নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥
ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।।
তোমার 'পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥
ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা--
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে--
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
রাগ: পিলু-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1312
রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
স্বরলিপিকার: ইন্দিরা দেবী
১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩
লিরিকস বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯
তূর্য হাসান বলেছেন: ধন্যবাদ।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬
লিরিকস বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫১
প্রবাসী পাঠক বলেছেন: ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা।
ধন্যবাদ ।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪০
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমার গানগুলা দিলা না আপি।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৭
লিরিকস বলেছেন: ১৬ ডিসেম্বরের পর থেকেই তোমার গান।
এখন দেশের গান
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রেরণার গান।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৯
এনামুল রেজা বলেছেন: ভালবাসা..
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৫
জাফরুল মবীন বলেছেন: +++
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪
সুমন কর বলেছেন: ভাল শেয়ার!!