নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

চায়ের কাপে পরিচয় তোমার সাথে - সোলস

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৯





চায়ের কাপে পরিচয় তোমার সাথে

পথে দেখা হল আবার

শান্তিতে হাত রেখে কিশোর ছেলে

ডাক দেয় সাথী হবার

মন যদি কাঁদে ওদেরই তরে

জনস্রোতে চল না।।



জান তো দুবেলা আহার

জোটেনা ওদের...

কবিতা বিমূর্ত হয়

অভাবীর ছায়ায়..

কিছু করার এই তো সময়

দিন চলে যায়



মন যদি কাঁদে ওদেরই তরে

জনস্রোতে চল না।।



আমরা দুজনে এখন

ওদেরই আশায়

সাহসী সব ছবি আঁকি

সুখেরই ভাষায়



মন যদি কাঁদে ওদেরই তরে

জনস্রোতে চল না ।।













শিল্পীঃ নাসিম আলী খান/ সোলস

অ্যালবামঃ আজ দিন কাটুক গানে

সুরকারঃ সোলস/নাসিম আলী খান

গীতিকারঃ শহীদ মাহমুদ জঙ্গি

বছরঃ ১৯৯৫





ব্লগার হাসান মাহবুব ভাইয়ার পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।



*তথ্যের সত্যতা যাচাই করা যাইনি।

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩১

আরজু পনি বলেছেন:

বাহ দারুন নস্টালজিক গান ।

কতো শুনেছি এই গান ।
শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ ।।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

লিরিকস বলেছেন: সুন্দর গান আপু।



ধন্যবাদ আপু।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

প্রবাসী পাঠক বলেছেন: পোস্টে ভালো লাগা রইল।

লিরিকস আপু প্লিজ প্লিজ আপনার পোস্টগুলো ড্রাফট থেকে ফিরিয়ে আনুন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

লিরিকস বলেছেন: ভাল থাকুন ভাইয়া। :)

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৭

তারছেড়া লিমন বলেছেন: আপু শুভকামনা ............. হয়তো কিছু দিন দেখা হবে না ..... সব কিছু থেকে দূরে থাকব ............... আপনার সব পোষ্ট ফিরে আসুক...... আর সেই সাথে সুর মিলিয়ে গান চলুক............. পার্থদার সাথে সুর মিলিয়ে বলি....

নষ্ট অতীতকে জানাও বিদায় রেখ না মনে
আজ দিন কাটুক গানে......আজ দিন কাটুক গানে
আজ দিন কাটুক গানেএ এ এ এ এ এ



০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০১

লিরিকস বলেছেন: ভাইয়া ফিরে আসবেন আবার এটাই কামনা করি।
ভাল থাকুন ভাইয়া।
গানটার জন্য ধন্যবাদ।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫১

*কুনোব্যাঙ* বলেছেন:

সুপ্রিয় লিরিকস,
আপনার সব পোষ্টে ড্রাফটে দেখে আশংকায় পড়ে গিয়েছিলাম। এদিকে যে পোষ্টটি ছিলো সেটির মন্তব্যের ঘর দেখলাম বন্ধ। দুটো কারণে আপনার পোষ্টগুলোর প্রতি ভালোলাগা রয়েছে। প্রথমতঃ গানের নির্ভরযোগ্য ইউটিউব লিংক আমাকে খোঁজাখুঁজির হাত থেকে রক্ষা করে এবং ভালো একটি ইউটিউব লিংক পাই। দ্বিতীয়তঃ গানের গায়ক/গায়িকার সাথে সাথে গীতিকার সুরকারের নাম থাকায় সঙ্গীত বিষয়ে জানাশোনার ভান্ডারকে আরো বৃদ্ধি করে।

নির্বাচিত পাতাই সব নয়। যেহেতু সামু একটা বড় অনলাইন প্ল্যাটফর্ম সেহেতু নির্বাচক বা মডারেটরদের হয়তো বিভিন্ন দিক খেয়াল রেখে পাঠকদের সর্বোচ্চ গুরুত্বের দিক বিবেচনা করে অনেক কিছু দেখে শুনে নির্বাচিত পাতা চালাতে হয়। এখন তাদের কতটুকু বা কি কি দিক দেখতে হয় সেটা আমরা সাধারণ ব্লগাররা জানিনা বা জানার প্রয়োজন বোধ করিনা। কেননা, আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে লেখালেখি নিজের জানাশোনা বা ভালোলাগাকে অন্যের মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টার মাধ্যমে কিছু বন্ধুত্ব ও আন্তরিকতা। আমার মনে হয় নির্বাচিত পাতা নিয়ে কি হলো বা কে কি বললো সেটার জন্য আমাদের নিজেদের ভালোলাগার লেখাগুলো আমরা লুকিয়ে ফেলি। নির্বাচকদের কাজ সম্মানিত নির্বাচকগণ করুক আর আমাদের কাজ নিজের ডিজিটাল ইচ্ছে খাতায় লেখালেখি সেটা আমরা করি :)

ব্যাঙ জাতির পক্ষ থেকে অন্তরিক অনুরোধ রইলো আপনার পোষ্টগুলো ফিরিয়ে আনার। আশাকরি মনষ্য সমাজ ব্যাঙ জাতিকে হতাশ করবেনা :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

লিরিকস বলেছেন: +

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৩

*কুনোব্যাঙ* বলেছেন: যতদূর শুনেছি গানটির সুরকারও খুব সম্ভব নাসিম আলী খান। তবে নিশ্চিত ভাবে বলতে পারছিনা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

লিরিকস বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আমি জেনেছি যে পার্থ কিন্তু আপনার কথাও ঠিক। নাসিম আলী খানও হতে পারে।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৬

সায়েদা সোহেলী বলেছেন: ।অনেক অনেক বাদে শুনলাম

।ধন্যবাদ :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

লিরিকস বলেছেন: সুন্দর গান।



ধন্যবাদ আপু।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৬

আবু শাকিল বলেছেন: এ্যা রে
হারিয়ে গেলাম ত। =p~ =p~

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

লিরিকস বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৬

ভিটামিন সি বলেছেন: ইস রে!!! গতকালও আমি এই গানটা শুনেছি।

এসব গান শুনে আমার গাইতে ইচ্ছে করে -

"পুরোনো দিনের গান আজো ভরে মন-প্রাণ
যতই শুনি যে গান বিজাতীয় মর্ডাণ।"

- এই গানটার শিল্পী কিন্তু আশরাফ বাবু, চারু জাতীয় কেউ। এলবাম ঠিক মনে নেই, হতে পারে হ-য-ব-র-ল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

লিরিকস বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২

লিরিকস বলেছেন: আমি গানটার খোঁজ লাগিয়েছি :)

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: পুনরায় স্বাগতম।



*কুনোব্যাঙ* এর সাথে একমত।



টিকে থাকার নামই যুদ্ধ। হারিয়ে যাবার আগের হারিয়ে যাবেন না যেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

লিরিকস বলেছেন: কেমন আছেন ভাইয়া ?

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

নস্টালজিক গান...........!

গুরুত্বপূর্ণ গানের এই ভাণ্ডারকে ড্রাফট করার খবরটি যেন গুজব হয়, সেই আশা করছি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫

লিরিকস বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০২

তূর্য হাসান বলেছেন: লিরিকস কি হয়েছে? আমি তো কিচ্ছু জানি না। আপনার ব্লগার পরিসংখ্যান দেখে তো অবাক। কি ব্যাপার? কয়েকদিন ব্লগে ঠিক মতো আসতে পারিনি। এর মধ্যে কি হয়ে গেল।
আপনি ভালো আছেন তো?
অপেক্ষায় রাখার কারণটা কি বলার মত?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫

লিরিকস বলেছেন: আপনাকে কিছু কথা বলব ভাইয়া।
কেমন আছেন ভাইয়া ?

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আপি, ফিরে আসুন। :(

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

লিরিকস বলেছেন: আপ্পি :) :)

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৭

অদ্বিতীয়া আমি বলেছেন: সোলসের ক্লাসিক একটা গান ।

ব্লগের পোস্ট গুলো নেই দেখে মন খারাপ হল , ফিরে আসুন আপু ।
আমি ঠিক বুঝতে পারিনা নির্বাচিত পাতার কি কোন মানদণ্ড ব্লগে আছে কিনা , সম্ভবত নেই , তারপরও কোন পোস্ট নির্বাচিত যোগ্য কিনা সেটা নিয়ে অনেক কথাই হয় , হবে । ব্যাপারটা ইগ্নর করাই ভালো ।
আশা করি ফিরে আসবেন ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

লিরিকস বলেছেন: সাথে আছি আপু।

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৪

মনিরুল হাসান বলেছেন: গানের লিরিকসে একটু ভুল:
"কবিতা বিমুরত হয়" - এটা হবে
"কবিতা বিমূর্ত হয়"

"আমরা দুজনে এখন
ওদেরই ভাষায়
সাহসী সব ছবি আঁকি
সুখেরই আশায়" - এটা হবে

"আমরা দুজনে এখন
ওদেরই আশায়
সাহসী সব ছবি আঁকি
সুখেরই ভাষায়।" :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮

লিরিকস বলেছেন: ধন্যবাদ ভাইয়া ঠিক করেছি।

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪

লিরিকস বলেছেন: গানটির সুর ও লেখা কার এটা পাচ্ছি না। ট্রাই করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.