নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে - হেমন্ত মুখোপাধ্যায়

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬





মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে

স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে।।



মনে পড়ে যায়, মনে পড়ে যায়,

মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি।



মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথী।

দুজনার দুটি পথ মিশে গেলো

এক হয়ে নতুন পথের বাঁকে

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে

স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে।



সে এক নতুন দেশে, দিনগুলি ছিল যে মুখর কত গানে,

সেই সুর কাঁদে আজি আমার প্রাণে।



ভেঙ্গে গেছে হায়, ভেঙ্গে গেছে হায়,

ভেঙ্গে গেছে আজ সেই মধুর মিলন মেলা।

ভেঙ্গে গেছে আজ সেই হাসি আর রঙ্গের খেলা।



কোথায় কখন কবে কোন তারা ঝরে গেলো,

আকাশ কি মনে রাখে।

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে

স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে।।















শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়

সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়

গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার



প্রিয় ব্লগার সেলিম আনোয়ার ভাইয়ার পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬

সুমন কর বলেছেন: সুন্দর গান।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান ভাইয়া।

ধন্যবাদ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪১

আদম_ বলেছেন: আমি চিরকাল তোমার থেকে দুরে থাকবো, শুধু মনেরই মাঝেতে তোমার ছবিটি ধরে রাখবো..........

গানটা দেবার অনুরোধ রইলো। ভালো থাকা হয় যেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

লিরিকস বলেছেন: নোট করে নিলাম।

ধন্যবাদ ভাইয়া।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহ্ নস্টালজিক ।
আমার প্রিয় একটা গান । কত হাজার বার যে শুনেছি , তবুও শুনতে ভাল লাগে ।
সাথে এই গান গুলিও -
ঃ যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে
কেন বল কাঁদালে আমায় ।
ঃ তুমি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছ

সেলিম আনোয়ারের পছন্দে আমার বরাবরই আস্থা ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

লিরিকস বলেছেন: গান গুলো নোট করে নিয়েছি।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫০

ঢাকাবাসী বলেছেন: বেশ কয়েক জায়গাতে শব্দের পর 'ও' দিয়েছেন যেমন ৪র্থ লাইনে 'প্রথমও দেখারও' ওগুলো ভুল। প্রথম দেখার হবে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

লিরিকস বলেছেন: ঠিক করে দিয়েছি। অনেক দিন পর পেলাম। ভালো থাকুন।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০১

আবু শাকিল বলেছেন: অনেকবার শুনেছি আজকে আবার শুনলাম। ভাল লাগল

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা ভাইয়া।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ক্ল্যাসিক গান ৷

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান ভাইয়া।

ধন্যবাদ।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা চমৎকার গানটির লিরিক্স পোস্ট করার জন্য । শুভকামনা ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

লিরিকস বলেছেন: আপনার আরো গান আসবে ভাইয়া।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩

ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: চমৎকার!! +++

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯

লিরিকস বলেছেন: অসাধারণ সুরসুধা


অনেক ধন্যবাদ ভাইয়া।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২

আমি ইহতিব বলেছেন: দারুন একটি গান। এতবার শুনেছি যে কথাগুলো মুখস্থ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০

লিরিকস বলেছেন: অসাধারণ সুরসুধা


অনেক ধন্যবাদ আপু।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১০

মামুন রশিদ বলেছেন: স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে।।

আহারে! কি কথা, কি সুর আর কি গায়কী! চমৎকার ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫

লিরিকস বলেছেন: চমৎকার মন্তব্য ভাইয়া।

অনেক ভালোলাগা ভাইয়া।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯

তূর্য হাসান বলেছেন: এ গানগুলো কখনো পুরনো হবার নয়। ধন্যবাদ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯

লিরিকস বলেছেন: চির সবুজ গান।

অনেক ভালোলাগা ভাইয়া।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: নষ্ঠালজিয়া খুব তাড়ার করে গানটা যখন শুনি।



শুভ কামনা আপনার জন্য।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৪

লিরিকস বলেছেন: অসাধারণ সুরসুধা





অনেক ধন্যবাদ ভাইয়া।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:০৯

জাফরুল মবীন বলেছেন: চমৎকার একটি গান।ধন্যবাদ লিরিকসকে। :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১২

লিরিকস বলেছেন: চির সবুজ গান।



অনেক ভালোলাগা ভাইয়া।

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

লিরিকস বলেছেন: অসাধারণ সুরসুধা





অনেক ধন্যবাদ ভাইয়া।

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৩

অঘটনঘটনপটীয়সী বলেছেন: প্লাস। :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫

লিরিকস বলেছেন: চির সবুজ গান।

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫২

তূর্য হাসান বলেছেন: কোন নিকের আড়ালে যে লিরিকস হারালো। :#) :#) :#)
ভালো আছেন তো?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

লিরিকস বলেছেন: কোন নিকের আড়ালে হারায়নি, নেশা হয়ে গিয়েছিল ব্লগের B-)

পড়াশুনাও ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.