নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও - শচীন দেব বর্মন

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩২





ও ও বাঁশী,

ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও

বাঁশী আল্লাহ’র দোহায়

এই পরানের বিনিময় তোমার পরাণ দিও বাঁশী

আল্লাহ’র দোহায়।

ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও

আল্লাহ’র দোহায়।



ও ও বাঁশী,

বানের টানে টানে আইসো আমার পাণে

মধু লাগাইও মনে মজিও পানের গুনে আসিও ।।

আমার রঙ্গে পানের রঙ্গে, রাঙ্গা হইও।। বাঁশী

আল্লাহ’র দোহায়।

ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও

আল্লাহ’র দোহায়।



ও ও বাঁশী,

ঘাটে আসিও পিড়ি পেতে দেব পাশে বসাব

মুখেতে পান দিব দিব রে।।

অন্যের হাতের পান ছাইড়া

আমার হাতের পান খাইয়ো

আল্লাহ’র দোহায়

ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও

আল্লাহ’র দোহায়।



ও ও বাঁশী,

নাহি পান পানি দিনের পাখানি আছে

জগতে জানি আসিও গুল মনি আসিও।।

কোন রসেতে ডুইবা তুই দিনের অধিকারী

দিনের অধিকারী হইও

ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও

আল্লাহ’র দোহায়....









বাংলা







শিল্পীঃ শচীন দেব বর্মন

সুরকারঃ শচীন দেব বর্মন

গীতিকারঃ মীরা দেব বর্মন







অঘটনঘটনপটীয়সী আপুর পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

সুমন কর বলেছেন: পছন্দের গান !!

২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

লিরিকস বলেছেন: আমারও :)

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২২

মামুন রশিদ বলেছেন: হুহ হা B-)

২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬

লিরিকস বলেছেন: :) :) :D :D :D :) :) :) :)

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫১

পাজল্‌ড ডক বলেছেন: অরিজিনাল ভার্সনটা এই প্রথম শুনলাম ,অসাধারণ :)


যদি কিছু মনে না করেন, প্রথম প্যারায়, '' এই পরানের বিনিময় তোমার পরাণ দিও বাঁশী '' এর স্হলে '' এই পরানের বিনিময় তোমার পরাণ দিও হাসি''

সর্বশেষ প্যারায়, '' জগতে জানি আসিও গুল মনি আসিও '' এর স্হলে '' জগতে জানি আসিও গুণ মণি আসিও '' এবং

''কোন রসেতে ডুইবা তুই দিনের অধিকারী
দিনের অধিকারী হইও '' এর স্হলে
''তিন রসেতে ডুইবা তুমি তিনের অধিকারী
তিনের অধিকারী হইও '' হবে বলে আমার মনে হয় :#> :#>

২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

লিরিকস বলেছেন: ভাইয়া/আপু
ধন্যবাদ মন দিয়ে গানটি শুনবার জন্য। আমি আপনার সাথে সহমত। আমারও তাই মনে হয়

কিন্তু ঝামেলা হল মীরা দেব বর্মনের লেখা কোন কবিতা/গানের জন্য আমি এখানে যাই। ঐ সাইট টা খারাপ না।

সো আমি কনফিউজড।

একটু চেক করে দেখবেন প্লিজ।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: থ্যাঙ্কিউ আপি। :)


কিছু কিছু ভুল আছে। কারেকশন করে নিবে আশা করি।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৭

লিরিকস বলেছেন: একটু ঝামেলা আছে এই গানের কথা গুলোতে।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪২

মনিরুল হাসান বলেছেন: গান শুনে লিরিকসের ভুল লিখতে গিয়ে দেখি বাকিরাই আগে মন্তব্য করে ফেলেছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩১

লিরিকস বলেছেন: আপনি আরেকটু দেখবেন ভাইয়া প্লিজ।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৪

যোগী বলেছেন:
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
বাঁশী আল্লাহ’র দোহায়


মানে কি?

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৭

লিরিকস বলেছেন: জানি না।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: লাইক।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

লিরিকস বলেছেন: ভালোলাগা :)

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০০

তানজীব তন্ময় বলেছেন: ধন্যবাদ , আম্মার একটা প্রিয় গানের লিরিক দেয়ার জন্য ।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

লিরিকস বলেছেন: খালামনিকে আমার সালাম দিবেন।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

তুষার কাব্য বলেছেন: ও ও বাঁশী,
বানের টানে টানে আইসো আমার পাণে
মধু লাগাইও মনে মজিও পানের গুনে আসিও ।। :) :D

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫

লিরিকস বলেছেন: ফোনে রেকর্ড করেও তো আপনি গান ইউটিউবে দিতে পারেন, আমি আমার পোস্টে এ্যাড করে দিতাম।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪

পাজল্‌ড ডক বলেছেন: সাইট টা দেখলাম, আসলেই , আপনি যেভাবে লিখলেন । বাট অরিজিনাল ভার্সন এন্ড বাংলার গানের সাথে আবার এই লিরক টা মিলে না; যাই হোক বাদ দেন, হ্যাপি নিউ ইয়ার :)

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪০

লিরিকস বলেছেন: সঠিক তথ্যটা কি আমরা জানতে পারব না? :(

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৪

শাহ আজিজ বলেছেন: শচিন কর্তার গানের ভক্ত সেই ৭৬/৭৭ সাল থেকে যদিও ঢাউস রেকর্ডে তার গান আগে থেকেই শুনেছি । আমাদের নিজস্বতা খুজতে গিয়ে কর্তার উপরে আর কাউকেই পেলাম না। বিদেশ যাবার প্রাক্কালে যে ক্যাসেট রেকর্ড করে সাথে নিয়েছিলাম তার মধ্যে একটা ক্যাসেটে কর্তার গান ছিল প্রায় সবগুলো । বাংলার পল্লী গানের অন্যতম দিশারি শচিন দেব বর্মণ তাদের বাড়ির দুই মুসলমান চাকরের কাছে গান শিখেছিলেন । কর্তার গান কোনদিন মুছবেনা ইতিহাস থেকে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৭

লিরিকস বলেছেন: মন্তব্যে মুগ্ধ।

অনেক ভালো লাগছে।

শুভেচ্ছা।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৫

পাজল্‌ড ডক বলেছেন: এখানে দেখতে পারেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

লিরিকস বলেছেন: দেখব।

ধন্যবাদ।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

জাহাঙ্গীর.আলম বলেছেন:
প্রথম ভিডিওর শিল্পীর স্বকন্ঠে শোনার অভিজ্ঞতা সৌভাগ্য হয়নি ৷

তবে দ্বিতীয়জনেরটা শোনার প্রাপ্তি ঘটেছিল ৷

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৩

জাফরুল মবীন বলেছেন: +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.