নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

কতদিন দেখিনি তোমায় - মান্না দে

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৯





কতদিন দেখিনি তোমায়

তবু মনে পড়ে তব মুখখানি

স্মৃতির মুকুরে মম আজ

তবু ছায়া পড়ে রানী

কতদিন দেখিনি তোমায়



কত দিন তুমি নাই কাছে,

তবু হৃদয়ের তৃষা জেগে আছে

প্রিয় যবে দূরে চলে যায়

সে যে আরও প্রিয় হয় জানি

কতদিন দেখিনি তোমায়



হয়ত তোমার দেশে আজ

এসেছে মাধবী রাতি

তুমি জোছনায় জাগিছো নিশি

সাথে লয়ে নতুন সাথী

হেথা মোর দীপ নেভা রাতে

নিদ নাহি দুটি আঁখি পাতে

প্রেম সে যে মরিচীকা হায়

এ জীবনে এই শুধু মানি



কতদিন দেখিনি তোমায়

তবু মনে পড়ে তব মুখখানি

স্মৃতির মুকুরে মম আজ

তবু ছায়া পড়ে রানী

কতদিন দেখিনি তোমায…













শিল্পীঃ মান্না দে

সুরকারঃ কমলদাশ গুপ্ত

গীতিকারঃ প্রণব রায়





জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে নিয়ে অনবদ্য একটা পোস্ট।



নোট- আমি জানতাম ও ইন্টারনেটেও আছে গানটি নজরুল গীতি, তবে আমার জানা ভুল ছিল। নতুন তথ্য আপডেট করে দেওয়া হয়েছে। তথ্য দিয়ে সাহায্য করেছেন গানচিল ভাইয়া। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি।

মূল শিল্পীও কমলদাশ গুপ্ত নিজেই, পরে গানটি অনেক গেয়েছেন তবে মান্না দে গাওয়া আমার সবথেকে ভালো লাগে।



মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৫

আবু শাকিল বলেছেন: এই গান টা কাজী নজরুল ইসলামের জানা ছিল না।
আজ জেনে ভাল লাগল।

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৬

লিরিকস বলেছেন: আমি জানতাম ও ইন্টারনেটেও আছে গানটি নজরুল গীতি, তবে আমার জানা ভুল ছিল। নতুন তথ্য আপডেট করে দেওয়া হয়েছে। তথ্য দিয়ে সাহায্য করেছেন গানচিল ভাইয়া। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি।

২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৫

তারছেড়া লিমন বলেছেন: হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি............
এইটুকুই এখন জীবনের আসল সত্য।

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৭

লিরিকস বলেছেন: কতদিন দেখিনি তোমায়, আমি জানতাম ও ইন্টারনেটেও আছে গানটি নজরুল গীতি, তবে আমার জানা ভুল ছিল। নতুন তথ্য আপডেট করে দেওয়া হয়েছে। তথ্য দিয়ে সাহায্য করেছেন গানচিল ভাইয়া। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি।

৩| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ২:১৬

প্রবাসী পাঠক বলেছেন: ভালো লাগা গান।

পোস্টে প্লাস।

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৪

লিরিকস বলেছেন: আমি জানতাম ও ইন্টারনেটেও আছে গানটি নজরুল গীতি, তবে আমার জানা ভুল ছিল। নতুন তথ্য আপডেট করে দেওয়া হয়েছে। তথ্য দিয়ে সাহায্য করেছেন গানচিল ভাইয়া। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি।

৪| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৩:০৪

অঘটনঘটনপটীয়সী বলেছেন: প্লাস।

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৩

লিরিকস বলেছেন: আমি জানতাম ও ইন্টারনেটেও আছে গানটি নজরুল গীতি, তবে আমার জানা ভুল ছিল। নতুন তথ্য আপডেট করে দেওয়া হয়েছে। তথ্য দিয়ে সাহায্য করেছেন গানচিল ভাইয়া। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি।

৫| ৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৫

মনিরুল হাসান বলেছেন: মন খারাপ করা গান।

৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২০

লিরিকস বলেছেন: আমি জানতাম ও ইন্টারনেটেও আছে গানটি নজরুল গীতি, তবে আমার জানা ভুল ছিল। নতুন তথ্য আপডেট করে দেওয়া হয়েছে। তথ্য দিয়ে সাহায্য করেছেন গানচিল ভাইয়া। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি।

৬| ৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৫

গানচিল বলেছেন: এটা নজরুল গীতি নয়।কমলদাশ গুপ্তের সুর করা এবং প্রণব রায়ের লেখা আধুনিক গান। মূল শিল্পীও কমলদাশ গুপ্ত নিজেই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

লিরিকস বলেছেন: ধন্যবাদ ভাইয়া।



কেমন আছেন ভাইয়া ?

৭| ৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫০

মামুন রশিদ বলেছেন: আহা :( :||

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

লিরিকস বলেছেন: সুন্দর গান।


ধন্যবাদ ভাইয়া।

৮| ৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৪

তূর্য হাসান বলেছেন: হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি

মান্না দে ছাড়া এই গান আর কারো কণ্ঠে ভালো লাগে না।
এটা কি আসলেই নজরুলের গান? তবে গানচিল... ?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

লিরিকস বলেছেন: মনে হয় গানচিল ভাইয়ার কথা ঠিক থাকতে পারে।

৯| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৪

আমি ইহতিব বলেছেন: ছ্যাকা খাওয়া গান তবে অনেক সুন্দর ও প্রিয় একটি গান। বিশেষ করে আমার আম্মুর। ছোটবেলায় কতবার যে শুনেছি এই গানটা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।


ধন্যবাদ আপু।

১০| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৯

জাফরুল মবীন বলেছেন: চমৎকার একটা গান!কাজে ব্যস্ত থাকায় আগামী ১০ দিন লিরিকসের অনেক গান মিস করবো :(

লিরিকমের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

লিরিকস বলেছেন: সুস্থ ভাবে ফিরে আসুন ভাইয়া খুব শীঘ্রই।

১১| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৪

জাহিদ অনিক বলেছেন:





গানটা শুনতে শুনতে কিভাবে যেন আপনার ব্লগে চলে এলাম-- শুনতে শুনতে লিরিকটা মিলিয়ে নিচ্ছিলাম--
যাইহোক- আপনার এই পোষ্টের নিচে কবি নজরুলকে নিয়ে একটা লেখার লিংক দেয়া আছে- কিন্তু সেটা আর দেখা গেল না।
লেখক সেটা সরিয়ে নিয়েছেন।


ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.