নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই খুঁজিয়া ফিরি নিজেকে ততই শূন্যতা।

বাউলা সন্ন্যাসী

বলিব কি? নিজেরেই চিনিনা নিজেকে।।।

বাউলা সন্ন্যাসী › বিস্তারিত পোস্টঃ

কাব্যাচি

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৩







বেশতো, আকাশটা যখন বলেছে দূরেই থাকবে;
কি দরকার ছুঁয়ে দেখার?
দূরেই থাকুক, তবু সে ভালো থাকুক।




আমার ডান হাতে রক্ত লেগেছে বাম হাত জানেনা
আমার মস্তিষ্কে রক্ত কুয়াশা, চক্ষু চেয়েও দেখেনা,
ল্যাম্পপোস্ট নিয়নে সিগ্রেটের ধুয়াসা ঝাপসা আলো
আগুনে পোড়া রক্তে লাল শিখা দেখিনি কখনো।




তোমার শূন্য আকাশ হঠাত যদি মেঘ কালো হয়
বৃষ্টি নামে অঝোর ধারায় বড্ড অবেলায়
আমায় তুমি স্মরণ করো থাকবো আমি পাশে
হাসির রেখায় নাইবা আঁকলে রেখো অশ্রুপাতে।




তুমি আমার হাত বেধেছ, মুখ বেধেছ
মস্তিষ্ক বাধতে পারোনি।।।




কাদম্বিনী মরিয়া প্রমাণ করিয়াছিল সে মরেনাই,
আমি কি করিয়া তবে করিব প্রমাণ
বাঁচিয়াও মরিয়া আছি নশ্বর এ ধরাধামে?
ব্যথা শুধু আমার আকাশ চুরির গল্পে
স্বপ্ন হারানোর নিষ্ঠুরতায়
আর ভালবাসা নিয়ে ছেলেখেলায়।
আজ বেঁচে থেকেও মৃত নিশ্চল আমি
কি করিয়া তবে বুঝিবা?




তুমি আমার সবটা দেখেছো
আকাশ দেখেছো পাতাল দেখেছো,
তুমি আমার সবটা জেনেছ
ভাল বা মন্দ আমার দুটোই জেনেছ,
তুমি আমার সবটা শুনেছো
চিৎকার শুনেছো শিতকার শুনেছো।
তবে কেন একলা রেখে আমায়
অবেলার অস্তাচলে হারায়ে গেলে?




তুমি প্রেম দেখেছ প্রেয়সীর চোখে
দেখনি ক্ষুধায় কাতর শিশুর যন্ত্রণাময় মুখ।





আমার সাধন গেলো এ সংসারেতে
তোর রুপের আগুনে
বৈরাগী আমি,এ মন কথা শোনেনা
চায় সংসারী হতে।।





কথা থাকুক আজ কথার আড়ালে
লুকিয়ে রেখে সব ব্যস্ততা
তুমি থেকো তোমার স্বপ্ন মাঝে
আমি না হয় হলাম একলা পথিক
ঠিকানা আমার বাস্তবতা।


১০

আমি এখন অনেক বড়
নেইযে আমার কষ্ট আর
তোমার মাঝে তুমিই থাক
আমায় কি প্রয়োজন আর?


মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.