|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

খেলিছ এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে।।
শূণ্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে
ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
নিরজনে প্রভু নিরজনে।।
তারকা রবি শশী খেলনা তব হে উদাসী
পড়িয়া আছে রাঙা পায়ের-ও কাছেরাশি রাশি।
নিত্য তুমি হে উদার
সুখে-দুখে অবিকার।
হাসিছ খেলিছ তুমি আপন সনে
নিরজনে প্রভু নিরজনে।।
Anup Jalota
Srikanta Acharya 
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম 
 ১৮ টি
    	১৮ টি    	 +২/-০
    	+২/-০  ২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:৫০
২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:৫০
লিরিকস বলেছেন: সর্তক হলাম ভাইয়া। 
একটু দ্রতো পোস্ট দিচ্ছি তার কারণ আছে, পরে জানাব।
২|  ২৮ শে আগস্ট, ২০১৪  রাত ৮:৫৫
২৮ শে আগস্ট, ২০১৪  রাত ৮:৫৫
সূর্য হাসান বলেছেন: খেলিছ এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে।
এই জন্যই নজরুল অসাধারণ।
  ২৯ শে আগস্ট, ২০১৪  বিকাল ৩:৩১
২৯ শে আগস্ট, ২০১৪  বিকাল ৩:৩১
লিরিকস বলেছেন: শূণ্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে
ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
নিরজনে প্রভু নিরজনে।।
এই জন্যই নজরুল অসাধারণ। 
৩|  ২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১:৫০
২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১:৫০
প্রবাসী পাঠক বলেছেন: ভালো লাগা গান।
  ২৯ শে আগস্ট, ২০১৪  বিকাল ৩:৫৫
২৯ শে আগস্ট, ২০১৪  বিকাল ৩:৫৫
লিরিকস বলেছেন: নিত্য তুমি হে উদার
সুখে-দুখে অবিকার।
হাসিছ খেলিছ তুমি আপন সনে
নিরজনে প্রভু নিরজনে।
ধন্যবাদ ভাইয়া।
৪|  ২৯ শে আগস্ট, ২০১৪  ভোর ৬:৫২
২৯ শে আগস্ট, ২০১৪  ভোর ৬:৫২
অঘটনঘটনপটীয়সী বলেছেন: পছন্দের গান।
  ২৯ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:২৩
২৯ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:২৩
লিরিকস বলেছেন: শূণ্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে
ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
নিরজনে প্রভু নিরজনে।।
এই জন্যই নজরুল অসাধারণ। 
৫|  ২৯ শে আগস্ট, ২০১৪  সকাল ১০:৩৫
২৯ শে আগস্ট, ২০১৪  সকাল ১০:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
///প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা///
-কী ভয়ংকর খেলা!
-কেবল মাত্র এই গানটি আমি গাওয়ার চেষ্টা করি (একা আর কি!)
-নজরুলের বাকি গান শুনেই ক্ষান্ত 
যেমন,  আলগা করতো খোঁপার বাধন...
অথবা, উচাটন মনে ঘরে রয় না...
অথবা, ব্রজগোপী খেলে হরি হরি...
অথবা, আমি চিরতরে দূরে চলে যাবো, তবু...
ইত্যাদি...
(প্রথম দু'টি মুহাম্মদ রফি ছাড়া কারওটা ভালো লাগে না)
  ২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১১:৫৩
২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১১:৫৩
লিরিকস বলেছেন: এটা খুবই কঠিন গান আমার কাছে তবে শব্দ গুলি আরো অদ্ভুত।
কেবল মাত্র এই গানটি আমি গাওয়ার চেষ্টা করি (একা আর কি!)  
 
৬|  ২৯ শে আগস্ট, ২০১৪  সকাল ১০:৩৬
২৯ শে আগস্ট, ২০১৪  সকাল ১০:৩৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: =আলগা কর গো খোঁপার বাধন...
  ৩০ শে আগস্ট, ২০১৪  রাত ১২:০৬
৩০ শে আগস্ট, ২০১৪  রাত ১২:০৬
লিরিকস বলেছেন: বুঝে নিয়েছি ভাইয়া।
৭|  ২৯ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:২৪
২৯ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:২৪
কান্ডারি অথর্ব বলেছেন: 
পিলাচ +++ 
  ৩০ শে আগস্ট, ২০১৪  রাত ১২:২১
৩০ শে আগস্ট, ২০১৪  রাত ১২:২১
লিরিকস বলেছেন: এই জন্যই নজরুল অসাধারণ।
৮|  ২৯ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:২৫
২৯ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:২৫
মামুন রশিদ বলেছেন: আহা হা, খুবই সুন্দর ।
  ৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:২৫
৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:২৫
লিরিকস বলেছেন: শূণ্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে
ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
নিরজনে প্রভু নিরজনে।।
এই জন্যই নজরুল অসাধারণ। 
৯|  ৩১ শে অক্টোবর, ২০১৪  বিকাল ৪:১৮
৩১ শে অক্টোবর, ২০১৪  বিকাল ৪:১৮
রাজিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গানটির জন্য। গত ৭ দিন ধরে জেগে থাকার প্রায় প্রতিটি ঘণ্টায় কাজ করতে হয়েছে। গানটা শুনে অনেকটা ধ্যান করার মত মনে হল। বিক্ষিপ্ত মন শান্ত করার জন্য গানটি বেশ কাজে এসেছে। আসলেই এই গানগুলো আমাদের অনেকের মন ও জীবন থেকে হারিয়ে গিয়েছিল। আপনার কল্যানে আবার ফিরে আসলো। 
আপনার ব্লগ নিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছিঃ Click This Link
  ০২ রা নভেম্বর, ২০১৪  বিকাল ৩:৪৮
০২ রা নভেম্বর, ২০১৪  বিকাল ৩:৪৮
লিরিকস বলেছেন: আপনি যখন আসেন না তখন টেনশন হয়, সুস্থ আছেন তো?
ভালো থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:০০
২৮ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:০০
ইমতিয়াজ ১৩ বলেছেন: একটি পোষ্ট এর রেশ শেষ না হতে আরেকটি পোষ্ট দেয়া উচিৎ নয়।
শুভ কামনা আপনার জন্য।