|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
 
 
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো
এখন আর কেউ আটকাতে পারবেনা
সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো
মা-কে বলে দাও বিয়ে তুমি করছো না।। 
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যাস
স্টার্টিংয়েই ওরা ১১০০ দেবে তিন মাস পরে কনফার্ম
চুপ করে কেন বেলা কিছু বলছো না, 
এটা কি 2441139
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে
জরু্রি খুব জরুরি দরকার।
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতোদিন ধরে এতো অপেক্ষা
রাস্তার কতো সস্তা হোটেলে
বদ্ধ কেবিনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কতো প্রতীক্ষা।।
আর কিছু দিন তারপর বেলা মুক্তি
কসবার ঐ নীল দেওয়ালের ঘর
সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার নাল-নীল সংসার,
এটা কি 2441139
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
মিটার যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে
জরু্রি খুব জরুরি দরকার।
চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো?
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো? তুমি শুনতে পাচ্ছো কি।।
এটা কি 2441139
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে
জরু্রি খুব জরুরি দরকার।
হ্যালো 2441139
2441139
হ্যালো ধুর ছাই 
হ্যালো......
গীতিকার ও সুরকারঃ অঞ্জন দত্ত 
ব্লগার এহসান সাবির  ভাইয়ার পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।
 ৩২ টি
    	৩২ টি    	 +১০/-০
    	+১০/-০  ২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ৯:৩১
২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ৯:৩১
লিরিকস বলেছেন:   
   তাহলে লাইক গুলো আসলো কিভাবে?
  তাহলে লাইক গুলো আসলো কিভাবে?
আমি ভাবির কাছে নালিশ দেব যে আপনি আমার নামে মামলা করবার হুমকি দিয়েছেন  
   
   
   
   
   
   
 
২|  ২৩ শে অক্টোবর, ২০১৪  সকাল ১১:৫১
২৩ শে অক্টোবর, ২০১৪  সকাল ১১:৫১
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন:   
 
  ২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ৯:৫১
২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ৯:৫১
লিরিকস বলেছেন: সুন্দর একটি গান ।
৩|  ২৩ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১২:০৮
২৩ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১২:০৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
চলমান বেকারত্ব আর তৎপরবর্তি বিচ্ছেদের বেদনাতুর এক ছবি
চমৎকার একটি গান...... কতবার শুনেছি খেয়াল নেই.......
গান না হলেও এটি হতে পারতো শ্রেষ্ঠ এক কবিতা।
  ২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ১০:৩৭
২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ১০:৩৭
লিরিকস বলেছেন: মামুন রশিদ বলেছেন: সবচে বেশিবার উচ্চারিত ফোন নাম্বার!
৪|  ২৩ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১:৩৮
২৩ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১:৩৮
লীনা জািম্বল বলেছেন: অনেকদিন পর শুনে নিলাম---খুব ভাল লাগলো ------
  ২৪ শে অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:০০
২৪ শে অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:০০
লিরিকস বলেছেন: মামুন রশিদ বলেছেন: সবচে বেশিবার উচ্চারিত ফোন নাম্বার!
৫|  ২৩ শে অক্টোবর, ২০১৪  দুপুর ২:৩১
২৩ শে অক্টোবর, ২০১৪  দুপুর ২:৩১
ফারুক৭ বলেছেন:   
 
  ২৪ শে অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:৪২
২৪ শে অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:৪২
লিরিকস বলেছেন: মামুন রশিদ বলেছেন: সবচে বেশিবার উচ্চারিত ফোন নাম্বার!
৬|  ২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ৯:৫২
২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ৯:৫২
ইমতিয়াজ ১৩ বলেছেন: এখন দিতে পালাম মাত্র। আগে পারি নি? মামলা করবো না।
  ২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১২:৪৮
২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১২:৪৮
লিরিকস বলেছেন:   
   
   
   
   
   
 
৭|  ২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ১০:০২
২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ১০:০২
মামুন রশিদ বলেছেন: সবচে বেশিবার উচ্চারিত ফোন নাম্বার!
  ২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১:২৬
২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১:২৬
লিরিকস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
গান না হলেও এটি হতে পারতো শ্রেষ্ঠ এক কবিতা। 
৮|  ২৪ শে অক্টোবর, ২০১৪  বিকাল ৩:৪৬
২৪ শে অক্টোবর, ২০১৪  বিকাল ৩:৪৬
জাফরুল মবীন বলেছেন: আমার জন্য নস্টালজিক গান!
লিরিকসকে অসংখ্য ধন্যবাদ।
  ২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১:৪৮
২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১:৪৮
লিরিকস বলেছেন: মামুন রশিদ বলেছেন: সবচে বেশিবার উচ্চারিত ফোন নাম্বার!
৯|  ২৪ শে অক্টোবর, ২০১৪  বিকাল ৩:৫৭
২৪ শে অক্টোবর, ২০১৪  বিকাল ৩:৫৭
আমি ইহতিব বলেছেন: লিরিকস আপু নতুন বাসায় উঠেছি, নতুন করে ঘর সাজিয়েছি। ডাইনিং এ নীল রং এর পর্দা যেদিন লাগালাম সেদিন এই গানটার কথা খুব মনে হল। গানটা ল্যাপটপে ছিলোনা, ডাউনলোড করে তারপর জোরে সাউন্ড দিয়ে শুনেছি। খুব পছন্দের একটি গান। 
আপনার জন্য ছবিটা দিলাম - 
  ২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ২:০৩
২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ২:০৩
লিরিকস বলেছেন: কি যে ভালো লাগছে। টুক টাক আসবাপত্রের ছবি নিয়ে একটা পোস্ট দিন আপু।
অনেক অনেক অনেক ভালোলাগা।
বাবুকে আদর।
১০|  ২৫ শে অক্টোবর, ২০১৪  সকাল ১০:৪৯
২৫ শে অক্টোবর, ২০১৪  সকাল ১০:৪৯
আবু শাকিল বলেছেন: এখানে আমার একটা কমেন্টস ছিল।
ওটা গেল কই?? 
  ২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ২:৩৩
২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ২:৩৩
লিরিকস বলেছেন: আমিও দেখি নাই। 
সামুর উন্নয়ন কাজ চলছে তো  
 
১১|  ২৬ শে অক্টোবর, ২০১৪  ভোর ৫:১৭
২৬ শে অক্টোবর, ২০১৪  ভোর ৫:১৭
প্রবাসী পাঠক বলেছেন: মামুন ভাইয়ার সাথে একমত। সবচেয়ে বেশি বার উচ্চারিত ফোন নাম্বার। 
 বিঃদ্রঃ আমি কিন্তু অনিয়মিত হই নাই। 
  ২৬ শে অক্টোবর, ২০১৪  সকাল ৯:১৮
২৬ শে অক্টোবর, ২০১৪  সকাল ৯:১৮
লিরিকস বলেছেন:  
  
  
  
  
  
  
 
১২|  ০২ রা নভেম্বর, ২০১৪  সকাল ৭:৩৪
০২ রা নভেম্বর, ২০১৪  সকাল ৭:৩৪
অঘটনঘটনপটীয়সী বলেছেন: এই গানটা এত শুনতাম একটা সময় যে জীবনে প্রথম মোবাইল নেয়ার সময় চেয়েছিলাম যেন ফোন নম্বরের শেষ নম্বর গুলো ২৪৪১১৩৯ হয়। আফসোস, এমন নম্বরওয়ালা সিম পাইনি। 
  ০২ রা নভেম্বর, ২০১৪  বিকাল ৩:৩৯
০২ রা নভেম্বর, ২০১৪  বিকাল ৩:৩৯
লিরিকস বলেছেন:   
   
   
   
   
   
 
১৩|  ০৩ রা নভেম্বর, ২০১৪  ভোর ৫:৩৬
০৩ রা নভেম্বর, ২০১৪  ভোর ৫:৩৬
রাজিব বলেছেন: বাংলাদেশ ও পশ্চিম বাংলার অনেক তরুণ-তরুণীর জীবনের বাস্তবতা এই গানটি। খুবই দুঃখের একটা গান কিন্তু কণ্ঠ, সুর আর বাজনা মিলে সেই দুঃখ বোধ বোধহয় ঘুচিয়ে দিয়েছে। ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছি। ট্রাডেজি নাটকের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে ক্যাথারসিস। নাটকের নায়ক বা নায়িকার ট্র্যাজেডি বা কষ্ট দেখে দর্শকদের মনে এই ভাবনা আসে যে আমার একার সমসা রয়েছে এমনটি নয়। বরং নাটকের নায়ক বা নায়িকার দুর্ভাগ্য আমার থেকেও অনেক বেশি। এই ধরনের কথা চিন্তা করে এক ধরনের সান্তনা আসে। 
আমার মনে হয় অঞ্জন দত্তের গানটি ঠিক এই ধরনের সান্তনা বয়ে আনে। গানের নায়ক (বা গায়ক) তার কষ্টকর সময়ের কথা আমাদের জানাচ্ছে। কিন্তু আরও বেদনার ব্যপার হচ্ছে বেলা বোসের থেকে কোন উত্তর পাচ্ছে না। ঐদিকে বেলা বোসের বা কি করার আছে? 
এভাবেই আমাদের তরুন তরুণীদের মধ্যে বিচ্ছেদ ঘটে অহরহ। আপনি আমার ফেইসবুকে রয়েছেন। তাই হয়তো দেখবেন আপনার এখানকার একটু বড় ছোট করে সেখানেও দেয়া হচ্ছে। 
  ০৪ ঠা নভেম্বর, ২০১৪  দুপুর ১২:৪৬
০৪ ঠা নভেম্বর, ২০১৪  দুপুর ১২:৪৬
লিরিকস বলেছেন: চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো?
বেলা কাঁদছিল কিন্তু ভাইয়া।
কি করবে কাঁদা ছাড়া....
সুন্দর গান।
মন্তব্য ভালোলাগা।
আমি দেখব ভাইয়া।
১৪|  ০৬ ই নভেম্বর, ২০১৪  রাত ১১:১৮
০৬ ই নভেম্বর, ২০১৪  রাত ১১:১৮
মনিরুল হাসান বলেছেন: "মিটার যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে" = 
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের 
"বদ্ধ ক্যাবিনে বন্দী দুজনে" = 
বদ্ধ কেবিনে বন্দী দু'জনে 
"কসবার ঐ নীল দেয়ালের ঘর" =
কসবার ঐ নীল দেওয়ালের ঘর 
এই গানটা আমার নিজের আর আমার বন্ধুদেরও খুব প্রিয় গান। অন্জন দত্ত, কবির সুমন - দু'জনেরই প্রথম দিকের অ্যালবামের গানগুলি প্রায় মুখস্থ।
  ২৩ শে নভেম্বর, ২০১৪  রাত ৯:৩৬
২৩ শে নভেম্বর, ২০১৪  রাত ৯:৩৬
লিরিকস বলেছেন: ঠিক করে ফেলেছি।  
 
১৫|  ০৬ ই নভেম্বর, ২০১৪  রাত ১১:৩৮
০৬ ই নভেম্বর, ২০১৪  রাত ১১:৩৮
মিজভী বাপ্পা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ  নেক্সট ভূমির "তোমার দেখা নাই" গান টা চাই
 নেক্সট ভূমির "তোমার দেখা নাই" গান টা চাই   
   
   
 
  ০৩ রা ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৫৬
০৩ রা ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৫৬
লিরিকস বলেছেন: নোট করে রাখলাম।
১৬|  ৩০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫২
৩০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫২
জাহাঙ্গীর.আলম বলেছেন: 
 সরাসরি শোনার অভিজ্ঞতা ভিন্ন রকম ৷ দারুন ৷
  ৩১ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:৫১
৩১ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:৫১
লিরিকস বলেছেন: তাহলে তো দারুন অভিজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৪  সকাল ১১:৩৩
২৩ শে অক্টোবর, ২০১৪  সকাল ১১:৩৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: গানের চেয়ে ফোন নম্বরটাই বেশী সুন্দর ২৪৪১১৩৯।
লাইক অপশন বন্দ করার প্রতিবাদে মামলা হতে পারে আপনার নামে।
লাইক