![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহ! কি অসম্ভব সুন্দর ও চোখ দুটো তোমার মেয়ে;
যেন স্বচ্ছ জলের অতলস্পর্শী দিঘী,
বড্ড চেয়ে থাকতে মন চায়
মুগ্ধতায় মুগ্ধতায় অপূর্ব সব মুগ্ধতায়।
পৃথিবীর সব মায়া যেন শুষে নিয়েছে
বড়ই মায়াবী যাদুতে ভরা!
কি আছে ও দুটো চোখে তোমার মেয়ে?
হৃদয় হরণ করা সব মুগ্ধতা?
অতলস্পর্শী ঐ দিঘীর জল হতে একফোঁটা জল দেবে আমায়?
আমি আমার হৃদয় মন্দিরের জলাধারে মিশিয়ে দেব,
অতঃপর কাল হতে মহাকাল জুড়ে
সকল প্রেমও পূজারী সিক্ত হবে ও জল স্নানে,
হয়তো দু হাতের আঁজলা ভরে নিয়ে যাবে
পবিত্র করবে নিজেকে পূজার অহ্নে।
এ তোমার প্রতি আমার প্রেম নিবেদন নয়
যুগ যুগ ধরে সকল প্রেমিকের অন্তর্নিহিত চাওয়া মাত্র,
আমায় তুমি ফিরিয়ে দিতে পারো ;
কিন্তু অজস্র প্রেমিকের আহবান ফেরাবে কি করে?
তারা যে বেঁচেই আছে শুধু
আরশি মত দেখতে তোমার চোখ দুটো চেয়ে।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লিখেছেন।
+
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৫
দিনাজপুরিয়া বলেছেন: বাহ ++
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩১
পথে-ঘাটে বলেছেন: এত সুন্দর একটি কাব্যে মন্তব্য না করে যায় কি করে
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩১
সুমন কর বলেছেন: সুন্দর লিখেছেন।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
৭| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:০০
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: ভালো লিখেছেন।
৮| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৩
নাসের গ্যাং ০০৭ বলেছেন: সুন্দর লিখেছেন
৯| ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
বাউলা সন্ন্যাসী বলেছেন: প্রত্যেক লেখকের সার্থকতা হলো পাঠক কূলের মন্তব্য আর ভালবাসা। আমার লেখা আপনাদের মনোরঞ্জন করতে পেরেছে এটাই আমার বড় পাওয়া। সকলকেই ধন্যবাদ। আলাদাভাবে দিলাম না।
১০| ১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫২
সৈয়দ আনোয়ারুল হক বলেছেন: অপূর্ব সুন্দর!
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো প্রিয় কবি বন্ধু। এগিয়ে যান, শুভকামনা রইল।