![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার বলো,
কেমন আছো?
নতুন ঘড়ে সুখ সংসারে।
অনেক বছর বাদে দেখা,
জমে থাকা না বলা কথা
শুনবে? সময় কি হবে,
মেঘ বালিকা?
আমার কথা আর কি?
বেশতো আছি,
যাচ্ছে কেটে তিন বেলা।
বিয়ে করেছো?
বউ কেমন দেখতে?
আমার মত সুন্দরী?
নাকি তার চেয়েও রূপসী,
কবি?
বিয়ে আর কই হলো?
তুমি যাবার পরে
আছি একলা পড়ে।
ভাবছি সন্ন্যাসী হব,
দু'গোছা গেরুয়া কাপড়
আর লম্বা ঝাঁকরা চুল;
বেশ মানাবে আমাকে।
তা সন্তান হয়েছে?
স্বামী কি করেন?
স্বামী আর সন্তান?
বেশ বলেছো।
পাইনি খুঁজে সে সুখের সন্ধান।
আমার কথা রাখো,
তোমার কথা বলো;
বিয়ে করনি কেনো?
বিবাহ করিব কি?
ভালবাসিতে পারতাম না তারে;
যা ছিলো দিয়েছিলাম তোমাকে।
সত্যি তাই?
কেন ধরে রাখনাই?
যেতে দিলে কেন মোরে?
তুমিইতো চাইলেনা আর;
কি করে রাখতাম?
অযোগ্য ছিলাম।
বাহ, বেশ বলেছো।
ছিলে আমার অযোগ্য।
আর কি বলবে?
মান ভাঙাতে পারনি,
কথা দিয়ে কথা রাখনি,
এটুকো বলতে
মুখে কি বাঁধে?
আহ, আবার ঝগড়া?
সেই পুরনো দিনের রেশ,
বাহ বেশ বেশ।
বুঝেছ কি তুমি?
কি?
আমরা শুধু দুজনার,
আমাদের জন্যেই জন্মেছি।
২৭ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:১২
বাউলা সন্ন্যাসী বলেছেন: উৎসাহিত করবার জন্য অসংখ্য ধন্যবাদ।
অবশ্যই দেখা হবে আবার
কবিতায় আর লিখায়।
২| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:১০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪১
রাবেয়া রাহীম বলেছেন: অনেক অনেক ভালো লাগা। দারুন অনুভুতির প্রকাশ
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৩
ভ্রমরের ডানা বলেছেন: খুব ভাল লিখেছেন! দারুন কথোপকথন! কবিতা পড়ে পূর্ণেন্দু পত্রীকে মনে পড়ে গেল!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৩
বাউলা সন্ন্যাসী বলেছেন: আমার কবিতা পড়ে পূর্ণেন্দু পাত্রীকে মনে পড়ে যাওয়াটা আমার জন্য অনেক বড় ব্যাপার। কবিতাটা যখন লিখি (প্রায় এক বছর আগের) তখন পাত্রীজির আত্মা ভড় করেছিলো আমার উপর। আসলে কবিতাটা লিখার আগ পর্যন্ত আমি উনাকে পড়িনি। পরে যখন আমার একজন বন্ধু বললো তাঁর কথা, আমি তাঁকে পড়তে শুরু করি। আর অবাক হবার পালা শুরু হয় আমার। পরে বহুবার চেষ্টা করেছি এমন কিছু লিখবার, পারিনি। সত্যিই সেদিন তাঁর মহান আত্মা আমায় ভড় করেছিলো।
কষ্ট করে পড়বার জন্য কৃতজ্ঞতা রইলো।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৫৮
ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগে স্বাগতম ।
ভাল লাগল কবিতা।
দেখা হবে আবার
কবিতায় আর লিখায় ।
বাউল সম্রাট লালনের কথা
দয়াল পার কর আমারে
কেশের আড়ে পাহার লোকায়
কি রং দেখছ সাই
বইসা নিগম ঠাই ।
দিনের পর দিন
রাতের পর রাত
করেছি পার
বাউলের দেখা
না পাই না শুনি তার গান
এখানে এ কবিতায় পেলাম
কিছুটা তার তান ।
শুভেচ্ছা রইল