![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা গল্প বলবে আমায় সুকন্যা?
বলোনা প্লিজ,
ঐ যে হারিয়ে যাওয়া সুন্দর সোনালী দিনের গল্প
বা মেঘ রোদ্দুর এক চিমটি বৃষ্টির।
আচ্ছা থাক, বেশ কষ্ট যদি হয় তবে,
তবে সহজিয়া কোন হাসি খুশির গল্প
সুর বাঁধানো গীতিকাব্যের
ছোট্ট শিশুর অপার সুখের।
আচ্ছা বাদ দাও, তবে আরেকটা শোনাও
ক্ষুধা মুক্ত ভয় মুক্ত কোন জনপদের
বেশ সহজ করে গুছিয়ে তবে শোনাও
মানুষের রক্ত দেখেনি অন্য কোন মানুষ, এমনতর গল্প।
তাও যদি মনে না আসে তবে থাক তা,
এমন কোন গল্প শোনাও কান্না ছাড়া;
একটা হলেও এমন গল্প বলো সুকন্যা
আমি যেন বুঝতে পারি বাসযোগ্য এ ধরণী,
আমার জন্যে, তোমার জন্যে বা
অনাগত শিশুর হাসি মুখের জন্যে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৯
বাউলা সন্ন্যাসী বলেছেন: এমন একটা দেশ নিজেদেরকেই তৈরি করতে হবে।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৬
রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর কবিতা।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪১
বাউলা সন্ন্যাসী বলেছেন: ধন্যবাদ।
আসুন এমন একটা দেশ সবাই মিলেই উপহার দেই আমাদের পরবর্তী প্রজন্মকে।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১৭
nilkabba বলেছেন: সুন্দর ভাবনায় অনিন্দ্য প্রকাশ,,,,,,
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪২
বাউলা সন্ন্যাসী বলেছেন: ভাবনাটা ছড়িয়ে দিতে চাই সবার মধ্যে।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল কবিতা ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪৩
বাউলা সন্ন্যাসী বলেছেন: ধন্যবাদ উৎসাহিত করবার জন্যে।
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২০
জনৈক অচম ভুত বলেছেন: বাহ!
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৮
ডঃ এম এ আলী বলেছেন: একটা হলেও এমন গল্প বলো সুকন্যা
আমি যেন বুঝতে পারি বাসযোগ্য এ ধরণী,
আমার জন্যে, তোমার জন্যে বা
অনাগত শিশুর হাসি মুখের জন্যে।
দয়াল বলে যাও অআমারে
কোথায় গেলে পাব এমন দেশ
যেখানে অনাগত শিশুর মুখে
থাকবে হাসি অনিমেষ ।
শুভেচ্ছা রইল ।