নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ-এ চেপে
নীলজল দীগন্ত ছুঁয়ে এসেছ,
আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে
বহুদূর বহুদূর হেঁটে এসেছ।
আমি কখনও যাইনি জলে,
কখনও ভাসিনি নীলে,
কখনও রাখিনি চোখ,
ডানামেলা গাঙচিলে।
আবার যেদিন তুমি সমুদ্রস্নানে যাবে
আমাকেও সাথে নিও,
নেবে তো আমায় ?
বল, নেবে তো আমায় !
আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে
তোমরা সদলবলে সভা করেছিলে,
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধাঁ
না-বলা অনেক কথা, কথা তুলেছিলে :
কেন শুধু ছুটে ছুটে চলা
একই একই কথা বলা
নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে ?
যদি ভালবাসা না-ই থাকে
শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাব, কোথায় গিয়ে ?
বল, কোথায় গিয়ে ?
আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দ্যাখো,
এখনও গল্প লেখো, গান গাও প্রাণ ভরে,
মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে,
তোমাদের ভালবাসা এখনো গোলাপে ফোটে।
আস্থা-হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দুহাত পেতেছি,
আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু
রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা,
তাই স্বপ্ন দেখবো বলে
আমি দু'চোখ পেতেছি।
তাই তোমাদের কাছে এসে
আমি দু'হাত পেতেছি।
তাই স্বপ্ন দেখবো বলে
আমি দু'চোখ পেতেছি
শিল্পীঃ মৌসুমী ভৌমিক
গীতিকারঃ মৌসুমী ভৌমিক
সুরকারঃ মৌসুমী ভৌমিক
অ্যালবামঃ এখনও গল্প লেখ (সাল- ২০০০)
বছরঃ গানটি লেখা হয় ১৯৯৬, কলকাতা
ব্লগার ইমতিয়াজ ভাইয়া সহ অনেকেরই প্রিয় একটি গান।
০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:৫২
লিরিকস বলেছেন: সত্যিই আমি যানি না।
২| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:২৩
তূর্য হাসান বলেছেন: গানটা আমারও কিন্তু প্রিয়। ধন্যবাদ অনেক দিন পর ফেরার জন্য।
০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৫
লিরিকস বলেছেন: ভালোলাগা ভাইয়া।
৩| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৪
শাহ আজিজ বলেছেন: বহুবার শোনার পর আজ বেশ কিছুকাল পরে আবার শুনছি । ভাল্লাগছে --------
০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৬
লিরিকস বলেছেন: মামুন রশিদ বলেছেন: অসাধারণ গান!
৪| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:০৩
মামুন রশিদ বলেছেন: অসাধারণ গান!
০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৭
লিরিকস বলেছেন: সত্যিই অসাধারণ গান!
ভালোলাগা ভাইয়া।
৫| ০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২২
আবু শাকিল বলেছেন: প্রিয় গান
০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৮
লিরিকস বলেছেন: সত্যিই অসাধারণ গান!
ভালোলাগা ভাইয়া।
৬| ০৩ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১০
জাফরুল মবীন বলেছেন: অসাধারণ গানের কথা!বার বার শুনলেও শোনার ইচ্ছা এতটুকু কমে না!
০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:১৮
লিরিকস বলেছেন: সত্যিই অসাধারণ গান!
ভালোলাগা ভাইয়া।
৭| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:১৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আরেকটি প্রিয় গান। আপনাকে কীভাবে অভিনন্দন জানালে তা উপযুক্ত হবে, ভেবে পাই না...
জাস্ট সুপার জব, লিরিকস!
বাংলাকে নিয়ে গর্ব করার হাজার কারণের মধ্যে হলো: তার মধুমাখা গানগুলো।
আর কোন্ ভাষায় এত সুন্দর গান আছে, আমি জানি না।
০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:১৭
লিরিকস বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
প্রথম দিকে কিছু সমস্যা ছিল কিন্তু আপনাদের পাশে থাকাতে সমাধান করে সামনের দিকে এগুচ্ছি।
প্রথম দিকের গানের শুদ্ধি অভিযান চলছে।
আর কোন্ ভাষায় এত সুন্দর গান আছে, আমি জানি না।
না নাই।
আমার তো তাই মনে হয়।
৮| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:২০
প্রবাসী পাঠক বলেছেন: আমার পছন্দের একটা গান।
০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৭
লিরিকস বলেছেন:
ঈদের শুভেচ্ছা ভাইয়া।
৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১২:১০
অঘটনঘটনপটীয়সী বলেছেন: মামনির খুব প্রিয় গান। আমারো। মামনি আগে প্রায়ই গানটা খুব গাইতো।
১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৯
লিরিকস বলেছেন: আন্টিকে আমার সালাম।
১০| ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১৬
প্রবাসী পাঠক বলেছেন: ঈদের শুভেচ্ছা। পরিবারের সঙ্গে আনন্দে কাটুক ঈদের প্রতিটি মুহূর্ত।
১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫০
লিরিকস বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া।
১১| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আর দু:খিত ধন্যবাদ দিতে দেরি হওয়াতে। বাসারা আসলে সামুতে তেমন বসা হয় না তো?
আরো একবার ধন্যবাদ সুন্দর একটি গানের কথা শেয়ার করার জন্য।
১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৬
লিরিকস বলেছেন: আমারও বাসায় আসলে সামুতে তেমন বসা হয় না
১২| ০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২০
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ক্ল্যাসিক গান ৷ উনার আরো কিছু গান দিতে পারেন ৷
ভাল থাকবেন ৷
১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৮
লিরিকস বলেছেন: উনার কিছু গান আমার খুব ভালো লাগে।
শুভেচ্ছা।
১৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৭
মন ময়ূরী বলেছেন: আমার খুব প্রিয় একটি গান।
২৪ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
লিরিকস বলেছেন: অনেক ভালো লাগা।
১৪| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫১
তুষার কাব্য বলেছেন: আমার লাইফ এ সবচেয়ে বেশিবার গাওয়া গান সম্ভবত এইটা...আগে কেউ রিকুএস্ট করলে এটা গেয়ে দিতাম...
২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭
লিরিকস বলেছেন: খুব ভালো।
ভালো থাকুন ভাইয়া।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:২৬
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: এর ইংরেজি অনুবাদক কে???