নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল - শচীন দেব বর্মন

০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২২





তাকডুম তাকডুম বাজাই

আমি তাকডুম তাকডুম বাজাই

বাংলাদেশের ঢোল

আমি তাকডুম তাকডুম বাজাই

সব ভুলে যাই । ।

তাও ভুলি না বাংলা মায়ের কোল



বাংলা জনম দিলা আমারে ।।

তোমার পরান আমার পরান

এক নাড়িতে বাঁধা রে,

মা-পুতের এ বাঁধন ছেড়ার

সাধ্য কারো নাই

সব ভুলে যাই

তাও ভুলি না বাংলা মায়ের কোল

তাকডুম তাকডুম বাজাই ......



মা তোমার মাটির সুরে সুরেতে ।।

আমার জীবন জুড়াইলা - মাগো-

আমার জীবন জুড়াইলা

বাউল ভাটিয়ালিতে

মা তোমার মাটির সুরে সুরেতে

পরান খুইলা মেঘনা তিতাস

পদ্মারই গান গাই

সব ভুলে যাই

তাও ভুলি না বাংলা মায়ের কোল

তাকডুম তাকডুম বাজাই ......



বাজে ঢোল নরম গরম তালেতে । ।

বিসর্জনের ব্যাথা ভোলায়

আগমনের খুশিতে

বাজে ঢোল নরম গরম তালেতে

বাংলাদেশের ঢোলের বোলে

ছন্দ পতন নাই

সব ভুলে যাই

তাও ভুলি না বাংলা মায়ের কোল

তাকডুম তাকডুম বাজাই

আমি তাকডুম তাকডুম বাজাই.......









শিল্পীঃ শচীন দেব বর্মন

সুরকারঃ শচীন দেব বর্মন

গীতিকারঃ মীরা দেব বর্মন

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সব ভুলে যাই । ।
তাও ভুলি না বাংলা মায়ের কোল

অনেক দিন পর পোস্ট পেলাম।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

লিরিকস বলেছেন: হু অনেক দিন পর।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:২৭

রাজিব বলেছেন: গানের সব কিছুর থেকে কথা সুন্দর এই গানের। অনেক ধন্যবাদ। অনেক প্রিয় একটা গান।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩

লিরিকস বলেছেন: গানের কথা গুলি সত্যিই সুন্দর।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সব ভুলে যাই
তাও ভুলি না বাংলা মায়ের কোল
তাকডুম তাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল :)

++++++++++++++++++++++++++++++++++++++++

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩২

লিরিকস বলেছেন: গানের কথা গুলি সত্যিই সুন্দর।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: তাকডুম তাকডুম বাজাই



ভাল থাকবেন। নিয়মিত থাকুন সবসময়।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯

লিরিকস বলেছেন: গানের কথা গুলি সত্যিই সুন্দর।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: গানের কথা গুলো যদি সুন্দর না হত তবে কি লিরিকস গানের কথাগুলোকে সামুর বুকে আচড়ে দিত ?

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪

লিরিকস বলেছেন: না মনে হয় :) :)




৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

মামুন রশিদ বলেছেন: নিঃসন্দেহে অসাধারণ গান! কিন্তু ভদ্রলোকের প্রেমের গানের এক উন্মাদ ভক্ত যে..

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

লিরিকস বলেছেন: প্রেমের গানের কথা গুলি অসাধারন। ওনার অনেক গানই আসবে :)

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ছোট্টবেলার প্রিয় গান। :)

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮

লিরিকস বলেছেন: তোমার পোস্ট না দেখে আমার মন খারাপ হইছে :(

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ একটি গান । শেয়ারের জন্য ধন্যবাদ ।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩২

লিরিকস বলেছেন: গানের কথা গুলি সত্যিই সুন্দর।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৭

জাফরুল মবীন বলেছেন: +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.