নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে - মান্না দে

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৭





ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে

পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে

কি করে এখানে তুমি আসবে



ক'টা রাত কাটিয়েছো জেগে

স্বপ্নের মিথ্যে আবেগে ।।

কি এমন দুঃখকে সয়েছো

যে তুমি এত সহজেই হাসবে

পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে

কি করে এখানে তুমি আসবে

ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি



হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার

শোনোনিতো কান পেতে অস্ফুট কোনো কথা তার ।।

আজ কেন হাহাকার করো

সে কথায় ইতিহাস গড়ো

কি সুখ জলাঞ্জলি দিয়েছো

যে তুমি সুখের সাগরে ভাসবে

পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে

কি করে এখানে তুমি আসবে













শিল্পীঃ মান্না দে

সুরকারঃ নচিকেতা ঘোষ

গীতিকারঃ পুলক বন্দ্যোপাধ্যায়

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৫

দৃষ্টিসীমানা বলেছেন: এ গান গুল কখনো পুরান হয় না । শুভ রাত্রি ।

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫২

লিরিকস বলেছেন: যত শুনি ততই ভালো লাগে।

২| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে//


অন্তর নিংড়ানো গানের কথা!
নতুন করে ভালোবাসতে ইচ্ছে করে......... (একজনকেই!)

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৯

লিরিকস বলেছেন: নতুন করে ভালোবাসতে ইচ্ছে করে......... (একজনকেই!)

খুব আবেগী কথা ভাইয়া।

খুব ভালো লাগছে।

আপনি ভালোভাবে দেশে ফিরে আসুন।

৩| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৬

মনিরুল হাসান বলেছেন: একটুখানি ভুল -
"কত রাত কাটিয়েছো জেগে" - এটা হবে
"ক'টা রাত কাটিয়েছো জেগে।"

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫২

লিরিকস বলেছেন: আপডেট করে দিয়েছি ভাইয়া।

আমি শুদ্ধ বানানে পোস্ট দিতে চাই।

সুতরাং অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকুন, পাশে থাকুন।

৪| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৪

জাফরুল মবীন বলেছেন: +++

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৭

লিরিকস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

ভালো থাকুন, পাশে থাকুন।

৫| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৫

মামুন রশিদ বলেছেন: পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে
কি করে এখানে তুমি আসবে

কি অসাধারণ কথা!

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৩

লিরিকস বলেছেন: আজ কেন হাহাকার করো
সে কথায় ইতিহাস গড়ো
কি সুখ জলাঞ্জলি দিয়েছো
যে তুমি সুখের সাগরে ভাসবে



আপনি অনেক ভালো ভাইয়া।

৬| ২৯ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৫৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: মান্না দে-র গানগুলো সবসময়ই ভাল লাগে। এটা বিশেষ ভাল লাগার গান ১টা।

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৯

লিরিকস বলেছেন: হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার
শোনোনিতো কান পেতে অস্ফুট কোনো কথা তার ।।

৭| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪১

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভালবাসতে হলে সত্যি চখের জল ফেলতে হয়। সোনা আগুনে পুড়লেই খাটি হয়।

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৫

লিরিকস বলেছেন: আজ কেন হাহাকার করো
সে কথায় ইতিহাস গড়ো
কি সুখ জলাঞ্জলি দিয়েছো
যে তুমি সুখের সাগরে ভাসবে



ভালো থাকুন আপনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.