নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
জানিনা কে দিয়েছিল পলাশকে তার ডাকনাম
জানিনা কতটা ঘন হলে মেঘ হবে ঘনশ্যাম
জানিনা কতটা কথা বলা হলে হবে কথকতা
জানিনা কিভাবে স্রোত ভেঙ্গে দেয় নদীর জড়তা
জানিনা ফুরোবে কবে বৃথা প্রশ্নের হয়রানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি।
জানিনা কোন গুণীর তান পুড়ে হল তানপুরা
জানিনা শ্রীরাঁধিকার প্রিয় ছিল কিনা রাধাচূঁড়া
জানিনা শ্যামের বাঁশি সাঁওতালি সুরে বাজে কিনা
জানিনা কঠিরার পথ মথুরার হদিস চিনিনা
জানিনা ঝুলনে আজও হয় কিনা মিঠে কানাকানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি।
জানিনা তথাগতর স্তব কেন দুনিয়া বোঝেনি
জানিনা জুডাস কেন ভালবেসে যিশুকে খোঁজেনি
জানিনা এ পৃথিবীর ঘাতকরা গান শোনে কিনা
জানিনা লালন শুনে ভাসে কেন বুকের আঙ্গিনা
জানিনা বিচার হলে কেন গান হয়না শুনানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি
জানিনা তিতুমিরের নাম কেন ব্যরিকেডে নেই
জানিনা রামপ্রসাদ কেন ফেরে ঘনিয়ে আসছেই
জানিনা সুমন তুমি কৃষিকাজ কেন যে জান না
জানিনা মানব জমি আবাদ ফলত কিনা সোনা
জানিনা কাঁদায় কেন সহজ সুরে শয়তানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি।
জানিনা বয়স হলে কেন প্রেমে এত পাক ধরে
জানিনা হৃদয় কেন রাত জেগে পায়চারি করে
জানিনা কোন কথার কোনখানে কোন মানে হয়
জানিনা সমানে কেন মনে হয় হয়নি সময়
জানিনা গিটার কেন আমার প্রেমের রাজধানী
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি।
গীতিকার ও সুরকারঃ কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়)
ব্লগার অতনু'দা এর খুব ভালো লাগা একটি গান।
২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৮
লিরিকস বলেছেন:
আপনার গানের লিস্ট কি রেডি হয়েছে?
২| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৫
জাহাঙ্গীর.আলম বলেছেন:
++
২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৩
লিরিকস বলেছেন: ভাইয়া ভালো আছেন তো?
আোনেক ধন্যবাদ ভাইয়া।
৩| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৭
ফয়সালরকস বলেছেন:
"জানিনা কতটা ঘন মেঘ হলে হবে ঘনশ্যাম"
correction
জানিনা কতটা ঘন হলে মেঘ হবে ঘনশ্যাম
২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৭
লিরিকস বলেছেন: ঠিক করে দিয়েছি ভাইয়া।
৪| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
+++
২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬
লিরিকস বলেছেন: ভালো থাকুন।
৫| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৭
তূর্য হাসান বলেছেন: লাইক দেয়ার অনেক হ্যাপা রে ভাই। খালি ঘোরে আর ঘোরে। তবুও তিন নম্বর।
২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৮
লিরিকস বলেছেন: হ্যাপা করে হলেও আপনি লাইক দেন।
এটাই তো অনেক আনন্দের।
৬| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৪
েরজা , বলেছেন:
ধন্যবাদ , ভাল থাকবেন আর গানের কথা পোস্ট করতে থাকবেন ।
২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৬
লিরিকস বলেছেন: ভালো থাকুন ভাইয়া।
৭| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৭
বেগুনী ক্রেয়ন বলেছেন: "জানিনা ঝুলনে আজও হয় কিনা মিঠে কানাকানি"
২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৪
লিরিকস বলেছেন: ঠিক করে দিয়েছি ভাইয়া।
৮| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৮
পয়েন্ট-ব্লাংক বলেছেন: জানিনা সুমন তুমি কেন কৃষিকাজ যে জাননা। এটা হবে "জানিনা সুমন তুমি কৃষিকাজ কেন যে জাননা"
২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৫
লিরিকস বলেছেন: ঠিক করে দিয়েছি ভাইয়া।
৯| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫২
অতনু অর্ঘ বলেছেন: অনেক অনেক... অনেক... ধন্যবাদ... ... আর একটাই অনুরোধ - ছাপাখানার ভুত-টাকে যদি দয়া করে সামলাতেন তাহলে আরও ভালো হতো... ভালো থাকুন...
২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৪
লিরিকস বলেছেন: জি ভাইয়া। ভালো থাকুন আপনি।
১০| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৫
জাফরুল মবীন বলেছেন: ধন্যবাদ সামুর “গানের পাখি” কে
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৭
লিরিকস বলেছেন: আপনাকে পাশে পাই সব সময়, খুব ভালো লাগে।
১১| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৫
মামুন রশিদ বলেছেন: সুন্দর । সুমনের প্রথমদিকের গান গুলো চাই । যেমন গানওয়ালা, তোমাকে চাই, হাল ছেড়োনা বন্ধু ইত্যাদি ।
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২২
লিরিকস বলেছেন: নোট করে নিয়েছি ভাইয়া।
১২| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৩৬
মনিরুল হাসান বলেছেন: লিরিকসে ভুল -
"জানিনা ফুরাবে কবে বৃথা প্রশ্নের হয়রানি" - এটা হবে
"জানিনা ফুরোবে কবে বৃথা প্রশ্নের হয়রানি"
"জানিনা ঝুলনে হয় আজও কিনা মিঠে কানাকানি" - এটা হবে
"জানিনা ঝুলনে আজও হয় কিনা মিঠে কানাকানি"
"জানিনা বয়স হলে কেন প্রেমে এত বাঁক ধরে" -
"জানিনা বয়স হলে কেন প্রেমে এত পাক ধরে।"
সুমন ও অন্জন - এই দু'জন আমার খুব প্রিয় শিল্পী।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭
লিরিকস বলেছেন: সব ওকে।
১৩| ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৩৩
অঘটনঘটনপটীয়সী বলেছেন: ভাল লাগা আপি।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১২
লিরিকস বলেছেন: সুন্দর গান।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: ধন্যবাদ আর কত দিব ? তাই লাইক দিলাম।
ভার থাকবেন।