|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়।।
যেথায় কোকিল ডাকে কুহু,
দোয়েল ডাকে মুহু মুহু,
নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।
একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়।।
পিদিম জ্বালা সাঁজের বেলা
শান বাঁধানো ঘাটে
গল্পকথার পানসি ভিড়ে
রূপ কাহিনীর বাটে।।
মধুর মধুর মায়ের কথায়
প্রাণ জুড়িয়ে যায়।।
একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়।।
ফসল ভরা স্বপ্ন ঘেরা
পথ হারানো ক্ষেতে
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে।।
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।। 
একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়।।
 
শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ
সুরকারঃ আনোয়ার পারভেজ
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
 ৩৬ টি
    	৩৬ টি    	 +৭/-০
    	+৭/-০  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:১৫
০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:১৫
লিরিকস বলেছেন:   
   
   
   
 
২|  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:২২
০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:২২
ইমতিয়াজ ১৩ বলেছেন: গানে সাধারণত একটি লাইন ২ বার বলা হয়ে থাকে। সে ক্ষেত্রে ঐ দিয়ে দিলে ভাল হয়
  ০৯ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:২৫
০৯ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:২৫
লিরিকস বলেছেন: আমি তো আরো শটকাট চাই, কিন্তু গানের লেখক রা বলেছে । । । এই রকম সিম্বল দিতে  
 
৩|  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:২৩
০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:২৩
আবু শাকিল বলেছেন: শাহনাজ রহমতুল্লাহ র ছবিটা অনেক সুন্দর 
  ০৯ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:২৭
০৯ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:২৭
লিরিকস বলেছেন:   
   
   
 
৪|  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:৪০
০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:৪০
আহলান বলেছেন: এক সময়ের জনপ্রিয় ..এখনো ...
  ০৯ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:৫১
০৯ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৩:৫১
লিরিকস বলেছেন: পরেও
শুভেচ্ছা।
৫|  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:৪১
০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:৪১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার প্রিয় একটি গান
  ০৯ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:২২
০৯ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:২২
লিরিকস বলেছেন: মামুন রশিদ বলেছেন: আহা, কি মায়াভরা গান । দেশ মায়ের গান ।
৬|  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:৪৫
০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:৪৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
মাই ফেভারিট।
  ০৯ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:৩০
০৯ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:৩০
লিরিকস বলেছেন: আমারও
আপনার নাম বেশ ফলাও করে আসবে আমার একটা পোস্টে  
 
৭|  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৩২
০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৩২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।
  ০৯ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:৩৪
০৯ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:৩৪
লিরিকস বলেছেন: মামুন রশিদ বলেছেন: আহা, কি মায়াভরা গান । দেশ মায়ের গান ।
৮|  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:২১
০৮ ই ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:২১
ভিটামিন সি বলেছেন: ছোটবেলায় অনেক শুনেছি বড় আপার মুখে এই গান। রাতে পড়ালেখা শেষ করেই আপা এই গানে টান মারতেন। আর রেডিওতো তো শুনেইছি।
  ০৯ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:৩৬
০৯ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:৩৬
লিরিকস বলেছেন: মামুন রশিদ বলেছেন: আহা, কি মায়াভরা গান । দেশ মায়ের গান ।
৯|  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:১৫
০৮ ই ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:১৫
প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ এই গানটা শেয়ার করার জন্য। 
একটা তথ্য শেয়ার করি, শাহনাজ রহমতুল্লাহ স্বাধীন বাংলা বেতারের একজন শিল্পী। 
  ১০ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:৩৭
১০ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:৩৭
লিরিকস বলেছেন: মামুন রশিদ বলেছেন: আহা, কি মায়াভরা গান । দেশ মায়ের গান ।
১০|  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:২৬
০৮ ই ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:২৬
তুষার কাব্য বলেছেন: বিজয়ের মাসে তোমার কাছ থেকে এমনি করে দেশের গান আশা করছি।  
 
  ১২ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:৪৭
১২ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:৪৭
লিরিকস বলেছেন: আমাদের দেশের গান এত কম কেন? প্রতি বছর ১০ টা লিখলেও তো ৪০০+ গান থাকত।
১১|  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:৫১
০৮ ই ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:৫১
মামুন রশিদ বলেছেন: আহা, কি মায়াভরা গান । দেশ মায়ের গান ।
  ১২ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:৫৫
১২ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:৫৫
লিরিকস বলেছেন: আমাদের দেশের গান এত কম কেন? প্রতি বছর ১০ টা লিখলেও তো ৪০০+ গান থাকত।
১২|  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৩৭
০৮ ই ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৩৭
অঘটনঘটনপটীয়সী বলেছেন: ৫ম প্লাস। 
  ১২ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:০৫
১২ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:০৫
লিরিকস বলেছেন: আমাদের দেশের গান এত কম কেন? প্রতি বছর ১০ টা লিখলেও তো ৪০০+ গান থাকত।
১৩|  ০৯ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:০৫
০৯ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:০৫
নুরএমডিচৌধূরী বলেছেন: আহা, কি মায়াভরা গান । ছোটবেলায় অনেক শুনেছ। এখনো শুনি
পোষটে+++
  ১২ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:১৩
১২ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:১৩
লিরিকস বলেছেন: আমাদের দেশের গান এত কম কেন? প্রতি বছর ১০ টা লিখলেও তো ৪০০+ গান থাকত।
১৪|  ০৯ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:১২
০৯ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:১২
তুষার কাব্য বলেছেন: কালই ভায়োলিন এ ওঠালাম গান টা....  
   
 
  ১২ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:১৯
১২ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:১৯
লিরিকস বলেছেন: আপনি সাউন্ড ক্লাউড/ ইউটিউবে উপলোড দিন, আমার এ্যাকাউন্টে দিতে পারেন
আমি সব লিংক এ্যাড করে দিব।
১৫|  ০৯ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৫৪
০৯ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৫৪
আদম_ বলেছেন: এখনো গানটা শুনি। সুন্দর।
  ১২ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:২০
১২ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:২০
লিরিকস বলেছেন: আমাদের দেশের গান এত কম কেন? প্রতি বছর ১০ টা লিখলেও তো ৪০০+ গান থাকত।
১৬|  ১৩ ই ডিসেম্বর, ২০১৪  দুপুর ১২:৪৭
১৩ ই ডিসেম্বর, ২০১৪  দুপুর ১২:৪৭
কলমের কালি শেষ বলেছেন: ঐতিহাসিক এক অনবদ্ধ গান । সবসময় হিট ।
  ১৪ ই ডিসেম্বর, ২০১৪  দুপুর ১:৩৫
১৪ ই ডিসেম্বর, ২০১৪  দুপুর ১:৩৫
লিরিকস বলেছেন: আমাদের দেশের গান এত কম কেন? প্রতি বছর ১০ টা লিখলেও তো ৪০০+ গান থাকত।
১৭|  ২০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ২:৪৩
২০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ২:৪৩
রাজিব বলেছেন: গানটা কখনোই পুরনো হবে না। শিল্পী অনেক দরদ দিয়ে গেয়েছেন।
  ২৫ শে ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:৪৬
২৫ শে ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:৪৬
লিরিকস বলেছেন: আমাদের দেশের গান এত কম কেন? প্রতি বছর ১০ টা লিখলেও তো ৪০০+ গান থাকত।
১৮|  ০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১১:২৫
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১১:২৫
জাফরুল মবীন বলেছেন: +++
১৯|  ২৩ শে জানুয়ারি, ২০১৫  ভোর ৪:০৭
২৩ শে জানুয়ারি, ২০১৫  ভোর ৪:০৭
মনিরুল হাসান বলেছেন: প্রথম লাইনটাতে ভুল:
একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়।। = 
একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়।। 
আরেকটা ভুল:
সাঁজের বেলা =
সাঁঝের বেলা
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:১৮
০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:১৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম মন্তব্য ও লাইক