নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই খুঁজিয়া ফিরি নিজেকে ততই শূন্যতা।

বাউলা সন্ন্যাসী

বলিব কি? নিজেরেই চিনিনা নিজেকে।।।

বাউলা সন্ন্যাসী › বিস্তারিত পোস্টঃ

অমানুষের ভিড়

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১১



হে ঈশ্বর আমাকে ক্ষমা করিও
তোমার প্রতি বিস্তর ক্ষোভ আর রাগ পুশে রেখেছি তাই,
হে ঈশ্বর আমায় ঘৃণা করিও
তোমার দেয়া শ্রেষ্ঠত্বকে দু'পায়ে ঠেলে
নিকৃষ্টতারও নিচে নিজেকে নামিয়েছি তাই।
কত শাপ-শাপান্ত নিয়ে এ রক্ত খেলা কসাইখানায় জন্ম দিয়েছ আমায়?
শত দোষের পরও নিজেকে নিরাপরাধ মনে হয়,
রক্তস্নাত নিজেকে প্রতিদিন আয়নার সামনে দাড় করিয়ে
সুন্দরতম পূজনীয় করে ফ্রেমে বাধিয়ে রাখি;
আর অবিশ্রান্ত নিজেকে বুঝিয়ে চলি ভাল আছি।
আমিতো ভাল নেই,
সত্যিই আমি ভাল নেই।
ঘরের মাঝে লুকিয়ে রেখেও মৃত্যু ভয়ে আমি ভাল নেই
খাবারের মাঝেও মনে হয় ওরা বিষ মিশিয়েছে
মায়ের কোলে লুকিয়েও মনে হয় ওরা আমায় নিয়ে যাবে।
আমি কিছু চাইতে পারিনা
আমি বলতে পারিনা
আমি লিখতে পারিনা।
আমার কোন অধিকার নেই, কেন হে ঈশ্বর?
নিজ ভূমেও জেগে থেকে কেন পরবাসী?
কেন একদল কসাইয়ের মাঝে আমাকেও কসাই করনি?
আমার জবাব দেবে কি?
হে ঈশ্বর,
আমার জবাব দেয়ার জন্য তুমি সত্যিই জেগে আছো কি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.