নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
একাত্তুরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল ?
যারা অস্ত্র হাতে ধরেছিল, মা গো, তোমার তরে মরেছিল
ও মা, যাদের ভয়ে পালিয়েছিল শত্রু সেনার দল, ও মা...
আজও কেন তোমার বুকে জ্বলছে আগুন, চলছে গুলী, মরছে মানুষ ?
জবাব তোমায় দিতেই হবে, মা গো, জবাব তোমায় দিতেই হবে, মা
সন্ত্রাসীদের হাতে কেন জিম্মি তুমি, স্বদেশ আমার, মাতৃভূমি?
জবাব তোমায় দিতেই হবে, মা গো, জবাব তোমায় দিতেই হবে, মা
কেন বিদ্যালয়ে ফুটছে বোমা ? এই কি পেলাম শিক্ষা, ও মা ?
লাঞ্চিত আজ শিক্ষাগুরু, চোখে দুঃখের জল, ও মা...
আজো কেন তোমার বুকে ঘুরছে তারা, একাত্তুরের দালাল যারা ?
জবাব তোমায় দিতেই হবে, মা গো, জবাব তোমায় দিতেই হবে, মা
লাখো লাখো শহীদ কেন রক্ত দিল, এই কি তাদের স্বপ্ন ছিল?
জবাব তোমায় দিতেই হবে, মা গো, জবাব তোমায় দিতেই হবে, মা
ও মা, রক্তে ভেজা এই না মাটি, জীবন দিয়ে রাখবো খাঁটি
শপথ নিলাম আজকে তরুণ ছাত্র-ছাত্রীদল, ও মা...
গীতিকার ও সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
শিল্পীঃ আগুন ও রুনা লায়লা
চলচ্চিত্রঃ বিক্ষোভ
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১
লিরিকস বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা ভাইয়া।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
তূর্য হাসান বলেছেন: লাইকটা কিন্তু আমার
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
লিরিকস বলেছেন: ওকে!!!
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
তূর্য হাসান বলেছেন: হায় হায় লাইক তো কমেন্টে...
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
লিরিকস বলেছেন:
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
গানটি যখন প্রথম শুনেছিলাম... তখন গায়ে কাঁটা দিয়েছিল.... এখনও!
শ্রদ্ধাঞ্জলি নব্বুই দশকের সেরা নায়ক সালমান খানের প্রতি....
প্রিয় লিরিকস!
ভূপেন হাজারিকার 'আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়' গানটি কবে দেবেন, আমাদেরকে একটু জানাতে পারেন?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯
লিরিকস বলেছেন: এই গানটা তো কবেই দিয়েছি
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৭
মনিরুল হাসান বলেছেন: গানটা সুন্দর, আগুনের গলাটাও সুন্দর। লিরিকসে একটা ভুল -
ও মা, যাদের জয়ে পালিয়েছিল ..... = ও মা, যাদের ভয়ে পালিয়েছিল .....
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬
লিরিকস বলেছেন: ঠিক করে দিয়েছি ভাইয়া।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:০১
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার একটি গান। ধন্যবাদ লিরিকস আপনাকে শেয়ার করার জন্য।
সালমান শাহ অভিনীত প্রতিটি ছবির গানই খুব চমৎকার।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮
লিরিকস বলেছেন: আমি উনার বেশ কয়েকটা মুভি দেখেছি। ১ম সিনেমা মৌসুমি সাথে, শাবনুরের সাথেও দেখেছি । দারুন ছিলেন উনি।
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২০
অঘটনঘটনপটীয়সী বলেছেন: প্লাস।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৩
লিরিকস বলেছেন: সুন্দর গান কিন্তু এটা।
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৪৭
জাফরুল মবীন বলেছেন: +++
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫০
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান ভাইয়া।
ধন্যবাদ।
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮
জেনারেশন সুপারস্টার বলেছেন: খুব প্রিয় একটি গান কিন্তু ভালো প্রিন্ট খুজে পাইনি কোথাও।এটার একটা ভালো প্রিন্ট পেলে দারুণ হত।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৪
লিরিকস বলেছেন: আমি গানচিল ভাইয়া কে বলব, উনিই পারতে পারেন।
অনেক ভালোলাগা ভাইয়া।
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: এ এক প্রেরণার নাম। দেশপ্রেমে বলিয়ান হবার গান।
ভাল থাকবেন