নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

যে টুকু সময় তুমি - মিতালী মুখার্জী ও ভুপিন্দর সিং

১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৮



যে টুকু সময় তুমি থাকো কাছে
মনে হয় এ দেহে প্রাণ আছে,
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।।

ব্যথার সমাধিতে বসে এ মন
ফোটায় আশার ফুল রাশি রাশি
যখন দেখি ওই মুখের হাসি

স্বপ্ন থেকে আসো নয়নেতে
নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও
জাগরণে এসে কাছে দাঁড়াও

যে টুকু সময় তুমি থাকো কাছে
মনে হয় এ দেহে প্রাণ আছে,
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।।

শিশুকালের রূপকথাগুলো
পায়ে পায়ে সব আসে ফিরে
তোমার কথা রূপকথা ঘিরে

ভুলে ভরা যত স্বরলিপি
গানের কোকিল হয়ে উঠে ডেকে
কাছে এলে তুমি দূরে থেকে

যে টুকু সময় তুমি থাকো কাছে
মনে হয় এ দেহে প্রাণ আছে,
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।।






শিল্পীঃ মিতালী মুখার্জী ও ভুপিন্দর সিং
সুরকারঃ আলাউদ্দিন আলী
গীতিকারঃ প্রদীপ সাহা

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: স্বপ্ন থেকে আসো নয়নেতে
নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও
জাগরণে এসে কাছে দাঁড়াও






কি অনুপম কাথামাল? অসাধারণ একটা গান। বরাবরের মত আরো একবার আপনাকে ধন্যবাদ।

১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫১

লিরিকস বলেছেন: আমি টিং টং দেবার আগেই আপনি হাজির :) :) :) :) :) :) :) :) :) :) :)


অনেক ভালোলাগা।

২| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০২

তূর্য হাসান বলেছেন:
যে টুকু সময় তুমি থাকো কাছে
মনে হয় এ দেহে প্রাণ আছে,
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।।

খুব সুন্দর গান। ধন্যবাদ।

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৭

লিরিকস বলেছেন: :) :) :) :) :) :) :) :) :)


অনেক ভালোলাগা।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১১

বোকামানুষ বলেছেন: আই গানটা ছোটবেলায় চারপাশে খুব বাজতে শুনেছি ভালও লাগতো :)


কিন্তু শুধু এই প্রথম চারটা লাইন পরিচিত বাকি কোন লাইন হঠাৎ করে শুনলে বুজতেই পারবনা এটা এই গান :P


যে টুকু সময় তুমি থাকো কাছে
মনে হয় এ দেহে প্রাণ আছে,
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।।

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৫

লিরিকস বলেছেন: কিন্তু শুধু এই প্রথম চারটা লাইন পরিচিত বাকি কোন লাইন হঠাৎ করে শুনলে বুজতেই পারবনা এটা এই গান :P :P :P :P :P


অনেক ভালো লাগা।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

জাফরুল মবীন বলেছেন:



যে টুকু সময় লিরিকস থাকে ব্লগে
মনে হয় এ ব্লগে প্রাণ জাগে,
বাকিটা সময় থাকি হয়ে মরা ব্লগার
ব্লগ জুড়ে নামে অথৈ আঁধার।।
:)

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৬

লিরিকস বলেছেন: আল্লাহ্‌ আপনাকে সুস্থ রাখুক সব সময়।

৫| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪০

অঘটনঘটনপটীয়সী বলেছেন: পছন্দের একটা গান।



কেমন আছো আপি?

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৯

লিরিকস বলেছেন: ভালো আছি আপি।

ইংরেজী গানটা শুনবা কিন্তু, পারলে ওটার বাংলা করে দিবা :P

৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



//জাফরুল মবীন বলেছেন:

যে টুকু সময় লিরিকস থাকে ব্লগে
মনে হয় এ ব্লগে প্রাণ জাগে,
বাকিটা সময় থাকি হয়ে মরা ব্লগার
ব্লগ জুড়ে নামে অথৈ আঁধার।। :)//















আমার কলেজ জীবনের চরম জনপ্রিয় গান। মনে পড়ে শুভ্রদেব ও শাকিলা দেবির (?) কথা :(

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০২

লিরিকস বলেছেন: শাকিলা জাফর হতে পারে তবে আমি শুনিনি ওনাদের কন্ঠে।

আবিদা সুলতানা এবং রফিকুল ইসলাম ওনারা ভালো গেয়েছেন।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সরি.... বাংলাদেশে গানটি জনপ্রিয় করেছেন আগুন এবং.... শাকিলা (মেয়ে শিল্পীর নামটি মনে পড়ছে না)

তবে আবিদা সুলতানা এবং রফিকুল ইসলামও গেয়েছেন গানটি।

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১২

লিরিকস বলেছেন: আবিদা সুলতানা এবং রফিকুল ইসলাম ওনাদের টা আমি শুনেছি।

অনেক অনেক ভালোলাগা ভাইয়া।

৮| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

মামুন রশিদ বলেছেন: মিষ্টি একটা গান ।

২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২২

লিরিকস বলেছেন: খুব মিষ্টি গান ভাইয়া।



অনেক অনেক ভালোলাগা ভাইয়া।

৯| ২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক আগের একটা অনুরোধে চোখ পড়লো...

পছন্দের নজরুল গীতির কথা বলেছীলনে..
ঐ পোষ্ট অনেক পিছনে যাওয়ায় এখানেই তালীকা দিয়ে গেলুম :)

সবইতো তাঁর প্রিয়-ভালবাসী যখন তার সুর.. তবুও যেগুলো একেবারে সহজেই মনটা নাড়িয়ে দেয়-

# একি অপরুপ রুপে মা তোমায়
# কারার ঐ লৌহ কপাট
# ও ভাই খাটি সোনার চেয়ে খাটি
# আলগা করগো খোঁপার বাঁধন
# ব্রজগোপী খেলে হরি
# চেওনা সুনয়না..
# এই রাঙ্গামাটির পথে লো
# হারানো হিয়ার নিকুঞ্জ
#কাবেরী নদী জলে কে গো বালিকা
# মোন ঘুম ঘোরে এলে মনোহর....

----

২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩২

লিরিকস বলেছেন: অনেক অনেক ভালোলাগা ভাইয়া।

১০| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৩

তুষার কাব্য বলেছেন: আমার লাইফ এ সবচেয়ে বেশিবার শোনা গান সম্ভবত এটা....অনেকবার ডুয়েট গেয়েছি... :D

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫

লিরিকস বলেছেন: :) :) :)

শুনব আপনার গান একদিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.