নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

নীলাঞ্জনা ১ (সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা) - নচিকেতা

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৩



লাল ফিতে সাদা মোজা সু স্কুলের ইউনিফর্ম,
ন'টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম,
পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার মোড়ে,
দেখে সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম,
এরপর একরাশ কালো কালো ধোঁয়া,
স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া ।

এরপর বিষন্ন দিন বাজেনা মনোবীণ,
অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন,
হাজার কবিতা বেকার সবই তা ।।
তার কথা কেউ বলে না,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ।।

সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়,
রক থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়,
হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি
একঘেয়ে হয়ে যেত সময় সময় ।

তখন উদাস মন ভুলে মনোরঞ্জন,
দাম দিয়ে যন্ত্রনা কিনতে চায়,
তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা,
ও মনের গভীরতা জানতে চায় ।

যখন খোলা চুলে হয়তো মনের ভুলে,
তাকাতো সে অবহেলে দু'চোখ মেলে,
হাজার কবিতা বেকার সবই তা।।
তার কথা কেউ বলে না,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ।।

অংকের খাতা ভরা থাকতো আঁকায়,
তার ছবি তার নাম পাতায় পাতায়,
হাজার অনুষ্ঠান প্রভাত ফেরীর গান
মন দিন গুনে এই দিনে আশায় ।

রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল
মন শুধু সে ক্ষনের প্রতিক্ষায়
রাত্রির আঙ্গিনায় যদি খোলা জানালায়
একবার একবার যদি সে দাঁড়ায়

বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন,
নিজেতে ছিলো মগণ এ প্রানপণ,
হাজার কবিতা বেকার সবই তা ।।
তার কথা কেউ বলে না,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ।।

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা .........





শিল্পীঃ নচিকেতা চক্রবর্তী
গীতিকারঃ নচিকেতা চক্রবর্তী
সুরকারঃ নচিকেতা চক্রবর্তী
অ্যালবামঃ এই বেশ ভালো আছি
বছরঃ ১৯৯৩


অঘটনঘটনপটীয়সী সহ অনেকের প্রিয় গান।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ......... :)

+++

ঈদ মোবারক।

০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:০৬

লিরিকস বলেছেন: সে প্রথম প্রেম আপনার নীলাঞ্জনা..... :P

ঈদ মোবারক ভাইয়া।

২| ০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৫

মামুন রশিদ বলেছেন: সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ।।


সুন্দর গান । ঈদ শুভেচ্ছা :)

০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:১৯

লিরিকস বলেছেন: সে প্রথম প্রেম আপনার নীলাঞ্জনা???:P

ঈদ মোবারক ভাইয়া।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৮

প্রবাসী পাঠক বলেছেন: ভালো লাগা একটি গান।

ঈদের শুভেচ্ছা।

০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৪

লিরিকস বলেছেন: ঈদের শুভেচ্ছা ভাইয়া।

ভালো থাকুন।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১২

আবু শাকিল বলেছেন: আমার স্কুল জীবনের প্রিয় গান।এখনো ভাল্লাগে।

অনেকদিন পর আবার শুনলাম :) :) :)

ঈদ আনন্দে কাটুক ।

০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:১১

লিরিকস বলেছেন: আপনার স্কুলের সময় আমি দুনিয়াতে ছিলাম না মনে হয় :)

৫| ০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহ্ কত শতবার যে শুনেছি এই গান ।

০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:২০

লিরিকস বলেছেন: কখনো পুরানো হবে না।

অনেক ভালোলাগা ভাইয়া।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

জাফরুল মবীন বলেছেন: নচিকেতার বাছাই করা যে ১৪টি গান আমি মাঝে মধ্যেই শুনি এটি তার একটি।

লিরিকসের ঈদ স্পেশাল কী কিছু থাকছে?

০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৯

লিরিকস বলেছেন: ১৪ টি গানের লিস্ট আমি চাই।


কিছু থাকছে না ভাইয়া........... :( :(


তবে আপনার সাথে থাকছি।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

নীল বরফ বলেছেন: সপ্তাহ ২-৩ আগে নচিকেতার এক কনসার্টে গিয়ে ছিলাম।উনার সেন্স অফ হিউমার, শ্রোতার সাথে আত্মিক সংযোগ আর বুদ্ধিদীপ্ত উত্তর আমাকে মুগ্ধ করেছে।ভীষন একরোখা আর আজন্ম রোমান্টিসিজম থাকা এক মানুষ।উনার গানের ভক্ত বরাবরই ছিলাম; এবার এ মানুষটাকে এত কাছ থেকে দেখে আরো ভক্তি আর শ্রদ্ধা বেড়ে গেল।

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৮

লিরিকস বলেছেন: চমৎকার মন্তব্যে ভালোলাগা।

৮| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৮:২৯

তূর্য হাসান বলেছেন: সুন্দর গান। লাইক বাটনটা শো করছে না। তাই দুখক্ষিত!

ঈদের শুভেচ্ছা।

ও হ্যাঁ। আপনার বাসায় আমার ঈদের দাওয়াত রইল। =p~ =p~ =p~ :-P :-P

১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫০

লিরিকস বলেছেন: দাওয়াত গ্রহন করলাম। আগামি ঈদে যাব:-P :-P

আপনারও দাওয়াত থাকল আগামি ঈদে আসবেন।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

বাংলা ভাষায় সব জনপ্রিয় গানগুলোকে আপনি ‘সামু’ দিয়ে গেঁথে দিচ্ছেন। আপনার জন্য একটি মহাপুরস্কার অপেক্ষা করছে.... আমার মনে হয়।


চিয়ারস, লিরিকস, চিয়ারস :)

১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৯

লিরিকস বলেছেন: আপনারা পাশে আছেন বলেই এত কিছু।

ভালো থাকুন ভাইয়া।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১২:০৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: :) :) :)

থ্যাঙ্ক ইউ সো মাচ।

১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৮

লিরিকস বলেছেন: তোমার গান আরো আসবে :) :) :)

১১| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫০

অদ্বিতীয়া আমি বলেছেন: এই গানটা একসময় আশে পাশের গানের দোকানে অনেক বাজত , সেই স্কুলের সময়ে । নস্টালজিক করা একটা গান ।

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০৩

লিরিকস বলেছেন: চমৎকার মন্তব্যে ভালোলাগা।

১২| ০৬ ই অক্টোবর, ২০১৪ ভোর ৪:০১

জাফরুল মবীন বলেছেন: ১)অন্তবিহীন পথে চলাই জীবন ২)যখন সময় থমকে দাঁড়ায় ৩)সরকারী কর্মচারী ৪)বৃদ্ধাশ্রম ৫)অনির্বাণ ৬)অ্যম্বিশান ৭)নিলাঞ্জনা-১ ৮)পুরোনো দিনের গান ৯)অন্য প্রেমের গান ১০)ভয় ১১)চলে যাব তোকে নিয়ে ১২)২০১ ধর্মতলা ১৩)কুয়াশা যখন ১৪)রাজশ্রী।

লিরিকসকে ও তার পরিবারের সবােইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।

“ঈদ মোবারক”

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৮

লিরিকস বলেছেন: অনেক অনেক ভালোলাগা ভাইয়া।

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৩

ভিটামিন সি বলেছেন: ছাত্র জীবনে (প্রেমময় জীবনে) অনেক শুনেছি এই গান। কর্মজীবনে (সংসার জীবনে) আর শুনা হয় না; শুনবো কেমন করে - এমন গান শুনলে আবার আমার বউ নামক মেটাল ডিটেক্টর থুক্কু লেডিস ডিটেক্টর এর সন্দেহের তালিকায় পড়ে যাবার সম্ভাবনা আছে।

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৫

লিরিকস বলেছেন: চমৎকার মন্তব্যে ভালোলাগা।

১৪| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা





নাহ্


এখন


সে প্রথম প্রেম আমার লায়লা আক্তর রুনু

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৮

লিরিকস বলেছেন: রুনু ভাবি কে সালাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.