নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

ও গানওয়ালা - কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়)

২৪ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮





ও গানওয়ালা আর একটা গান গাও

আমার আর কোথাও যাবার নেই

কিচ্ছু করার নেই।।



ছেলেবেলার সেই, ছেলেবেলার সেই

বেহালা বাজানো লোকটা, চলে গেছে বেহালা নিয়ে

চলে গেছে গান শুনিয়ে।।

এই পালটানো সময়ে, এই পালটানো সময়ে

সে ফিরবে কি ফিরবে না জানা নেই..



ও গানওয়ালা আর একটা গান গাও

আমার আর কোথাও যাবার নেই

কিচ্ছু করার নেই



কৈশোর শেষ হওয়া, কৈশোর শেষ হওয়া

রঙ চঙ্গে স্বপ্নের দিন

চলে গেছে রঙ হারিয়ে, চলে গেছে মুখ ফিরিয়ে

এই ফাটাকাবাজির দেশে , এই ফাটাকাবাজির দেশে

স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই...



ও গানওয়ালা আর একটা গান গাও

আমার আর কোথাও যাবার নেই

কিচ্ছু করার নেই।।









শিল্পীঃ কবির সুমন

অ্যালবামঃ গানওয়ালা

সুরকারঃ কবির সুমন

গীতিকারঃ কবির সুমন

বছরঃ ১৯৯৪



ব্লগার মামুন রশিদ ভাইয়ার পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

সুমন কর বলেছেন: উনার ৯৯.৯% গানের কথা অসাধারণ !!!

ভাবছি উনার কিছু গান নিয়ে একটা পোস্ট দেবো। ;)

২+।

২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৬

লিরিকস বলেছেন: উনাকে নিয়ে পোস্ট দিবেন মানে আমার কাজ বেড়ে গেল। তাহলে আরো কিছু গান দিই উনার।

২| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৪

বদিউজ্জামান মিলন বলেছেন: আমাকে নস্টালজিক করে দিলেন ভাই। সুমন চট্টপাধ্যয়ের (বর্তমানে সাবিনা আপুকে বিয়ের সুবাদে কবীর সুমন) গানগুলো গো গ্রাসে গিলতাম এক সময়। আমি নাগরিক কবিয়াল, অন্ধ জাতিস্মর কত বিখ্যাত সব গান!

২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৫

লিরিকস বলেছেন: সুমন কর বলেছেন: উনার ৯৯.৯% গানের কথা অসাধারণ !!!


ধন্যবাদ ভাইয়া।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহ কি গান !
উনার ,আমার খুব প্রিয় একটা গান , মাঝখান থেকে বলছি -
এ শহরে আসছো তুমি
কবে কোন রাজ্য থেকে
তোমাদের দেশে বুঝি
সব মানুষই বাঁশী শিখে ।।

২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৭

লিরিকস বলেছেন: ভাইয়া এই গানটা দেখুন :)

৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৯

আবু শাকিল বলেছেন: ও লিরিকস ওয়ালা, আমাকে আরেকটি লিরিক
স দেন।
আমার কোথাও যাবার নেই :)

২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০১

লিরিকস বলেছেন: :) :) :) :) :) :) :) :)

অনেক খুশি ভাইয়া।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৩২

আমিনুর রহমান বলেছেন:




প্রিয় শিল্পী'র প্রিয় গানে +

২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩১

লিরিকস বলেছেন: :) :) :) :) :) :) :) :)

৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৯

তুষার কাব্য বলেছেন: আর একটা প্রিয় গান..এখনো শুনছি ...

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৭

লিরিকস বলেছেন: :) :) :) :) :) :) :) :)

৭| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

মামুন রশিদ বলেছেন: থ্যান্কু, থ্যান্কু আপু :)

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৪

লিরিকস বলেছেন: :) :) :) :) :) :) :) :)

৮| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: ধন্যাপতা।

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২

লিরিকস বলেছেন: :) :) :) :) :) :) :) :)

৯| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৭

জাফরুল মবীন বলেছেন: :((

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৩

লিরিকস বলেছেন: কেন???????? কেন? কি কারনে :((

১০| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৬

জাফরুল মবীন বলেছেন: সেই বিখ্যাত ‘সাময়িক পোস্ট’ এর কারণে =p~

অটঃ ওটা ডিলিট করলেও ওটার পিডিএফ কপি আমার কাছে রয়ে গেছে :-B

:)

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫১

লিরিকস বলেছেন: :D :D :D :D

১১| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩৭

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ও গানওয়ালা আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই




আমারও তাই।


গানে ভাললাগা।

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

লিরিকস বলেছেন: তোমার মন্তব্যে ভালোলাগা।

১২| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:০৭

মনিরুল হাসান বলেছেন: শেষের প্যারাতে 'গানওয়াল' লেখা হয়েছে। লিখতে হবে 'গানওয়ালা'।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৯

লিরিকস বলেছেন: ঠিক করে দিয়েছি :)

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯

পাজল্‌ড ডক বলেছেন: ছোটবেলায় এই গান কোথায় যেন শুনে অনেক জায়গায় খুজেছিলাম, পাইনি, যখন পেয়েছি তখন আবেদন অনেকখানি কমে গিয়েছে।

পোস্টে ভালোলাগা।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৯

লিরিকস বলেছেন: :D :D :D :D

১৪| ১১ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

তাওহিদ হিমু বলেছেন: এই গানের ""ও গানওয়ালা আর একটা গান গাও।আমার আর কোথাও যাবার নেই। কিচ্ছু করার নেই।"" অংশটি বব ডিলানের জনপ্রিয় গান "Mr. Tambourine Man" থেকে নেওয়া। সেটা হলো "Hey! Mr. Tambourine Man, play a song for me. I'm not sleepy and there is no place I'm going to."
বব ডিলানের "Blowing in the blue" গানটিও কবীর সুমন বাংলায় হুবহু গেয়েছেন।
যাহোক। কবীর সুমন বর্তমানে আমার সবচে প্রিয় গায়ক।

১৫| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবীর সুমনের গান গাওয়া মনে হয় আজকাল কমে গেছে। ভালো গায়ক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.