নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই খুঁজিয়া ফিরি নিজেকে ততই শূন্যতা।

বাউলা সন্ন্যাসী

বলিব কি? নিজেরেই চিনিনা নিজেকে।।।

বাউলা সন্ন্যাসী › বিস্তারিত পোস্টঃ

অভিষাপ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৯



আমি একটি শিশুর হাত ধরে হাটছি সূর্য সন্তানের মত
ঐ দিগন্তরেখা ছুঁয়ে যাব তাই,
শিশুটির দুষ্ট-মিষ্ট হাসিতে এতই মায়া;
স্বর্গের হৃদয় মাখনের চেয়ে অধিকতর কমল হয়ে যায়।
হঠাত আমি খেয়াল ফেলে দেখি
দিগন্তরেখা ছুঁয়ে ফেলেছি,
আমার মুষ্টিবদ্ধ হাতে শিশুটির হাত এখনো
শুধু তার খেলে যাওয়া শরীর খানা নেই;
আমার হতে কেড়ে নিয়েছে ঘাতকের বুলেটের আঘাত,
বেহেশত তাই তার কোমলতা হারিয়ে তবেই
জাহান্নামের হুংকার হয়ে দাবানলের মত জলছে,
জাহান্নামের ফেরেশতারা হিমশিম খেয়ে যাচ্ছে
জাহান্নামের মুখে লাগাম পড়াতে।
আমি শিশুর ছিঁড়ে থাকা কচি হাতখানা নিয়ে যাই
ঈশ্বরের দরবারে, বিচার চাইতে,
ক্রুদ্ধ স্বরে গর্জন করে বলি ঈশ্বর সমীপে,
যদি বিচার না পাই সঠিক; তবে জাহান্নাম লইবো সাথে
তারপর দেখবো কোন ক্ষমতা বলে বাঁচাও পৃথিবী।
আমি উদ্ধত আজ
ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমি উদ্ধত অহংকারী।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


ভয়ংকর অন্যায়ের বিপক্ষে গরম শিশার মত শক্তিশালী বক্তব্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.