নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে - দেশের গান

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩০





পূর্ব দিগন্তে সূর্য উঠেছে

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল

জোয়ার এসেছে জন-সমুদ্রে

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।।

বাঁধন ছেঁড়ার হয়েছে কাল,

হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল।

জোয়ার এসেছে জন-সমুদ্রে

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।



শোষণের দিন শেষ হয়ে আসে

অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে।।

রক্তে আগুন প্রতিরোধ গড়ে।।

নয়া বাংলার নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল।



পূর্ব দিগন্তে সূর্য উঠেছে

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল

জোয়ার এসেছে জন-সমুদ্রে

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।



আর দেরি নয় উড়াও নিশান

রক্তে বাজুক প্রলয় বিষাণ ।।

বিদ্যুৎ গতি হউক অভিযান ।।

ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল।



পূর্ব দিগন্তে সূর্য উঠেছে

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল

জোয়ার এসেছে জন-সমুদ্রে

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।















শিল্পীঃ সমবেত সংগীত

গীতিকারঃ গোবিন্দ হালদার

সুরকারঃ সমর দাস

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

ইমতিয়াজ ১৩ বলেছেন: অনুপ্রেরনার এক গানের নাম



ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১

লিরিকস বলেছেন: রক্ত নেচে ওঠে! প্রাণে জোয়ার আসে! সুরে সুরে....

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।


রক্ত নেচে ওঠে! প্রাণে জোয়ার আসে! সুরে সুরে....

++++

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪

লিরিকস বলেছেন: অনুপ্রেরনার এক গানের নাম


শুভেচ্ছা।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

লিরিকস বলেছেন: রক্ত নেচে ওঠে! প্রাণে জোয়ার আসে! সুরে সুরে....

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৪

মামুন রশিদ বলেছেন: আমাদের মুক্তির গান, বিজয়ের গান ।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮

লিরিকস বলেছেন: প্রতিটি লোমকূপে এই গান বাজে....

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



প্রতিটি লোমকূপে এই গান বাজে....

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯

লিরিকস বলেছেন: আমাদের মুক্তির গান, বিজয়ের গান ।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৫

তুষার কাব্য বলেছেন: বিজয়ের মাসে বিজয়ের গান,রক্তে বান ডাকা গান...অবশ্যই আমার প্রিয় আর একটি গান...ভালো থেকো অনেক আর আমার প্রিয় গান গুলি এভাবেই দিয়ে যেও আমাকে...

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

লিরিকস বলেছেন: দোয়া করবেন। কিছু গান নিজে গেয়ে তো আপলোড করা যায়, আমি লিংক গুলো এ্যাড করতে পারতাম।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩০

অঘটনঘটনপটীয়সী বলেছেন: এই গানটার ক্ষ ব্যান্ডের ভার্সনটা আমার দারুন লাগে।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩

লিরিকস বলেছেন: শুনব আজকে।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৮

মনিরুল হাসান বলেছেন: হয়েছে কাল, হয়েছে কাল।।
= হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল।।

নয়া বাংলার নয়া সকাল, নয়া সকাল।
= নয়া বাংলার নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল।

বিদ্যুৎ গতি হউক অভিযা ।।
= বিদ্যুৎ গতি হউক অভিযান।

ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল।
= ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল, শত্রু জাল।


এইসব গান শুনলে লোম খাড়া হয়ে আসে।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭

লিরিকস বলেছেন: রক্ত নেচে ওঠে! প্রাণে জোয়ার আসে! সুরে সুরে....

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৪

কলমের কালি শেষ বলেছেন: গগন বিদারী এক ঐতিহাসিক গান । B-)

১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

লিরিকস বলেছেন: রক্ত নেচে ওঠে! প্রাণে জোয়ার আসে! সুরে সুরে....

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪০

রাজিব বলেছেন: আমাদের মুক্তি যুদ্ধের একটি অনন্যা বৈশিষ্ট হল এর সাংস্কৃতিক লড়াই বা প্রতিরোধের দিকটা। এই গানটা নিজেই এর বড় সাক্ষী। এর বিপরীতে পাকিস্তানিদের কিছুই ছিল না।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯

লিরিকস বলেছেন: দারুন মন্তব্যে ভালোলাগা ভাইয়া।

১১| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

জাফরুল মবীন বলেছেন: +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.