|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা।
ঢেউ জানা এক নদীর কাছে
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকো ভাসাই
ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই
না ভাসাই না ডুবাই।
বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা।
জল ডাকে আগুনও টানে
আমি পড়ি মধ্যিখানে
দুই দিকে দুই খন্ড হয়ে
যাই আবার যাইনা
না নিভায় না জ্বালায়
না জ্বালায় না নিভায়
বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা।
শিল্পীঃ হাবিব ও ন্যান্সি
সুর ও সঙ্গীতঃ হাবিব
গীতিকারঃ মারজুক রাসেল
অ্যালবামঃ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
সালঃ ২০০৯
 ১৩ টি
    	১৩ টি    	 +৫/-০
    	+৫/-০  ২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৩
২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৩
লিরিকস বলেছেন: রবি বাবুর 
মনে কি দ্বিধা রেখে গেলে চলে 
খুব প্রিয় একটি গান।
২|  ২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৩৫
২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৩৫
বিদ্রোহী বাঙালি বলেছেন: গানের লিংকটা দেয়াতে সুবিধা হয়েছে। গানের সাথে সাথে লিরিকে চোখ বুলিয়ে নেয়া গেলো। শেয়ার করার জন্য ধন্যবাদ লিরিকস। আমার খুবই পছন্দের একটা গান। হাবিবের অনন্য সৃষ্টি এটা।
  ৩০ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:১৩
৩০ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:১৩
লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা  
 
৩|  ২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৩
২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৩
আবু শাকিল বলেছেন: দারুন এক্কান গান গো ...
  ৩০ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:৫৫
৩০ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:৫৫
লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা 
৪|  ২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৭
২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:৫৭
অঘটনঘটনপটীয়সী বলেছেন: অদ্ভুত একটা গান। 
  ৩০ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:০৪
৩০ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:০৪
লিরিকস বলেছেন: আপু তুমি ফেবু খুলেছো? না খুললে কালকে কিছু সময়ের জন্য খুলো, আমার মাত্র কয়েক মিনিটের জন্য দরকার আছে
প্লিজ।
কালকে
৫|  ৩০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১:২২
৩০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১:২২
ইমতিয়াজ ১৩ বলেছেন: আমাকে ফোন করলে আমার বউ এই গানটা শুনতে পায়।
  ৩০ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৪৩
৩০ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৪৩
লিরিকস বলেছেন: ভাবি কে সালাম দিবেন  
 
৬|  ৩০ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:২৯
৩০ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:২৯
সেলিম আনোয়ার বলেছেন: গানটি আমারও প্রিয়।+
৭|  ৩০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০০
৩০ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০০
জাহাঙ্গীর.আলম বলেছেন: 
 গীতিকারের সাথে পিছনের কথা নিয়ে অম্লমধুর শোনার প্রাপ্তিও চমকপ্রদ ৷
 
৮|  ০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১১:২১
০১ লা জানুয়ারি, ২০১৫  রাত ১১:২১
জাফরুল মবীন বলেছেন: +++
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:২৬
২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ১০:২৬
মামুন রশিদ বলেছেন: ভালো লাগে গানটা । দ্বিধার অদ্ভুত সুরেলা উপস্থাপন ।
 
 
রবি বাবুর 'মনে কি দ্বিধা রেখে' এক সময় আমার জাতীয় সঙ্গীত ছিল