|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

চল চল চল!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।
ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল!
চল রে নও-জোয়ান,
শোন রে পাতিয়া কান
মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে
জীবনের আহবান।
ভাঙ রে ভাঙ আগল,
চল রে চল রে চল
চল চল চল।।
কোরাসঃ
ঊর্ধ্ব আদেশ হানিছে বাজ,
শহীদী-ঈদের সেনারা সাজ,
দিকে দিকে চলে কুচ-কাওয়াজ—
খোল রে নিদ-মহল!
কবে সে খেয়ালী বাদশাহী,
সেই সে অতীতে আজো চাহি'
যাস মুসাফির গান গাহি'
ফেলিস অশ্রুজল।
যাক রে তখত-তাউস
জাগ রে জাগ বেহুঁশ।
ডুবিল রে দেখ কত পারস্য
কত রোম গ্রীক রুশ,
জাগিল তা'রা সকল,
জেগে ওঠ হীনবল!
আমরা গড়িব নতুন করিয়া
ধুলায় তাজমহল!
চল্ চল্ চল্।।
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম 
১৯২৮ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নজরুল মুসলিম সাহিত্য সমাজের ২য় বার্ষিক সম্মেলনের উদ্দেশ্যে ঢাকায় আসেন। ঢাকায় সৈয়দ আবুল হোসেনের বাসভবনে অবস্থানকালে তিনি এই গানটি রচনা করেন। গানটি "নতুনের গান" শিরোনামে প্রথম প্রকাশিত হয় শিখা পত্রিকায়। পরে এটি সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়।
(ইন্টারনেট থেকে নেওয়া)
 ৭ টি
    	৭ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৩৬
২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৩৬
লিরিকস বলেছেন: সত্যি শিহরণ জাগানো একটি গান।
২|  ২৯ শে ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:০৮
২৯ শে ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:০৮
শাহরীয়ার সুজন বলেছেন: গানটা শুনলেই রক্ত গরম হয়ে যায়। শেয়ার করার জন্য ধন্যবাদ।
  ২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:২৬
২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:২৬
লিরিকস বলেছেন: সত্যি শিহরণ জাগানো একটি গান।
৩|  ২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:০৭
২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:০৭
অঘটনঘটনপটীয়সী বলেছেন: গানটা শুনলেই অন্যরকম একটা অনুভূতি হয়। সাহস আর আত্মবিশ্বাস চলে আসে একটা।
৪|  ০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৫৬
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১২:৫৬
রাজিব বলেছেন: মুসলিম সাহিত্য সমাজ সেই একশত বছর আগে (১৯২৬ সালে) স্বপ্ন দেখেছিল বাঙালি মুসলমান হবে আধুনিক, উদারমনা এবং প্রগতিশীল। ঢাকার উর্দুভাষী নবাব (আহসান মঞ্জিলের) তাদের প্রায় পিটিয়েই ঢাকা ছাড়া করে। অবশ্য মুসলিম সাহিত্য সমাজের শিষ্যরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নবাবদের পাল্টা জবাব দেয় এবং ১৯৫৪ সালের নির্বাচনে নবাবরা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র থেকে বিতাড়িত হয়। নজরুলের স্বপ্নই সফল হয় শেষ পর্যন্ত। দুঃখ একটাই সেটি নজরুল দেখতে পারেন নি। অনেক অনেক ধন্যবাদ এই গানটির জন্য।
৫|  ০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১১:২১
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১১:২১
জাফরুল মবীন বলেছেন: +++
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:৩৩
২৯ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:৩৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: শিহরণ জাগানো একটি গান।