নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে,
কাঁদিস কেন মন;
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।
চলে যায় যদি কেউ...
হাসির পরে কান্না আছে,
দুঃখের পরে সুখ।
আঁধার রাতের শেষে যেমন
দেখিস আলোর মুখ।
জন্ম নিলে সবার তরে আছেরে মরণ
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।
চলে যায় যদি কেউ...
দু'দিনের এই দুনিয়াতে সবাই মুসাফির।
এ সংসারের মোহ মায়ায় হই কেন অধীর
যায় না মোছা কখনো যে ভাগ্যেরই লিখন।
শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী
অ্যালবামঃ ভাঙ্গা গড়া
সুরকারঃ সুবল দাস
গীতিকারঃ মাসুদ করিম
গানচিল বলেছেন: এটা ডঃ মনিরুজ্জামানের লেখা নয়।বরেণ্য গীতিকার প্রয়াত মাসুদ করিম সাহেব গানটা লিখেছিলেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১২
লিরিকস বলেছেন: খুব তাড়াতাড়ি মহীনের ঘোড়াগুলির গান আসবে
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮
তূর্য হাসান বলেছেন: খুব সুন্দর গান।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
লিরিকস বলেছেন: কি পাখি ওগুলো?
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১
নুর ইসলাম রফিক বলেছেন: আমার অনেক প্রিয় একটি গান
তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
লিরিকস বলেছেন: খহুব সুন্দর গান ভাইয়া।
অনেক ধন্যবাদ।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: হাসির পরে কান্না আছে,
দুঃখের পরে সুখ।
আঁধার রাতের শেষে যেমন
দেখিস আলোর মুখ।
বুঝতেই পারেছেন গানের মধ্যে আপনার মনে ভাবটুকু প্রকাশিত হলো।
প্লিজ কারো সাথে রাগকরে আমাদের বঞ্চিত করবেন না।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭
লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা ভাইয়া।
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩
অঘটনঘটনপটীয়সী বলেছেন: কেমন আছেন আপি?
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮
লিরিকস বলেছেন: স্বাগতম
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯
আমি ইহতিব বলেছেন: ফিরে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬
লিরিকস বলেছেন:
ভালো থাকুন আপু।
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
আমিনুর রহমান বলেছেন:
থ্যাঙ্কস
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮
লিরিকস বলেছেন: +
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩২
অন্ধবিন্দু বলেছেন:
ভালোলাগা গান। অসাধারণ সুরসুধা ...
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫
লিরিকস বলেছেন: অসাধারণ সুরসুধা
অনেক ধন্যবাদ ভাইয়া।
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৪
মনিরুল হাসান বলেছেন: অনেক ছোট লিরিকস, দেখে ভেবেছিলাম ভুল নেই।
ভয়ে ভয়ে শুনতে গিয়ে শেষে এসে কয়েকটা ভুল পেলাম।
'মরন' বানান ভুল, বানান হবে 'মরণ'।
"দু'দিনেরেই দুনিয়াতে.....", এটা হবে দু'দিনের এই দুনিয়াতে....."।
"এ সংসারের মোহ মায়ার...... ", এটা হবে "এ সংসারের মোহ মায়ায়...."।
"যায় না মোছা কখন যে .....", এটা হবে "যায় না মোছা কখনো যে....."।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭
লিরিকস বলেছেন: কোন ভয় নেই ভাইয়া, শুদ্ধতার অভিযান চলবে।
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯
গানচিল বলেছেন: এটা ডঃ মনিরুজ্জামানের লেখা নয়।বরেণ্য গীতিকার প্রয়াত মাসুদ করিম সাহেব গানটা লিখেছিলেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩
লিরিকস বলেছেন: আপডেট করে দিয়েছি ভাইয়া।
১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//হাসির পরে কান্না আছে,
দুঃখের পরে সুখ।
আঁধার রাতের শেষে যেমন
দেখিস আলোর মুখ।//
-গানের এই অংশটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮
লিরিকস বলেছেন: অসাধারণ সুরসুধা
অনেক ধন্যবাদ ভাইয়া।
১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৬
দৃষ্টিসীমানা বলেছেন: পোষ্টে +++++++++++ । শুভ কামনা রইল ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯
লিরিকস বলেছেন: অসাধারণ সুরসুধা
অনেক ধন্যবাদ ।
১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আব্দুল হাদির গান কত শুনতাম। মনে পড়ে গেলো।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬
লিরিকস বলেছেন: আমি মাঝে মাঝেই শুনি।
ভালো থাকুন ভাইয়া।
১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৭
*কুনোব্যাঙ* বলেছেন: কিশোর কুমারের গানটি কোথায়?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬
লিরিকস বলেছেন: কোন গান?
১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৯
*কুনোব্যাঙ* বলেছেন: কিশোর কুমারের গানটি কোথায়?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৬
লিরিকস বলেছেন: ৫০২
১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫১
জাফরুল মবীন বলেছেন: +++
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৪
লিরিকস বলেছেন: অসাধারণ সুরসুধা
অনেক ধন্যবাদ ভাইয়া।
১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন: প্লাস।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫০
লিরিকস বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮
জাহাঙ্গীর.আলম বলেছেন:
শুভ প্রত্যাবর্তন ৷ ভাল থাকবেন ৷