|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

ছেলে আমার মস্ত মানুষ,
মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায়
না দেখা এপার ওপার।।
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী,
সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি।
ছেলের আমার
আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই
বৃদ্ধাশ্রম।
আমার ব্যবহারের সেই
আলমারি আর আয়না
ওসব নাকি বেশ
পুরনো,ফ্ল্যাটে রাখা যায় না।।
ওর বাবার
ছবি,ঘড়ি- ছড়ি,বিদেয়
হলো তাড়াতাড়ি
ছেড়ে দিলো, কাকে খেলো,
পোষা বুড়ো ময়না।
স্বামী- স্ত্রী আর আ্যালসেশিয়ান-
জায়গা বড়ই কম
আমার ঠিকানা তাই
বৃদ্ধাশ্রম।
 
নিজের হাতে ভাত
খেতে পারতো নাকো খোকা
বলতাম
আমি না থাকলে রে কি করবি রে বোকা?
ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার
কথা শুনে- খোকা বোধ হয়
আর কাঁদে না, নেই বুঝি আর মনে।
ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে
দু’হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে
দু’হাত আজো খোঁজে,ভুলে যায়
যে একদম- আমার ঠিকানা এখন
বৃদ্ধাশ্রম।
খোকারও হয়েছে ছেলে,দু’বছর
হলো তার তো মাত্র
বছর পঁচিশ,ঠাকুর মুখ তোলো।
একশো বছর বাঁচতে চাই এখন আমার সাধ 
পঁচিশ বছর পরে খোকার
হবে ঊনষাট।
আশ্রমের এই ঘরটা ছোট,জায়গা অনেক বেশি-
খোকা- আমি,দু’জনেতে থাকবো পাশাপাশি।
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম
মুখোমুখি আমি,খোকা আর
বৃদ্ধাশ্রম। 
মুখোমুখি আমি,খোকা আর
বৃদ্ধাশ্রম।।
শিল্পীঃ নচিকেতা চক্রবর্তী
গীতিকারঃ নচিকেতা চক্রবর্তী
সুরকারঃ নচিকেতা চক্রবর্তী
অ্যালবামঃ দলছুট
বছরঃ ১৯৯৯
 ২০ টি
    	২০ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৫ ই অক্টোবর, ২০১৪  বিকাল ৪:০০
০৫ ই অক্টোবর, ২০১৪  বিকাল ৪:০০
লিরিকস বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া।
ঈদের শুভেচ্ছা।
২|  ০৪ ঠা অক্টোবর, ২০১৪  রাত ১২:১০
০৪ ঠা অক্টোবর, ২০১৪  রাত ১২:১০
অঘটনঘটনপটীয়সী বলেছেন: গানটা যতবার শুনি ততবারই চোখে পানি চলে আসে কেন জানি।
  ১৪ ই অক্টোবর, ২০১৪  সকাল ১১:৩৮
১৪ ই অক্টোবর, ২০১৪  সকাল ১১:৩৮
লিরিকস বলেছেন: তূর্য হাসান বলেছেন: এই গানটা শুনলে খুব কষ্ট লাগে। পারতপক্ষে শুনি না।
৩|  ০৪ ঠা অক্টোবর, ২০১৪  রাত ৯:০০
০৪ ঠা অক্টোবর, ২০১৪  রাত ৯:০০
জাফরুল মবীন বলেছেন: ওহ্ অসাধারণ গান।নচিকেতাকে অনন্তকাল মানুষ মনে রাখবে যে ক’টা গানের জন্য নিঃসন্দেহে  তার মধ্যে এটি অন্যতম।
ঈদ মোবারক 
  ১৪ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১২:৪৮
১৪ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১২:৪৮
লিরিকস বলেছেন: তূর্য হাসান বলেছেন: এই গানটা শুনলে খুব কষ্ট লাগে। পারতপক্ষে শুনি না।
৪|  ০৫ ই অক্টোবর, ২০১৪  রাত ১:০৩
০৫ ই অক্টোবর, ২০১৪  রাত ১:০৩
একলা ফড়িং বলেছেন: নচিকেতা! আমার স্কুল লাইফের ক্রাশ! আর ক্রাশের শুরু এই গান দিয়ে। 
অনেক লিরিক্স দেখি আপনার ব্লগবাড়িতে! মাঝে মাঝে আসব বেড়াতে  
 
  ১৪ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৪৮
১৪ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৪৮
লিরিকস বলেছেন: আমি আসলে ওনার গান কিছুদিন আগে থেকে শুনি 
বেড়াতে আসবেন 
৫|  ০৭ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:২৮
০৭ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:২৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: গানের চৌম্বুক অংশ
খোকারও হয়েছে ছেলে,দু’বছর
হলো তার তো মাত্র
বয়স পঁচিশ,ঠাকুর মুখ তোলো।
একশো বছর বাঁচতে চাই এখন আমার সাধ
পঁচিশ বছর পরে খোকার
হবে ঊনষাট।
আশ্রমের এই ঘরটা ছোট,জায়গা অনেক বেশি-
খোকা- আমি,দু’জনেতে থাকবো পাশাপাশি।
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম
মুখোমুখি আমি,খোকা আর
বৃদ্ধাশ্রম।
মুখোমুখি আমি,খোকা আর
বৃদ্ধাশ্রম।।
যতবার শুনি ততবার চোখে পানি আসে। মায়ের কি আকুতি এত্তোকিছুর পরেও খোকার সাথে থাকতে চায় ???
ধন্যবাদ আপনাকে।
  ১৪ ই অক্টোবর, ২০১৪  দুপুর ২:০৯
১৪ ই অক্টোবর, ২০১৪  দুপুর ২:০৯
লিরিকস বলেছেন: তূর্য হাসান বলেছেন: এই গানটা শুনলে খুব কষ্ট লাগে। পারতপক্ষে শুনি না।
৬|  ০৮ ই অক্টোবর, ২০১৪  রাত ৯:০১
০৮ ই অক্টোবর, ২০১৪  রাত ৯:০১
সুমন কর বলেছেন: চমৎকার গান।
  ১৪ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:০২
১৪ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:০২
লিরিকস বলেছেন: তূর্য হাসান বলেছেন: এই গানটা শুনলে খুব কষ্ট লাগে। পারতপক্ষে শুনি না।
৭|  ১৩ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:১৫
১৩ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:১৫
তূর্য হাসান বলেছেন: এই গানটা শুনলে খুব কষ্ট লাগে। পারতপক্ষে শুনি না।
  ১৪ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:৩৮
১৪ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:৩৮
লিরিকস বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া।
৮|  ২৪ শে অক্টোবর, ২০১৪  সকাল ১১:১৬
২৪ শে অক্টোবর, ২০১৪  সকাল ১১:১৬
মন ময়ূরী বলেছেন: হৃদয়স্পর্শী গান।
  ২৪ শে অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৪
২৪ শে অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৪
লিরিকস বলেছেন: তূর্য হাসান বলেছেন: এই গানটা শুনলে খুব কষ্ট লাগে। পারতপক্ষে শুনি না।
৯|  ০৬ ই নভেম্বর, ২০১৪  রাত ১১:৩৪
০৬ ই নভেম্বর, ২০১৪  রাত ১১:৩৪
মনিরুল হাসান বলেছেন: "আমি না থাকলে কি করবি রে বোকা?" =
আমি না থাকলে রে কী করবি রে বোকা?
"দু’হাত আজো খুঁজে,ভুলে যায় যে একদম-" =
দু’হাত আজো খোঁজে, ভুলে যায় যে একদম - 
"তার তো মাত্র বয়স পঁচিশ,ঠাকুর মুখ তোলো।" =
তার তো মাত্র বছর পঁচিশ, ঠাকুর মুখ তোলো।
  ২০ শে নভেম্বর, ২০১৪  বিকাল ৪:১৪
২০ শে নভেম্বর, ২০১৪  বিকাল ৪:১৪
লিরিকস বলেছেন: ঠিক করে দিয়েছি  
 
পুরানো গুলো আগে ঠিক করতে হবে ভাইয়া।
১০|  ২০ শে নভেম্বর, ২০১৪  সকাল ৯:০৫
২০ শে নভেম্বর, ২০১৪  সকাল ৯:০৫
তুষার কাব্য বলেছেন: তোমার পোস্ট করা ৯৯% গান ই আমার খুব খুব পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে..কিভাবে হলো... ?   
 
অনেক অনেক ভালো থাকো তুমি আর আমার প্রিয় গানগুলো কে এভাবেই আবার সামনে নিয়ে এস যাদের নিয়ে একসময় বাঁচতাম আমি...
  ২০ শে নভেম্বর, ২০১৪  বিকাল ৪:২৪
২০ শে নভেম্বর, ২০১৪  বিকাল ৪:২৪
লিরিকস বলেছেন: মন্তব্যে খুব ভালোলাগা।
শুভেচ্ছা, ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৪  রাত ১১:৩৫
০৩ রা অক্টোবর, ২০১৪  রাত ১১:৩৫
মামুন রশিদ বলেছেন: কষ্টের গান । এই গান শুনেও মানুষ যেন পিতামাতার এই কষ্টের ব্যাপারে সচেতন হয় ।