নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
প্রথমত আমি তোমাকে চাই
দ্বিতীয়ত আমি তোমাকে চাই
তৃতীয়ত আমি তোমাকে চাই
শেষ পর্যন্ত তোমাকে চাই,
নিঝুম অন্ধকারে তোমাকে চাই
রাতভোর হলে আমি তোমাকে চাই
সকালের কৈশোরে তোমাকে চাই
সন্ধের অবকাশে তোমাকে চাই,
বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই
আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই
শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই
অকালবোধনে আমি তোমাকে চাই।
কবেকার কলকাতা শহরের পথে
পুরোনো নতুন মুখ ঘরে ইমারতে
অগুন্তি মানুষের ক্লান্ত মিছিলে
অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে,
নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই
এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই
বহুদূর হেঁটে এসে তোমাকে চাই
এ জীবন ভালোবেসে তোমাকে চাই।
চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে
শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে
স্টেশন টার্মিনাস ঘাটে বন্দরে
অচেনা ড্রয়িংরুমে চেনা অন্দরে
বালিশ তোশক কাঁথা পুরোনো চাদরে
ঠান্ডা শীতের রাতে লেপের আদরে
কড়িকাঠে চৌকাঠে মাদুরে পাপোশে
হাসি রাগ অভিমানে ঝগড়া আপোসে
তোমাকে চাই, তোমাকে চাই।।
তোমাকে চাই, তোমাকে চাই।।
এক কাপ চায়ে আমি তোমাকে চাই
ডাইনে ও বাঁয়ে আমি তোমাকে চাই
দেখা না দেখায় আমি তোমাকে চাই
না-বলা কথায় আমি তোমাকে চাই।
শীর্ষেন্দুর কোন নতুন নভেলে
হঠাৎ পড়তে বসা আবোলতাবোলে
অবোধ্য কবিতায় ঠুংরি খেয়ালে
স্লোগানে স্লোগানে ঢাকা দেয়ালে দেয়ালে,
সলিল চৌধুরীর ফেলে আসা গানে
চৌরাশিয়ার বাঁশি মুখরিত প্রাণে
ভুলে যাওয়া হিমাংশু দত্তর সুরে
কোন্ কবেকার অনুরোধের আসরে
তোমাকে চাই, তোমাকে চাই।।
তোমাকে চাই, তোমাকে চাই।।
অনুরোধে মিনতিতে তোমাকে চাই
বেদনার আর্তিতে তোমাকে চাই
দাবীদাওয়া চাহিদায় তোমাকে চাই
লজ্জাদ্বিধায় আমি তোমাকে চাই।
অধিকার বুঝে নেওয়া প্রখর দাবীতে
সারারাত জেগে আঁকা লড়াকু ছবিতে
ছিপছিপে কবিতার ছন্দে ভাষায়
গদ্যের যুক্তিতে বাঁচার আশায়
শ্রেণীহীন সমাজের চির বাসনায়
দিনবদলের খিদে ভরা চেতনায়
দ্বিধাদ্বন্দের দিন ঘোচার স্বপ্নে
সাম্যবাদের ডাক ঘুমে জাগরণে
বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই
ভীষণ অসম্ভবে তোমাকে চাই
শান্তি অশান্তিতে তোমাকে চাই
এই বিভ্রান্তিতে তোমাকে চাই
প্রথমত আমি তোমাকে চাই
দ্বিতীয়ত আমি তোমাকে চাই
তৃতীয়ত আমি তোমাকে চাই
শেষ পর্যন্ত তোমাকে চাই।
শিল্পীঃ কবির সুমন
সুরকারঃ কবির সুমন
গীতিকারঃ কবির সুমন
ব্লগার মামুন রশিদ ভাইয়ার অনেক পছন্দের গান।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬
লিরিকস বলেছেন: ভাবি কে আমার সালাম।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১
মামুন রশিদ বলেছেন: আমার গান, আমাদের গান! আহা এই গানটা যখন প্রথম শুনি(৯২-৯৩), তখনই প্রেমে পড়লাম! গান এবং এক হলুদিয়া পাখির । তারপর ডানাভাঙ্গার আগ পর্যন্ত শুধুই জুটিবেঁধে উড়ে চলা ।
ভালোলাগা+
২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৭
লিরিকস বলেছেন: মুগ্ধ। দোয়া থাকল
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৯
অঘটনঘটনপটীয়সী বলেছেন: ভাল লাগার একটা গান। মাঝে মাঝেই শুনি।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৫
লিরিকস বলেছেন: খারাপ লাগছে।
দুই দিন পরে বলব।
সাথে থাকো প্লিজ।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৭
জাহাঙ্গীর.আলম বলেছেন:
সরাসরি শোনার মজাই আলাদা ৷
দারুন ৷
৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫১
রাজিব বলেছেন: ১৯৯৩ সালে সবচেয়ে বেশি শোনা গানটি। আর কিছুই বলার নেই। আমার বউয়ের খুবই প্রিয় গান এবং দুজন মিলে একসঙ্গে অনেক গেয়েছি।
৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২২
জাফরুল মবীন বলেছেন: +++
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: ওরা জন্য প্রায়ই গাইতে হয়, বিশেষত রাগ ভাঙ্গাতে।