নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
আজ জীবন খুঁজে পাবি
ছুটে ছুটে আয়। ।
মরণ ভুলে গিয়ে
ছুটে ছুটে আয়
হাসি নিয়ে আয় আর
বাঁশি নিয়ে আয়,
যুগের নতুন দিগন্তে সব
ছুটে ছুটে আয়
ফাগুন ফুলের আনন্দে সব
ছুটে ছুটে আয়।
মনের চড়ায় পাখিটির
বাঁধন খুলে দে
শিকল খুলে মেঘের নীলে
আজ উড়িয়ে দে,
যত বন্ধ হাজার দুয়ার ভেঙ্গে
আয়রে ছুটে আয়,
আজ নতুন আলোর দিগন্তে সব
ছুটে ছুটে আয়
আর মরণ ভুলে গিয়ে
ছুটে ছুটে আয়।
সময় ধারাপাতে দেখ
নেই বিয়োগের ঘর
চলার পথের পথের বাঁকে
নেইকো আপন পর। ।
কি আর পাবি কি আর দিবি
আঙুল গুনে কি
লাভের খাতায় হিসাব করে
জীবন ভরে কি,
আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে
আয়রে ছুটে আয়,
আর ভালবাসার পান্না হীরে কুড়িয়ে নিবি আয়
এই ফাগুন ফুলের আনন্দে সব
ছুটে ছুটে আয়
হাসি নিয়ে আয় আর
বাঁশি নিয়ে আয়.......
শিল্পীঃ ভূপেন হাজারিকা
সুরকারঃ ভুপেন হাজারিকা
গীতিকারঃ ভুপেন হাজারিকা
গীতিকারঃ শিবদাস বন্দোপাধ্যায় (বাংলা)
ব্লগার মাঈনউদ্দিন মইনুল ভাইয়ার ভালো লাগা একটি গান।
গানচিল বলেছেন: এই গানের গীতিকার নিয়ে একটা "কিন্তু' আছে। মূল গান ছিল অহমি বা অসমীয়া ভাষায়।যা লিখেছিলেন ভূপেন হাজারিকা নিজেই।তবে এর ভাবান্তর বা বাংলা রুপ দিয়েছিলেন শিবদাস বন্দোপাধ্যায়।অতএব, এখানে শিবদাস ব্যানার্জীর নামও থাকা উচিত। ধন্যবাদ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০
লিরিকস বলেছেন: একটু পড়াশুনা নিয়ে বিজি হয়ে গেছি ভাইয়া।
আমারও খুব প্রিয় গান
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
ইমতিয়াজ ১৩ বলেছেন: ইউটিওব লিংক কোথায়? অনেক দিন পর পোষ্ট দেয়ায় ধন্যবাদ।
আমার ভাল লাগা একটি গান।
মিতালী মুখার্জীর গাওয়া একটি গানের কথা এরকম:-
তুমি তুমি তোমরা মিলে
তোমরা সবে নাকি সভা করেছিলে
না বলা অনেক কথার কথা তুলেছিলে
গানটি নিয়ে একটি পোষ্ট দিবেন প্লিজ
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫২
লিরিকস বলেছেন: ইউটিউবের লিংক চেক করেছি। ওকে আছে।
ওটা আমারও প্রিয় গান।
অনেক ভালোলাগা।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩
তূর্য হাসান বলেছেন: অনেক দিন পর অবশেষে।
@ ইমতিয়াজ ১৩
তুমি তুমি তোমরা মিলে
তোমরা সবে নাকি সভা করেছিলে
না বলা অনেক কথার কথা তুলেছিলে
এই গানটা মনে হয় মৌসুমী ভৌমিকের গাওয়া
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৯
লিরিকস বলেছেন: অন্য নিকের পিছে হারাইছি না?? তাই ভেবেছেন না?
পড়াশুনা ছিল, ঈদে নিয়মিত হব
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১
অন্ধবিন্দু বলেছেন:
চলার পথের পথের বাঁকে
নেইকো আপন পর। ।
আহা ! ...
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১১
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান ভাইয়া।
ধন্যবাদ।
আপনার নতুন লেখাটা পড়েছি, বুঝতে পারিনি তাই +/- কোনটা না দিয়ে পালিয়ে এসেছি
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩০
গানচিল বলেছেন: এই গানের গীতিকার নিয়ে একটা "কিন্তু' আছে। মূল গান ছিল অহমি বা অসমীয়া ভাষায়।যা লিখেছিলেন ভূপেন হাজারিকা নিজেই।তবে এর ভাবান্তর বা বাংলা রুপ দিয়েছিলেন শিবদাস বন্দোপাধ্যায়।অতএব, এখানে শিবদাস ব্যানার্জীর নামও থাকা উচিত। ধন্যবাদ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৮
লিরিকস বলেছেন: আপডেট করে দিয়েছি ভাইয়া।
ভালো থাকুন, সুস্থ থাকুন এই দোয়া।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ওয়েলকাম ব্যাক... লিরিকস আজকাল কই থাকেন....
জাতি আপনার খবর জানবার চায়....
পছন্দের গানটির জন্য আপনাকে অশেষ ধন্যবাদ
এবং শুভেচ্ছা!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭
লিরিকস বলেছেন: ঈদে বেশি সময় দেব,
জাতি তখন জানতে চাইবে আবার আমি কবে হারাব?
ভালো লাগা ভাইয়া।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৪
আমিনুর রহমান বলেছেন:
ভুপেন হাজারিকা ! যার গান শুনলে রক্ত শিহরিত হয়ে উঠে। ব্লগে নিয়মিত দেখে ভালো লাগছে
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০
লিরিকস বলেছেন: অসাধারণ সুরসুধা,
ঈদের বন্ধে আরো নিয়মিত থাকব।
আচ্ছা ভাইয়া টাকা' টা কি উনি পৌছে দিয়েছেন আপনাকে?
অনেক ধন্যবাদ ভাইয়া।
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৩
আবু শাকিল বলেছেন:
ভুপেন হাজারিকা র গানের লিরিক স পড়ছি আর গানটা সুর এবং তাল দুটো ই মনের ভিতর বাজছে।
যে গান হৃদয়ে বাজে,সে গান বাজাতে হয়
এমন সব গানের লিরিক স দেন...যে গান গুলো শুনেই বড় হওয়া । আজকাল মোবাইল ফোনের মিউজিক লাইব্রেরীতে এই গান গুলা রাখা হয় না। যখনি আবার শুনি অদ্ভত ভাল লাগা কাজ করে। এই সব আপনার কারনেই।
ধন্যবাদ।
এখন আমিও আপনাকে ন্যাস্নির গানের লিরিক স শুনাতে চাই -এত দিন কোথায় ছিলেন !!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩
লিরিকস বলেছেন: সত্যি কথা হল ভাইয়া এই গান গুলি আমি শুনতাম না যদি না আমার ভাই বোনেরা এই গান গুলি না শুনত।
ন্যাস্নি আমার প্রিয়, তিনি সহ আরো কিছু নতুনদের গান দিতে পারছি না তার কিছু কারন আছে, কোন এক পোস্টে আমি সেটা বলব।
আমি দিতে চাই ওদের গান।
ভালো লাগা।
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮
অঘটনঘটনপটীয়সী বলেছেন: এতদিন কোথায় ছিলে আপি?
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫
লিরিকস বলেছেন: আর বলো না, আমার নাকি ব্লগে নেশা হয়ে গেছিলো সারাদিন ব্লগ আর ফেস বুক
তাই নেশা কাটালাম।
আসলেই নেশা।
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৬
মনিরুল হাসান বলেছেন: ব্লগে সম্ভবত কোনো ঝামেলা হয়েছে, প্রতিটি লাইনের পরেই স্পেস। প্রথমে ভেবেছিলাম এই পোস্টে। আমার ব্লগে গিয়ে দেখি আমার ব্লগেও এই অবস্থা। এই স্পেসগুলি ঠিক করে নিলে ভালো হবে। লিরিকে ভুল -
"ফাগুন ফুলের আনন্দেতে সব
ছুটে ছুটে আয়।" - এটা হবে:
"ফাগুন ফুলের আনন্দে সব
ছুটে ছুটে আয়।"
"শিকল খুলে মেঘের নীলে
পা ছড়িয়ে দেয়," - এটা হবে:
"শিকল খুলে মেঘের নীলে
আজ উড়িয়ে দে।"
"আজ মরণ ভুলে গিয়ে
ছুটে ছুটে আয়।" - এটা হবে:
"আর মরণ ভুলে গিয়ে
ছুটে ছুটে আয়।"
বেশ কয়েকদিন পর ব্লগে দেখলাম। আশা করি, সবকিছু ভালোই চলছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৫
লিরিকস বলেছেন: স্পেসগুলি ঠিক করে করতে পারি নাই, আর সব ওকে।
ঈদে নিয়মিত থাকব।
ভালোলাগা।
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: ভূপেন হাজারিকা মানুষের জন্য গেয়েছেন জীবনের জন্য গেয়েছেন । তার গান অন্যরকম ভাল লা গা কাজ করে । আমরা করবো জয় ,মানুষ মানুষের জন্য ওগঙ্গা তুমি দারুন সব গান । মানুষ মানুষের জন্য তো লিজেন্ডারী লেভেলের গান। আমার সবচেয়ে প্রিয় তালিকার উপরের দিকের গান ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৯
লিরিকস বলেছেন: অসাধারণ সুরসুধা,
চমৎকার মন্তব্য।
অনেক ভালোলাগা।
১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৭
জাফরুল মবীন বলেছেন: হেমন্ত,ভূপেন হাজারিকা আর তালাত মাহমুদকে আমার কাছে মনে হয় ন্যাচারাল অর্কেষ্ট্রা! বাদ্যযন্ত্র ছাড়াই তাদের গলায় সূরের কী মূর্ছনা!!!
ধন্যবাদ গানের পাখিকে এরকম একজন গুণী শিল্পীর গান উপস্থাপনের জন্য।
অনেক শুভকামনা রইলো লিরিকসের জন্য।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫১
লিরিকস বলেছেন: অসাধারণ সুরসুধা,
চমৎকার মন্তব্য।
অনেক ভালোলাগা ভাইয়া।
১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: জনপ্রিয়তা অনন্য
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০২
লিরিকস বলেছেন: ভালো থাকুন, সুস্থ থাকুন।
১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৭
প্রবাসী পাঠক বলেছেন: ওয়েলকাম ব্যাক।
সামুর সমস্যার কারণে আমি নিজেও কয়েকটা দিন ব্লগে আসি নি। আপনাকে আবার ব্লগে নিয়মিত দেখে ভালো লাগছে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫
লিরিকস বলেছেন: ভালো থাকুন, সুস্থ থাকুন।
অনেক ভালোলাগা।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩
মামুন রশিদ বলেছেন: অনেক দিন পর! শুভেচ্ছা আপু..
একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো.. চাই