|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

কত যে কথা ছিল কত যে ছিল গান 
কত যে বেদনার না বলা অভিমান।।
তোমায় কাছে পেয়ে আাকাশ হল রাঙ্গা
গহীন রাতে প্রিয় সহসা ঘুম ভাঙ্গা
আলোয় ঝলমল যে পথে নিয়ে চল 
সে পথে হবে কি বেদনার অবসান
কত যে কথা ছিল।
চকরী কি যে চায় চাঁদ কি জানে হায়।।
সাগর বোঝে নাতো নদীর কলতান।
ভেবেছি বলি বলি, হল না তবু বলা। 
জানি না কতদূরে হবে গো পথ চলা
সহসা ফুলবনে ভ্রমরের গুঞ্জনে
কত মুখ ফিরে গেল হানিয়া ফুলো বান
কত যে কথা ছিল কত যে ছিল গান 
কত যে বেদনার না বলা অভিমান
শিল্পীঃ লতা মুঙ্গেশকর
অ্যালবামঃ শেষ পরিচয়
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকারঃ বিমল চন্দ্র ঘোষ 
সালঃ ১৯৫৭
 ২২ টি
    	২২ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৭ ই ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:২৩
০৭ ই ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:২৩
লিরিকস বলেছেন: সহসা ফুলবনে ভ্রমরের গুঞ্জনে
কত মুখ ফিরে গেল হানিয়া ফুলো বান
এই লাইন গুলি কি ঠিক আছে?
২|  ০৭ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৪৯
০৭ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৪৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: তোমায় কাছে পেয়ে আাকাশ হল রাঙ্গা
গহীন রাতে প্রিয় সহসা ঘুম ভাঙ্গা
আলোয় ঝলমল যে পথে নিয়ে চল 
সে পথে হবে কি বেদনার অবসান
কত যে কথা ছিল।
মরমী কন্ঠ।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:৫৮
০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:৫৮
লিরিকস বলেছেন: সহসা ফুলবনে ভ্রমরের গুঞ্জনে
কত মুখ ফিরে গেল হানিয়া ফুলো বান
এই লাইন গুলি কি ঠিক আছে? 
৩|  ০৭ ই ডিসেম্বর, ২০১৪  রাত ৮:১৫
০৭ ই ডিসেম্বর, ২০১৪  রাত ৮:১৫
মামুন রশিদ বলেছেন: সুন্দর 
  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:২৩
০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:২৩
লিরিকস বলেছেন: সহসা ফুলবনে ভ্রমরের গুঞ্জনে
কত মুখ ফিরে গেল হানিয়া ফুলো বান
এই লাইন গুলি কি ঠিক আছে? 
৪|  ০৭ ই ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৩৯
০৭ ই ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৩৯
আবু শাকিল বলেছেন: লিরিকস আপু কেমন আছেন   
   
 
  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:৪৫
০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:৪৫
লিরিকস বলেছেন: ভালো আছি।
সহসা ফুলবনে ভ্রমরের গুঞ্জনে
কত মুখ ফিরে গেল হানিয়া ফুলো বান
এই লাইন গুলি কি ঠিক আছে?
৫|  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  রাত ১২:৩৮
০৮ ই ডিসেম্বর, ২০১৪  রাত ১২:৩৮
অঘটনঘটনপটীয়সী বলেছেন: কত যে কথা ছিল কত যে ছিল গান 
কত যে বেদনার না বলা অভিমান।। 
+++++
  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:০৮
০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:০৮
লিরিকস বলেছেন:   
   
   
   
 
৬|  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  দুপুর ১২:৩৪
০৮ ই ডিসেম্বর, ২০১৪  দুপুর ১২:৩৪
আমি স্বর্নলতা বলেছেন:  আমার প্রিয় একটি গান। 
  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:১৪
০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:১৪
লিরিকস বলেছেন: হানিয়া ফুলো বান মানে কি?
৭|  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:১১
০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:১১
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগার একটি গান । সুন্দর
  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:১৭
০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:১৭
লিরিকস বলেছেন: হানিয়া ফুলো বান মানে কি?
৮|  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:১৫
০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:১৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: হুম, আছে।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:০৪
০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:০৪
লিরিকস বলেছেন: হানিয়া ফুলো বান মানে কি?
৯|  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৩৫
০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: হানিয়া অর্থ যদি ....দিয়ে হয়ে থাকে। আর বান যদি অস্ত্র হয়ে থাকে তাহলে । ফুলের চেয়ে ভয়ানক অস্ত্র আর কি আছে।  আর ফুল যদি গভীর কিছু বুঝায় তাহলে.....?   যাই হোক ....সহজ অনুবাদ করলাম ,,,,,ফুলের আঘাতে।  
 
  ০৯ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:১৭
০৯ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:১৭
লিরিকস বলেছেন: উররে! দারুন  
   
   
   
 
১০|  ২০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ২:৪১
২০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ২:৪১
রাজিব বলেছেন: অনেক প্রিয় আর সুন্দর একটা গান। ছোটবেলায় ফিরে গেলাম। তখন অবশ্য বুঝতাম না এর অর্থ।
  ২৫ শে ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:৪৭
২৫ শে ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:৪৭
লিরিকস বলেছেন: দারুন একটা গান ভাইয়া।
শুভেচ্ছা ভাইয়া।
১১|  ০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১১:২৬
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১১:২৬
জাফরুল মবীন বলেছেন: +++
১২|  ২৩ শে জানুয়ারি, ২০১৫  রাত ১১:৪৬
২৩ শে জানুয়ারি, ২০১৫  রাত ১১:৪৬
মনিরুল হাসান বলেছেন: এই লাইনে শব্দ আগে পরে:
সে পথে হবে কি বেদনার অবসান =
সে পথে বেদনার হবে কি অবসান
শব্দে ভুল:
সহসা ফুলবনে ভ্রমরের গুঞ্জনে:
সহসা ফুলবনে ভ্রমর  গুঞ্জনে 
'বাণ' শব্দের অর্থ তীর। হানিয়া ফুলবাণ শব্দের অর্থ হানিয়া ফুলের তীর। 
'বাণ' বানান 'ণ'। 'বান' শব্দের অর্থ বন্যা। 
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৪৯
০৭ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৪৯
নুরএমডিচৌধূরী বলেছেন: চমৎকার
লিখায়++