
আমার রাস্তা হাঁটে, আমি হাঁটি না
চোখে নিয়ে স্বপ্ন বুকে নিয়ে অনেক অনেক কথা
আমার বয়স বাড়ে, আমি বাড়ি না
তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাযই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন… আশা করে যায়
গীতিকার ও সুরকারঃ অঞ্জন দত্ত
এ্যালবামঃ পুরনো গীটার ( এইচ এম ভি - সারেগামা )
২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৮
লিরিকস বলেছেন: না ভাইয়া অন্য কোন আইডি নাই।
তবে বড় ভাইয়ার একটি ৭ বছরেরে পুরানো আইডি দিয়ে ঘোরা ফেরা করি মাঝে মাঝে
২| ২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
রাজিব বলেছেন: অঞ্জন দত্ত এখন আর নতুন নতুন ভাল গান নিয়ে আসে না। অঞ্জন দত্ত, নচিকেতা আর সুমন এই ৩ জনের মধ্যে অঞ্জন দত্তকে আমার সবচেয়ে ভাল লাগতো। এই তিনজনের যোগ্য উত্তরসূরি ঢাকা বা কোলকাতা কোথাও গড়ে উঠেনি।
২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২১
লিরিকস বলেছেন: উনারা নিজেরাই এখন গান তেমন একটা গায় না।
নচিকেতা যে আজকাল কি গায়!!
৩| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২১
মনিরুল হাসান বলেছেন: "আমার রাস্তা আঁটে, আমি আঁটি না" - হবে নাকি
"আমার রাস্তা হাঁটে, আমি হাঁটি না।"
২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০২
লিরিকস বলেছেন: আপনি সঠিক, আপডেট করে দিয়েছি ভাইয়া।
অনেক ধন্যবাদ।
৪| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩১
বৃশ্চিক রাজ বলেছেন: ++++++++
২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৪
লিরিকস বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৬
জাফরুল মবীন বলেছেন: +++
২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৪
লিরিকস বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৮
মামুন রশিদ বলেছেন: সুন্দর ।
২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৩
লিরিকস বলেছেন: উনাদের গান আপনার ভালো লাগবে জানি।
৭| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৮
অঘটনঘটনপটীয়সী বলেছেন: রঞ্জনা আমি আর আসবো না সিনেমায় সোমলতা গেয়েছিলেন গানটা। ওই ভার্সনটাও ভাল।
তুমি আসবে বলে- রঞ্জনা আমি আর আসবো না
২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
লিরিকস বলেছেন: আমি শুনে দেখব আপি।
৮| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১২
অদ্ভুত_আমি বলেছেন: ভালো লাগলো অনেক, শুভেচ্ছা রইল ।
২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
লিরিকস বলেছেন: আমারও অনেক ভালো লাগছে।
ধন্যবাদ।
৯| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৪
অতনু অর্ঘ বলেছেন: ধন্যবাদ! আমার প্রিয় গানের লিরিকগুলো শেয়ার করতে চাই। কিভাবে পাঠাতে পারি আপনাকে?
২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৯
লিরিকস বলেছেন: অতনু'দা খুব ভালো লাগছে আমার মন্তব্য পড়ে। ফেসবুকে ইনবক্সে দিতে পারেন, যে কোন পোস্টেও দিতে পারেন। আপনার পোস্টে আমাকে রিপ্লাই হিসাবে দিতে পারেন। ই মেল করতে পারেন।
দাদা খেয়াল রাখবেন যে গান গুলি দেওয়া হয়ে গেছে সেইগুলি না দেবার।
অনেক লম্বা লিস্ট দিতে পারেন। আমি সব নোট করে নেব।
অনেক অনেক ভালোলাগা দাদা।
১০| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৮
লেডি বার্ড বলেছেন: কী সুন্দর কথা গুলো!
২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৫
লিরিকস বলেছেন: খুব সুন্দর।
শুভেচ্ছা।
১১| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪২
রওনক বলেছেন: সেইফ হওয়া সত্তেও আমার পোস্ট প্রথম পাতায় আসে না, ৩ মাস ধরে কমপ্লেন ও ফিডবেক দিচ্ছিকাজ হচ্ছে না। তাই বাধ্য হয়ে কমেন্ট ফ্লাডিং করছি।
প্রসঙ্গ: ডায়াবেটিস, মিষ্টি/মিষ্টান্ন বনাম কোমল পানীয়।
২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৮
লিরিকস বলেছেন: কোন ব্যাপার না।
আমি আবার ঘুরতে যাবো আপনার ওখানে।
১২| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩০
অতনু অর্ঘ বলেছেন: তুমি আসবেই আমি জানি...
জানিনা কে দিয়েছিল পলাশকে তার ডাক নাম,
জানিনা কতটা ঘন হলে মেঘ হবে ঘনশ্যাম,
জানিনা কতটা কথা বলা হলে হবে কথকতা,
জানিনা কিভাবে স্রোত ভেঙ্গে দেয় নদীর জড়তা,
জানিনা ফুরা‘বে কবে বৃথা প্রশ্নের হয়রানি,
উত্তর আসবেনা, তুমি আসবেই আমি জানি।
জানিনা কোন গুণীর তান পুরে হল তানপুরা,
জানিনা শ্রীরাধিকার প্রিয় ছিল কিনা রাধাচূড়া,
জানিনা শ্যামের বাঁশী সাঁওতালী সুরে বাজে কিনা,
জানিনা গোঠের পথ, মথুরারও হদিস চিনি না,
জানিনা ঝুলনে আজও হয় কিনা মিঠে কানাকানি,
উত্তর আসবেনা, তুমি আসবেই আমি জানি।
জানিনা তথাগতর স্তব কেন দুনিয়া বোঝেনি,
জানিনা জুডাস কেন ভালবেসে যীশুকে খোঁজে নি,
জানিনা এ পৃথিবীর ঘাতকরা গান শোনে কিনা,
জানিনা লালন শুনে ভাসে কেন বুকের আঙিনা,
জানিনা বিচার হলে কেন গান হয়না শুনানি,
উত্তর আসবেনা, তুমি আসবেই আমি জানি।
জানিনা তিতুমিরের নাম কেন ব্যারিকেডে নেই,
জানিনা রামপ্রসাদ কেন ফের মনে আসছেই,
জানিনা সুমন তুমি কৃষিকাজ কেন যে জানো না,
জানিনা মানব জমি আবাদে ফলত কিনা সোনা,
জানিনা কাঁদায় কেন সহজ সুরের শয়তানি,
উত্তর আসবেনা, তুমি আসবেই আমি জানি।
জানিনা বয়স হলে কেন প্রেমে এত পাক ধরে,
জানিনা হৃদয় কেন রাত জেগে পায়চারি করে,
জানিনা কোন কথার কোন-খানে কোন মানে হয়,
জানিনা সমানে কেন মনে হয় হয়নি সময়,
জানিনা গিটার কেন আমার প্রেমের রাজধানী,
উত্তর আসবেনা, তুমি আসবেই আমি জানি।
নিষিদ্ধ ইস্তেহার - কবির সুমন
আজ কয়েকদিন ধরে শুনছি এই গান। যতই শুনছি ততই ভালো লাগছে। তাই, রি-পোষ্ট হয়ে যাওয়ার ১০০% সম্ভাবনা সত্ত্বেও আপনাকে পাঠাচ্ছি পোষ্টের জন্য। গানের লিংক ইউটিউবেই পাবেন, তাই আর পাঠালাম না। সবশেষে একটা অনুরোধ - এটা পোষ্ট করা বা না করা সম্পূর্ণ আপনার ইচ্ছা। যদি ভালো লাগে, যদি ইচ্ছা হয় তো করবেন, নয়তো নয়। আমি একটুও মনঃক্ষুণ্ণ হবোনা। আবারও ধন্যবাদ। ভালো থাকুন...
২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৮
লিরিকস বলেছেন: আপনি একটুও মনঃক্ষুণ্ণ হবেন না সেই জন্য আমার অনেক ভালো লাগছে।
আপনি অনেক ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার পোষ্টগুলোতে ধন্যবাদ দেয়া ছাড়া অন্য কোন মন্তব্য করতে পারি না। আপনার কি অন্য কোন আইডি আছে।
এই পোষ্টের জন্য আবারো ধন্যবাদ।