নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

অন্ধকার ঘরে - পেপার রাইম

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৭





অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে

কেটে যায় আমার সময়

তুমি গেছো চলে

যাওনি বিস্মৃতির অতলে

যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়



রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে

তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে

আমি রয়েছি তোমার অপেক্ষায়……



নিকষ কালো এই আঁধারে

স্মৃতিরা সব খেলা করে

রয় শুধু নির্জনতা

নির্জনতায় আমি একা

একবার শুধু চোখ মেলো

দেখো আজ পথে জ্বালি আলো

তুমি আবার আসবে ফিরে

বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।



কিছু পুরোনো গান

কিছু পুরোনো ছবির অ্যালবাম

এসবই আমার সাথী হয়ে রয়



কাকডাকা ভোরে

যখন সূর্য ঢুকে ঘরে

কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়

আমার এই জগত বড় আগলে রাখে আমায়

তবু মাঝে মাঝে মনে হয়

মৃত্যুই কি শ্রেয় নয়

আমি রয়েছি তোমার অপেক্ষায়



নিকষ কালো এই আঁধারে

স্মৃতিরা সব খেলা করে

রয় শুধু নির্জনতা

নির্জনতায় আমি একা

একবার শুধু চোখ মেলো

দেখো আজ পথে জ্বালি আলো

তুমি আবার আসবে ফিরে

বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।



আমার সব গান ধূলোয় মিশে যেতে চায়

অস্তিত্বের প্রয়োজনে

চাই তোমাকে এখানে

আমি রয়েছি তোমার অপেক্ষায়



নিকষ কালো এই আঁধারে

স্মৃতিরা সব খেলা করে

রয় শুধু নির্জনতা

নির্জনতায় আমি একা

একবার শুধু চোখ মেলো

দেখো আজ পথে জ্বালি আলো

তুমি আবার আসবে ফিরে

বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।











শিল্পীঃ আহমেদ সাদ

ব্যান্ডঃ পেপার রাইম

এ্যালবামঃ পেপার রাইম

সুরকারঃ তানভীর জামান

গীতিকারঃ তানভীর জামান

বছরঃ ১৯৯৬









ব্লগার হাসান মাহবুব ভাইয়ের পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।



হাসান মাহবুব বলেছেন: এই গানটা একটি ট্রাজেডির সাথে সম্পৃক্ত। এই গানের গীতিকার একটা মেয়েকে ভালোবাসতো। তাকে নিয়েই এই গানটা লিখেছিলো। পরবর্তীতে সে আত্মহত্যা করে বিচ্ছেদের বেদনা না সইতে পেরে।





অঘটনঘটনপটীয়সী বলেছেন: এই গানটা নিয়ে অনেক বিতর্ক আছে। এই গানটার একটা ভার্সন আছে জাস্ট গিটারে গাওয়া। অনেকে বলে ওই গানটা নাকি ছেলেটা তার গার্লফ্রেন্ডের জন্য গেয়ে রেকর্ড করে এবং তার পর পরই সুইসাইড করে। কিন্তু ঘটনাটা সত্য না। আমার ধারনা হামা ভাই যেটা বললেন সেই ঘটনাই মানুষের মুখে মুখে প্রচলিত হতে হতে বদলে গিয়েছে। আর যেহেতু ওই ভার্সনটার গায়ক কে তা কেউ বলতে পারে না, তাই ঘটনাটা সবাই সত্যি মনে করে।





মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩২

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৬

লিরিকস বলেছেন: ভালো থাকুন।

২| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৩

হাসান মাহবুব বলেছেন: এই গানটা একটি ট্রাজেডির সাথে সম্পৃক্ত। এই গানের গীতিকার একটা মেয়েকে ভালোবাসতো। তাকে নিয়েই এই গানটা লিখেছিলো। পরবর্তীতে সে আত্মহত্যা করে বিচ্ছেদের বেদনা না সইতে পেরে।

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৯

লিরিকস বলেছেন: তানভীর জামান আত্মহত্যা করেছিল?

আমি বুঝি নাই ভাইয়া। একটু বলেন, আমি গানের সাথে টিকা এ্যাড করে দিতে চাই। প্লিজ।

৩| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৩

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ সে আত্মহত্যা করেছিলো। এ্যাড করে দিতে পারেন।

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২০

লিরিকস বলেছেন: ভাইয়া আপডেট করে দিয়েছি।

৪| ২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১২

জাফরুল মবীন বলেছেন: বোন লিরিকস ও ভাই হামাকে ধন্যবাদ।

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৮

লিরিকস বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৫| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪০

অঘটনঘটনপটীয়সী বলেছেন: এই গানটা নিয়ে অনেক বিতর্ক আছে। এই গানটার একটা ভার্সন আছে জাস্ট গিটারে গাওয়া। অনেকে বলে ওই গানটা নাকি ছেলেটা তার গার্লফ্রেন্ডের জন্য গেয়ে রেকর্ড করে এবং তার পর পরই সুইসাইড করে। কিন্তু ঘটনাটা সত্য না। আমার ধারনা হামা ভাই যেটা বললেন সেই ঘটনাই মানুষের মুখে মুখে প্রচলিত হতে হতে বদলে গিয়েছে। আর যেহেতু ওই ভার্সনটার গায়ক কে তা কেউ বলতে পারে না, তাই ঘটনাটা সবাই সত্যি মনে করে।

অন্ধকার ঘরে

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৬

লিরিকস বলেছেন: আপি তোমার মন্তব্য টাও এ্যাড করে দিয়েছি। :) :)

৬| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেক প্রিয় এ গান। পেপার রাইমের আরো গান পছন্দের তালিকায় আছে।

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪২

লিরিকস বলেছেন: পছন্দের লিস্ট টা রেডি রাখেন ভাইয়া। যে কোন সময় চাইব। হামা ভাইয়া ৫০ টি গানের লিস্ট দিসে। :) :) :)

৭| ২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

রাজিব বলেছেন: পেপার রাইম খারাপ ব্যান্ড ছিল না। কেন জানি না তারা আর কনটিনিউ করলো না।

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৪

লিরিকস বলেছেন: ওদের কয়েকটা গান আমার ভালো লাগে।

৮| ২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: গানটার লিরিক চমৎকার লাগলো ....

শুনিনি, শুনতে হবে সময় করে...

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৬

লিরিকস বলেছেন: ভালো লাগবে, শুনে দেখবেন।

৯| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৪

মহসিন আলাম বলেছেন: পেপারাইম এর এই গানটি কারোকাছে আছেকি?

কোন এক বিকেলে দাড়িয়ে এলোচুলে
প্রিয়া প্রিয় চোখে চেয়ে ইশারাতে বলেছিলে
দিতে পারো ভালোবাসা সাথে সবটুকু আশা
ফেলে আশা ................................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.