![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্যাথাটার নাম কি যেন?
তুমি শুনেছ?
রাত নামলেই নিস্তব্ধতার আহবান ঝি ঝি পোকার ডাক
নিষিদ্ধ চিৎকারের হাক;
ক্রন্দন কন্যার,
আমি জানিনা কি নাম তার।
যুবকের শরীরে যৌনাতার বান আসে
পতিতা ডাকে তাকে; উদ্ভিন্নযৌবনা শরীরে,
প্রেয়সীর মুখ দেখে কামুক যুবক পতিতার দু'চোখে;
নিবৃত করে, লাজুক মুখে, পথ ফেরে
ধিক্কার দেয়
নিজেকে বলে, "নষ্ট তোর প্রেম"।
এ ব্যথাটার নাম কি বলো?
তুমি জানো?
সারা রাত প্রেমিকের বুকে লুটিয়ে নিজেকে
আলুথালু বেশে মেয়ে ফেরে,
নিজের সর্বস্ব বিলিয়ে
মায়ের মুখোমুখি দাঁড়ায় সে
করোটির পিছনে লুকায়ে পাপ।
লম্পট প্রেমিক যখন পালিয়ে যায়,
মেয়ে কাঁদে
বালিশে মুখ লুকিয়ে,
নীল হয়ে যায় তার মুখ, দেহ;
বেরিয়ে আসে জিহ্বা
ঝুলে থাকে সে সিলিঙে।
এ ব্যথাটার নাম কি দেবো ?
তুমি বলো?
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩৯
বাউলা সন্ন্যাসী বলেছেন: আপনার শুভেচ্ছা বার্তা আমার জন্যে আশীর্বাদ।
ধন্যবাদ
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৮
রাবেয়া রাহীম বলেছেন: বাহ! দারুন কবিতা
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৫১
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ভাল লাগল
শুভেচ্ছা রইল