নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
অভিমানে নয় কিছুটা অভিযোগ নিয়ে,
অন্য কিছু নয় শুধু তোমাকে শুধাই,
কতটা এই আমায় আশা হত করে
তুমি সুখ খুজে পাও আনমনে,……
নীরবে কত অশ্রু বিনিময়
তোমার অমন হৃদয় ফিরে পাবে চেতনায় ,
কত আত্মত্যাগের বিনিময়
তোমার অতৃপ্ততা অবসান হয়ে যায়।
জানিনা কি অভিরুচির বশে
দূরে চলে যাও তুমি অন্তহীন পথে,
যন্ত্রণা কেন সঙ্গী হয়ে রয়
এই আমায় ঘিরে অশুভ প্রহর হয়ে।
সঙ্গিনী তুমি কি তবু সুখী আনমনে
নীরবে কত অশ্রু বিনিময়
তোমার অমন হৃদয় ফিরে পাবে চেতনায় ,
কত আত্মত্যাগের বিনিময়
তোমার অতৃপ্ততা অবসান হয়ে যায়।
শিল্পীঃ হাসান /আর্ক
অ্যালবামঃ জন্মভুমি
সুরকারঃ আর্ক*
গীতিকারঃ হাসান*
বছরঃ ১৯৯৮
ব্লগার আদম_ ভাইয়ের অনেক পছন্দের গান।
*তথ্যের সত্যতা যাচাই করা যাইনি।
২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪২
লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা।
২| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০১
ভিটামিন সি বলেছেন: এটাও ভালো গান। সেই সময়ের গানের এ্যালবামগুলি আর খুঁজে পাই না।
২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪১
লিরিকস বলেছেন: সেই সময় সবাই যেন ভালো গান গাইত।
ভালো থাকুন ভাইয়া।
৩| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৭
আদম_ বলেছেন: সেদিন একটা গান খুজছিলাম। ভাবলাম লিরিকস ব্রাদার থাকতে চিন্তা কি। এখন ভুলে গেছি গানটার কথা । মনে হলে বলবো।
গানটা দেবার জন্য অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ।
২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২১
লিরিকস বলেছেন: মনে হলে জানাবেন ভাইয়া।
ভালো থাকুন।
৪| ২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৩
তূর্য হাসান বলেছেন: চমৎকার।
২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৮
লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা।
৫| ২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৯
অঘটনঘটনপটীয়সী বলেছেন: গানের লিস্ট কোথায় দিবো আপু?
২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৬
লিরিকস বলেছেন: যেখানে সুবিধা, ই-মেল, যে কোন পোস্টে, অন্যরা তো ফেবুতে দিসে।
তোমার পোস্টের রিপ্লাইতে দিতে পারো, আমি দেখ নেব আপি।
৬| ২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৫
একজন ঘূণপোকা বলেছেন: +++
২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৯
লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা।
৭| ২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
মনিরুল হাসান বলেছেন: একটুখানি ভুল -
"যন্ত্রণা কেন সঙ্গী হয়ে রই" - এটা হবে
"যন্ত্রণা কেন সঙ্গী হয়ে রয়।"
২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৬
লিরিকস বলেছেন: আপডেট করে দিয়েছি ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ।
৮| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৯
জাফরুল মবীন বলেছেন: ছোট্ট বোন লিরিকস কী অসামান্য কাজ করে যাচ্ছে গান শুনিয়ে সবার মন ভাল রাখতে!আল্লাহ তুমি লিরিকসকে সদা মঙ্গলে রেখ-আমীন।
২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৪
লিরিকস বলেছেন: অনেক খুশি লাগছে ভাইয়া।
আপনি সুস্থ থাকুন সব সময়।
৯| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৭
প্রবাসী পাঠক বলেছেন: জন্মভূমি এ্যালবামের প্রতিটি গান খুব ভালো ছিল। ধন্যবাদ আপনাকে লিরিকস গানটি শেয়ার করার জন্য।
২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৫
লিরিকস বলেছেন: জন্মভূমির সব গানই একে একে আসবে।
ধন্যবাদ ভাইয়া।
১০| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ২:১৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন: ফেবু আইডি কোনটা? জানি না তো।
আমার ফেবু আইডি আমার সামুর পেইজে দেয়া আছে। আপনারটা তো দেখিনি।
২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৯
লিরিকস বলেছেন: এবার লিস্ট!!!
১১| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৬
আদম_ বলেছেন: আপনার বল্গিং স্টাইলটা দারুন। শুধুই গান। এখন কোন গান খুজতে হলে আগে আপনার কথা মনে পড়বে। ইউ উইল বি এ পপুলার সার্চ ইন্জিন ফর সং.......
"আগুনের কথা বন্ধুকে বলি দু হাতে আগুন কাড়ো" সন্জীব দার (দলছুট ব্যান্ড) গানটা পেলে দিবেন প্লিজ। অডিও হলেও চলবে।
২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৪
লিরিকস বলেছেন: ভাইয়া আমি নোট করে রাখলাম। দলছুটের সব গান দেওয়া হবে। আমি আপনাকে নক করব।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৫
হাসান মাহবুব বলেছেন: +++