নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

যখন আমি থাকবো নাকো - রুনা লায়লা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৮





যখন আমি থাকবো নাকো

আমায় রেখো মনে

ও বন্ধু ওগো আমায় খুঁজো সুরের আলাপনে।।



বেজে বেজে বাঁশি থেমে যাবে জানি

ভেঙ্গে যাবে খেলা ঘর, ভেঙ্গে যাবে খেলা ঘর



ঢেউয়ে ঢেউয়ে নদী বয়ে যাবে দূরে

পড়ে রবে বালুচর

পথহারা পাখি পথ খুঁজে খুঁজে।

ক্লান্ত নিরজনে।।

যখন আমি থাকবো নাকো

আমায় রেখো মনে।



শ্রাবণের ধারা ঝরে যাবে চোখে

অভিমানে কত কাল।



বুক ভরা আশা ভীরু ভালবাসা

পাবে না তো অধিকার

তোমাদের-ই সুখে সুখি হতে আমি

চেয়েছি জীবনে।।



যখন আমি থাকবো নাকো

আমায় রেখো মনে

ও বন্ধু ওগো আমায় খুঁজো সুরের আলাপনে।।













শিল্পীঃ রুনা লায়লা

সুরকারঃ সুবল দাস

গীতিকারঃ মাসুদ করিম

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

তূর্য হাসান বলেছেন: শিরোনামে রুনা (লাইলা) না রুনা লায়লা হবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮

লিরিকস বলেছেন: ঠিক করে দিয়েছি ভাইয়া।


:) :)

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: যখন আমি থাকবো নাকো
আমায় রেখো মনে
ও বন্ধু ওগো আমায় খুঁজো সুরের আলাপনে।।




মনে রেখিছি বলেই না ফিরে আসলেন ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

লিরিকস বলেছেন: আপনাকে পাশে পেয়েছি সব সময়, পাশে পাবো সব সময় এটাই চাই আমি।

ভালো লাগাটা অনেক সময় লিখে প্রকাশ করা যায় না।


সুস্থ থাকুন।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

মনিরুল হাসান বলেছেন: মন খারাপ করা গান।
একটা বানান ভুল,
শ্রাবনের ধারা - এটা হবে: শ্রাবণের ধারা।
লিরিকসে দু'টো ভুল।
শ্রাবনের ধারা ঝরে যাবে যদি = শ্রাবণের ধারা ঝরে যাবে চোখে
চেয়েছি যে জীবনে।। = চেয়েছি জীবনে।। :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

লিরিকস বলেছেন: সব ঠিক করে দিয়েছি।


পুরানো গান গুলির বিষয়ে একটু ভেবে দেখবেন।:)

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গান পছন্দ করেন নািক?

আমিও গান গাই :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯

লিরিকস বলেছেন: আপনার ব্লগ বাড়ীতে আমি আসব গান বিষয়ক কথা বলতে।

ভালো থাকুন।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৫

মনিরুল হাসান বলেছেন: শ্রাবণের ধারা ঝরে যাবে যদি = শ্রাবণের ধারা ঝরে যাবে চোখে
এই ভুলটা ঠিক করা হয়নি। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

লিরিকস বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

ঠিক করে দিয়েছি।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২২

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ভাল গান।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬

লিরিকস বলেছেন: কি খবর তোমার?

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৪৮

জাফরুল মবীন বলেছেন: +++

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৫

লিরিকস বলেছেন: সুন্দর গান ভাইয়া।

৮| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৬

তুষার কাব্য বলেছেন: আমার এই অসম্ভব প্রিয় এই গান টা দেওয়ার জন্য এত্তগুলা প্লাস তোমাকে..... :D

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭

লিরিকস বলেছেন: :) :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.