![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চুপ,
স্বপ্ন চুরির দুপ্রহর পর
বিষণ্ণতা মাখা চোখে
খুজছিলাম তোমায়,
আলোক বাতিকা হয়ে আসবে
ভেবেছিনু,
আসোনি
তাই,
আমি চুপ।
তোমার মাঝে তুমিই থাকো
আধারের বেড়াজাল ঘিরুক আমায়
না হয় হলাম কষ্ট কথার
নষ্ট ছেলে,
দু ফোটা জল
না হয় ঝরলো অশ্রু হয়ে;
কিইবা আসে যায়
সুখটা সব তুমিই পেলে।
ভালো থেকো সোহাগীনি
ভালো থাকুক তোমার মন
হাসি হোক তব সঞ্জীবনী
হাসুক ও দু'নয়ন
সুখের ছোঁয়ায় হোক সুখী
অপূর্ব ওই রুপ,
না হয় হলাম
আমি চুপ।।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৪
ডঃ এম এ আলী বলেছেন: দারুন উপভোগ্য কবতা ।
বাউলেরা শুনেছি
দ্ধারে দ্ধারে যায়
কই দেখা যায়না
অন্য কোথাও
শুভেচ্ছা রইল