নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

চোক্ষের নজর এমনি কইরা - সৈয়দ আব্দুল হাদী

০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮





চোক্ষের নজর এমনি কইরা

একদিন ক্ষইয়া যাবে

জোয়ার ভাটায় পইড়া দুই চোখ

নদী হইয়া যাবে

পোড়া চোখে যা দেখিলাম

তাই রইয়া যাবে।

ও ও ও

পোড়া চোখে যা দেখিলাম

তাই রইয়া যাবে।

। ।



সকল কথার মরণ হইলে

হৃদয় কথা কয়,

সেই কথাও চোখের কাছে

নয়রে গোপন নয়,

চোখেরই নাম আরশী নগর

একে একে মনের খবর। ।

সেতো কইয়া যাবে।

পোড়া চোখে যা দেখিলাম

তাই রইয়া যাবে।

ও ও ও...

। ।



এই চক্ষুতেই রৌদ্র উঠে

আবার উঠে ঝড়,

এই চক্ষুই আপন করে

আবার করে পর,

চোক্ষে যদি কেউ না তাকায়

দুঃখ দিয়া যায় চইলা যায়। ।

সেও সইয়া যাবে।

পোড়া চোখে যা দেখিলাম

তাই রইয়া যাবে।

ও ও ও...













শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী

অ্যালবামঃ ফকির মজনু শাহ

সুরকারঃ আলাউদ্দিন আলী

গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার

বছরঃ ১৯৭৮

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




মন উদাস করা গান!

০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।


অনেক ধন্যবাদ ভাইয়া।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪৭

প্রবাসী পাঠক বলেছেন: ভাল একটা গান।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।


অনেক ধন্যবাদ ভাইয়া।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪৫

রাজিব বলেছেন: আসলেই আমাদের দেশের লোকের মাথায় সমস্যা আছে। এত সুন্দর সুন্দর সিনেমা, গান, সুরকার, গীতিকার, গায়ক ছিল কিন্তু তাদের আমরা পাত্তা দিলাম না। ভাল মানুষকে মুল্য না দিলে খারাপ মানুষের রাজত্ব হবে এটাই স্বাভাবিক।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

লিরিকস বলেছেন: আমি এই সব গান একদম শুনি না বল্লেই হয়, তারপর যখন শুনি তখন মুগ্ধ হয়ে যাই।

আসলেই আমাদের দেশের লোকের মাথায় সমস্যা আছে না হলে আমরা কেন পাত্তা দেয় না


অনেক ধন্যবাদ ভাইয়া।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১০

আরজু পনি বলেছেন:

দারুন শেয়ার !

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।


অনেক ধন্যবাদ আপু।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫

সুমন কর বলেছেন: ভাল।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।


অনেক ধন্যবাদ।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার সারা দেহ খেয়োগো মাটি
চোখ দুটো মোর খেয়োনা..
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবেনাগো মিটবে না!!

এই গানটি দিয়েছিলেন কি?

অনেক সুন্দর একটা গান গানোপিডিয়ায় যুক্ত করায় ++

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১

লিরিকস বলেছেন: এটা দেখুন ভাইয়া :)

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১১

মনিরুল হাসান বলেছেন: মন খারাপ করা গান। সুন্দর গান অবশ্য।

একদিন খইয়া যাবে = একদিন ক্ষইয়া যাবে
সকল কথার মরন হইলে = সকল কথার মরণ হইলে
এই চক্ষুতেই রোদ্রে উঠে = এই চক্ষুতে রৌদ্র উঠে
আবার উঠের ঝড় = আবার উঠে ঝড়

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৮

লিরিকস বলেছেন: সব ঠিক করে দিয়েছি :) :) :)

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল লাগলো।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।


অনেক ধন্যবাদ।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫

আমি স্বর্নলতা বলেছেন: খুব সুন্দর একটা গান।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

লিরিকস বলেছেন: আপনি কোথায় ছিলেন এত দিন।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২২

অঘটনঘটনপটীয়সী বলেছেন: দারুন!

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

লিরিকস বলেছেন: পোস্ট নেই কেন আপি, মন খারাপ হয়েছে কিছু নিয়ে?

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৩

অঘটনঘটনপটীয়সী বলেছেন: না রে আপি। আমি ভাল আছি। :)

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮

লিরিকস বলেছেন: :) :) :)

১২| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৭

জাফরুল মবীন বলেছেন: +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.