![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রীতিলতা,
এখন তুমি কেমন আছো?
যে মানুষটাকে খুব গভীর ভাবে ভালবেসেছিলে
তাকে ভুলে ভালো থাকতে পারছো?
ভিতরের সব হাহাকার আজ আমার
গুমরে ওঠে, ভিতরেই তার দাফন।
প্রীতিলতা,
তুমি কি জানো, গত দেড়টি বছর আমার কেটেছে কিভাবে?
আমার দিন গুলি, মাস গুলি কেটেছে খুব অসহায়,
তোমার প্রতীক্ষায় তাকিয়ে থাকতে থাকতে
সেই কবেই অন্ধ হয়ে গেছি;
কতবার স্বপ্ন ভেঙে তোমাকে পাশে খুঁজেছি
কতবার চিৎকার করে করে তোমায় ডেকেছি,
তুমি শোননি প্রীতিলতা, তুমি শুননি।
আমার আজ স্বপ্ন দেখায় পাপ
আমার আজ তোমায় ডাকায় পাপ।
প্রীতিলতা আমি আজ বাঁঁচবো কিসের আশায়
তোমার জন্য কান্না আমার গুমরে মরে যায়।
©somewhere in net ltd.