নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দু’হাতে সরিয়ে
চলো বদলে যাই..........
তুমি কেন বোঝনা তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।
কত রাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূন্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও,
তুমি কেন বোঝ না তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
যতবার ভেবেছি ভুলে যাব
তারও বেশি মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলো
ভুলে যেতে আমি পারি না
তুমি কেন বোঝনা তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়...........
শিল্পীঃ আইয়ুব বাচ্চু
ব্যান্ডঃ এলআরবি
এ্যালবামঃ ফেররী মন
সুরকারঃ আইয়ুব বাচ্চু*
গীতিকারঃ আইয়ুব বাচ্চু*
বছরঃ ১৯৯৬
*তথ্যের সত্যতা যাচাই করা যাইনি
৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮
লিরিকস বলেছেন: খুব কষ্ট লাগছে ভাইয়া একটা বিষয়, কাল বলব।
আপনার জন্য আমার অনেক দোয়া।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০
মামুন রশিদ বলেছেন: আহা, জাবি'র মুক্তমঞ্চে বাচ্চু ভাইর সেই স্টেজ শো..
লাইট ডিরেকশনে ছিলাম মি,
৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭
লিরিকস বলেছেন: ইশ! মজার ছিল,
আমি তো টিভিতে ছাড়া বাচ্চু ভাইর কোন লাইভ দেখি নাই
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: কষ্ট কিসের, জানার অপেক্ষায় রইলাম।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১
লিরিকস বলেছেন: এখন জেনেছেন তো
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১
তূর্য হাসান বলেছেন: এই গানটা দিতে এতো দেরি হলো
কি হয়েছে লিরিকস? বলা যাবে?
৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩
লিরিকস বলেছেন: আসলে এটা এতটাই ভালো যে টপ টেনের ১ নং গানের মত।
তবে এটা না দিয়ে ব্লগ ছাড়ব কিভাবে?
ও বন্ধু.......... মিস করছি ভীষণ
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
অঘটনঘটনপটীয়সী বলেছেন: ফেলে আসে সেই সব দিনগুলো
আসা হবে আপি। টাইপোটা ঠিক করে নিও।
কি হয়েছে তোমার আপি। কিছুই তো বলছো না।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮
লিরিকস বলেছেন: আমার ফেবু ওপেন আছে,
তোমার ব্লগ বাড়িতে কিছু পেলাম না।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
সুমন কর বলেছেন: *তথ্যের সত্যতা যাচাই করা যাইনি---------
অামি বলছি , তথ্য ঠিক। অামার কাছে ফিতা ক্যাসেটের কাভার ছিল। এখন নাই।
প্রিয় গান।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: দারুন প্রিয় একটি গান ।
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪
কলমের কালি শেষ বলেছেন: লেজেন্ডারি সং । অলটাইম হিট । কিছু গান থাকে যেগুলো কখনো পুরনো হয় না । এই গানটাও সেইরকম ।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮
নেক্সাস বলেছেন: আহ নষ্টালজিক করে দিলেন। আমাদের সময়টাই যেন অনেক সুন্দর ছিল। এখন ব্যান্ডের গান গুলো এমন হয়না। গান শুনার প্রবল ইচ্ছা যেন ওখানে থমকে আছে।
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
নস্টালজিক!
১১| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১
জাফরুল মবীন বলেছেন: +++
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা।