|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
 
  
নীরবে কি অভিমানে নিভৃতে
করছ তিলে তিলে নিজেকে শেষ,
কেন বল পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালবাসা নি:শেষ।
বন্ধু ভেঙ্গে ফেল এই কারাগার
খুলে দাও সে হৃদয়ের প্রণয়ের দ্বার...
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান।।
হতেও পারে আমাদের এই
মিলনমেলা এক ইতিহাস
হতেও তোমার শীতল
চোখটাই যেন এক উচ্ছাস,
হতেও পারে বিষাদের এই
জনপদ প্রণয়ের তীর্থ
হতেও পারে তোমার একটু
নীরবতায় সে ব্যর্থ।
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান।
দু:খ আমার সাথেই আছে
তবু দেখ দু:খী আমি নইতো
ডাক দিয়ে যায় প্রণয়মেলায়
এতেই নিহিত সুখ হয়তো, 
কিসের এত দু:খ তোমার
সারাক্ষণ বসে বসে ভাবছ,
পৃথিবীতে বল বাঁচবে ক‘দিন
সময়টাতো বড় অল্প।
নীরবে কি অভিমানে নিভৃতে
করছ তিলে তিলে নিজেকে শেষ,
কেন বল পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালবাসা নি:শেষ।
বন্ধু ভেঙ্গে ফেল এই কারাগার
খুলে দাও সে হৃদয়ের প্রণয়ের দ্বার
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান.....
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ শেষ দেখা
সুরকারঃ প্রিন্স মাহমুদ
গীতিকারঃ প্রিন্স মাহমুদ
বছরঃ ১৯৯৮
 ২০ টি
    	২০ টি    	 +৬/-০
    	+৬/-০  ২৪ শে অক্টোবর, ২০১৪  বিকাল ৫:৫৯
২৪ শে অক্টোবর, ২০১৪  বিকাল ৫:৫৯
লিরিকস বলেছেন: অনেক অনেক ভালোলাগা।
২|  ২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ১১:০৫
২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ১১:০৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: ৪র্থ লাইক আর ২য় কমেন্ট আমার। 
জেমস এর ভাল কিছু গানের মধ্যে এটি একটি। 
ধন্যবাদ আপনাকে।
  ২৪ শে অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:৪১
২৪ শে অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:৪১
লিরিকস বলেছেন: সুন্দর গান এটা।
শুভেচ্ছা।
৩|  ২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ১১:২৪
২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ১১:২৪
শাহীন উল্লাহ বলেছেন: নব্বই দশকে বাংলাদেশের ব্যান্ড সঙ্গেতের উথান হয় আর সে সময় ফিলিংস নামক ব্যান্ডের মাধ্যমে জেমসের উথান হয়, তার গায়কি এবং অনবদ্য গীটার প্লে এর মাধ্যমে তরুন প্রজন্মের কাছে গুরু উপাধী পায়,,, আর সেই সময় কিছু বিশিস্ট অবশিষ্ট পন্ডিতরা বলতেন এরা কোনো গান করতে জানে না চিল্লাচিল্লি করা ছাড়া,,,,, আর এই জেমস যখন বলিউডে হিন্দী গান করে জনপ্রিয় হয়, তখন সেই সব পন্ডিতেরা আহা আহা,,,,,,,, তখন মুখে মুখে সবাই গান গায় : না জানে কোহি,,,,,,,
আমরা আসলে কি??? আমি তো মনে করি ভারতের চামচা ছাড়া আর কিছু নয়,,,, এরাও কি কোনো অংশে রাজাকারে থেকে কম ??? এই ভাষার জন্যই তো আমরা প্রান দিয়েছিলাম,,,,,তা হলে এই দেশে হিন্দী ভাষা ও নিষিদ্ধ করা উচিত, এটা কোনো গুরুত্ব পুর্ন ভাষা নয়,,,,,
আমার লাইফে আমি কখনো হিন্দী কোনো গান,. মুভি, চ্যানেল দেখি না,,, তাতে কি কোনো ক্ষতি হয়েছে ?????? আমরা ভবিষ্যত প্রজন্ম ও কখন ও এই ভাষার কোনো কিছু প্রয়োজন নেই,,,
  ২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১২:৪৭
২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১২:৪৭
লিরিকস বলেছেন: +++
হিন্দীর কোন প্রয়োজন নেই,,,
৪|  ২৪ শে অক্টোবর, ২০১৪  রাত ২:০৩
২৪ শে অক্টোবর, ২০১৪  রাত ২:০৩
স্নিগ্ধ শোভন বলেছেন: 
পৃথিবীতে বল বাঁচবে ক‘দিন
সময়টাতো বড় অল্প। 
........
......
...
..
হতেও পারে এই দেখা শেষ দেখা! 
  ২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১:২৬
২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১:২৬
লিরিকস বলেছেন: বন্ধু ভেঙ্গে ফেল এই কারাগার
খুলে দাও সে হৃদয়ের প্রণয়ের দ্বার..
৫|  ২৪ শে অক্টোবর, ২০১৪  রাত ২:৩০
২৪ শে অক্টোবর, ২০১৪  রাত ২:৩০
প্রবাসী পাঠক বলেছেন: আহ! বাংলা ব্যান্ড সঙ্গীতের স্বর্ণ যুগের গান। পাইরেসির কারণে এখন আর এই রকম গান আসে না।
  ২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১:৪৮
২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ১:৪৮
লিরিকস বলেছেন: খুবই দুঃখজনক।
অনেক ভালোলাগা ভাইয়া।
৬|  ২৪ শে অক্টোবর, ২০১৪  সকাল ১০:৩০
২৪ শে অক্টোবর, ২০১৪  সকাল ১০:৩০
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগত গানটি । আপনার কল্যানে অনেকদিন পরে আবার শুনলাম  
 
  ২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ২:০২
২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ২:০২
লিরিকস বলেছেন: বন্ধু ভেঙ্গে ফেল এই কারাগার
খুলে দাও সে হৃদয়ের প্রণয়ের দ্বার.. 
৭|  ২৪ শে অক্টোবর, ২০১৪  বিকাল ৩:৩৯
২৪ শে অক্টোবর, ২০১৪  বিকাল ৩:৩৯
জাফরুল মবীন বলেছেন: লাইক।না সুপার লাইক 
  ২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ২:৩২
২৫ শে অক্টোবর, ২০১৪  দুপুর ২:৩২
লিরিকস বলেছেন: সুপার ভালোলাগা 
৮|  ৩১ শে অক্টোবর, ২০১৪  বিকাল ৪:২০
৩১ শে অক্টোবর, ২০১৪  বিকাল ৪:২০
রাজিব বলেছেন: জেমস এর সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে বাংলা ব্যান্ড গানের সেরা সময়ে অন্য অনেকের সঙ্গে টিকে থেকে সেরা পজিশন ধরে রাখতে পারা।
  ০২ রা নভেম্বর, ২০১৪  বিকাল ৩:৩৮
০২ রা নভেম্বর, ২০১৪  বিকাল ৩:৩৮
লিরিকস বলেছেন: কিন্তু এখন তো কেউ উনার গান শোনে না মনে হয়  
 
৯|  ০২ রা নভেম্বর, ২০১৪  সকাল ৭:৩৫
০২ রা নভেম্বর, ২০১৪  সকাল ৭:৩৫
অঘটনঘটনপটীয়সী বলেছেন: পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালবাসা নি:শেষ
এটুকুই কেবল সত্য। আর কিছু নয়। 
গানে ভাললাগা। 
  ০২ রা নভেম্বর, ২০১৪  বিকাল ৩:৫০
০২ রা নভেম্বর, ২০১৪  বিকাল ৩:৫০
লিরিকস বলেছেন: পৃথিবীতে বল বাঁচবে ক‘দিন
সময়টাতো বড় অল্প
শুভেচ্ছা।
১০|  ২৯ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৩১
২৯ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৩১
পাজল্ড ডক বলেছেন: আমার প্রিয় লাইন
''
হতেও পারে আমাদের এই
মিলনমেলা এক ইতিহাস
হতেও পারে তোমার শীতল
চোখটাই যেন এক উচ্ছাস ''
এবং
'' দু:খ আমার সাথেই আছে
তবু দেখ দু:খী আমি নইতো ''
  ২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৩৮
২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৩৮
লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা।
শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ১০:৩৪
২৩ শে অক্টোবর, ২০১৪  রাত ১০:৩৪
মামুন রশিদ বলেছেন: লাইক লাইক