নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

মনে কর যদি সব ছেড়ে হায় - চিত্রা সিং

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩১





মনে কর যদি সব ছেড়ে হায়

চলে যেতে হয় কখনো আমায়

মনে রবে কি রজনি ভরে

নয়ন দুটি ঘুমে জড়াতে

নিশি রাতে কে গান শুনাতো.......



তোমারি পথে ফুল ছড়ায়ে

কাটা গুলো কে দিতো সরায়ে

হৃদয় ভরা মাধুরী নিয়ে

সাথে থেকে কে আশা জাগাতো.....



মনে কর যদি সব ছেড়ে হায়

চলে যেতে হয় কখনো আমায়

মনে রবে কি রজনি ভরে

নয়ন দুটি ঘুমে জড়াতে

নিশি রাতে কে গান শুনাতো.......



তোমারি নামে দিনের ও শেষে

দ্বীপ জালাতো কে ভালোবেসে

ছিল জীবনে হাসি হয়ে কে

ব্যাথা হয়ে কে ব্যাথা রাঙ্গাতো......



মনে কর যদি সব ছেড়ে হায়

চলে যেতে হয় কখনো আমায়

মনে রবে কি রজনি ভরে

নয়ন দুটি ঘুমে জড়াতে

নিশি রাতে কে গান শুনাতো.......













শিল্পীঃ চিত্রা সিং

সুরকারঃ জগজিৎ সিং

গীতিকারঃ শ্যামল গুপ্ত

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৬

হাসান মাহবুব বলেছেন: অদ্ভুত সুন্দর একটা গান।

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৮

লিরিকস বলেছেন: সত্যিই ভাইয়া অদ্ভুত সুন্দর একটা গান।

মন্তব্যে ভালোলাগা ভাইয়া।

২| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৫

আরজু পনি বলেছেন:

গানটা মনে হলো আমার জন্যেই :|

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১২

লিরিকস বলেছেন: কি হয়েছে আপু? সব ঠিক তো?

৩| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৬

জাফরুল মবীন বলেছেন: লিরিকস চিত্রা সিং এর গানের সাথে আমার জীবনের একটা বিরাট অংশ জড়িয়ে আছে।আমার ভালবাসার মানুষটি প্রতি রাতে মোবাইলে “দুটি মন আজ নেই দু’জনার...” নিজ কন্ঠে গেয়ে শুনাতো।মাঝে মাঝে মন খারাপ করা উপরোক্ত গানটিও শোনাতো বারণ করা সত্বেও।জীবনে এই গানটিই বাস্তবে রূপ নেয়! :(

“তোমারি নামে ফুল ছড়ায়ে” এর পরিবর্তে “তোমারি পথে ফুল ছড়ায়ে” হবে।আর “নিশি রাতে কে গান শুনাতো..” এক বাক্যে হলে মনে হয় বেশী অর্থপূর্ণ হতো।ধন্যবাদ আপনাকে।

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৪

লিরিকস বলেছেন: :( :( :( :(


ভাইয়া সব আপডেট করে দিয়েছি।

৪| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ২:১৭

তারছেড়া লিমন বলেছেন: মনে কর যদি সব ছেড়ে হায়
চলে যেতে হয় কখনো আমায়
মনে রবে কি রজনি ভরে
নয়ন দুটি ঘুমে জড়াতে নিশি রাতে
কে গান শুনাতো.......

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১০

লিরিকস বলেছেন: মামুন রশিদ বলেছেন: অসাধারণ!

আমিও তাই বলি!

৫| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ২:১৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: মামনি গাইতো গানটা একসময় খুব। পছন্দের একটা গান।



১৫০ তম পোস্টে শুভেচ্ছা আপি। :)

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২১

লিরিকস বলেছেন: খালাম্মা কে আমার সালাম।

১৫০ তম!! হুররে!!!

ভালোলাগা আপি।

৬| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৫

যাযাবর বেদুঈন বলেছেন: খুব সুন্দর একটি গানের কথা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৮

লিরিকস বলেছেন: মামুন রশিদ বলেছেন: অসাধারণ!

আমিও তাই বলি!

৭| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: বরাবরের মতোই ধন্যবাদ, তবে এবার কোন লিংক দিলেন না কোন?



১৫০তম পোষ্টে ধন্যবাদ ও শুভেচ্ছা। ভাল থাকবেন।

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৭

লিরিকস বলেছেন: এটা আমার পছন্দের গান।

১৫০ তম!! হুররে!!!

৮| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫১

মামুন রশিদ বলেছেন: অসাধারণ!

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৬

লিরিকস বলেছেন: আমিও তাই বলি ভাইয়া।

অসাধারণ!

৯| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:

আমি ভালো আছি ।
গানটা অনেক টাচি...

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩২

লিরিকস বলেছেন: অনেেকক টাচি...

গানটা শুনলে কেন জানি আমার খুব মন খারাপ হয়।

১০| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হাই লিরিকস আপু সালাম নিবেন !
আপনার ভাই - বাবা পরিবারের সবাইকেও সালাম দিয়েন , অনেক সুন্দর একটা গান শেয়ার করেছেন !
প্রচন্ড আবেগী একটা গান , গান শুনে আবেগী এক ব্লগার বড় ভাইয়ের কথা মনে হলো !

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৯

লিরিকস বলেছেন: স্বাগতম।

অনেক ধন্যবাদ ভাইয়া।

১১| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


পিলাচ +++

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০২

লিরিকস বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.