নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই খুঁজিয়া ফিরি নিজেকে ততই শূন্যতা।

বাউলা সন্ন্যাসী

বলিব কি? নিজেরেই চিনিনা নিজেকে।।।

বাউলা সন্ন্যাসী › বিস্তারিত পোস্টঃ

জাগো বাঙালী জাগো

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৫২




আমি কখনো ভাবতে পারিনি বাঙালী কাঁদতে জানে
আমি কখনো দেখিনি বাঙালী কাপুরুষের মত পলাতে জানে,
বাঙালী জন্মেছ একখণ্ড অগ্নিকান্ড হৃদয়ে ধারণ করে
তিতুমীরের রক্তে জন্মেছ তুমি
ক্ষুদিরামের খুন শিরায় উপশিরায় নিয়ে।

জন্মেই তুমি বড় হয়েছ বঙ্গবন্ধুর গুরুগম্ভীর ডাকে
জিয়ার মশাল ধরা হাতে পথ দেখেছ শত বন্ধুর পথে,

তবে কি তোমার রক্তে মরিচা ধরেছে
দেখেও কি কিছু দেখনা,
মায়ের আঁচল আজ ধুলায় লুণ্ঠিত
তবে কেন কিছু বলনা?

পলাশী প্রান্তরের বিশ্বাসঘাতকতা কি আজও
তোমার পিঠে ছুরি মেরে ফেরে?
৭১ এর নয়টি মাস আর তপ্ত বারুদ বুকে নিয়ে
কি করে ঘুমাও তুমি গভীর ঘুমে,
অন্যায়ের বিরুদ্ধে সব হাতিয়ার আজ
কসাইখানায় পশু হত্যায় লিপ্ত?

মাষ্টারদা সূর্য সেনের অতৃপ্ত আত্মা আজও চিৎকার করে বলে
জাগো বাঙালী জাগো
আর একটিবার প্রতিবাদ কন্ঠে জাগো।।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০৯

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর লিখেছেন।আমারদের আবার জেগে উঠতে হবে

০৯ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:০০

বাউলা সন্ন্যাসী বলেছেন: প্রতিবাদী কন্ঠে........

২| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৩০

কানিজ রিনা বলেছেন: আমি নারী তাই বলব জাগো নারী জাগো
বন্হৃি শিখা। জাগো দুই নেত্রী জাগো জাগো।

০৯ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:০২

বাউলা সন্ন্যাসী বলেছেন: আমরা বাঙালী নারী পুরুষ মিলিয়েই। তাই শুধু নারী জাগরণই নয় পুরুষকেও জাগতে হবে।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের সব শিক্ষা দিয়ে, সম্পদ দিয়ে জাতিকে শিক্ষিত করতে হবে আগামী ১৬ বছরের ভেতর।

০৯ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:০৪

বাউলা সন্ন্যাসী বলেছেন: অবশ্যই। আর তা ১৬ এর জায়গায় ২৬ হলেও চলবে। তবু অগ্রগামী হতে হবে। আর কত পিছিয়ে থাক?

৪| ০৯ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৩৩

রক্তিম দিগন্ত বলেছেন:
আমাদের মানসিকতার উন্নয়ন খুব বেশি পরিমাণ জরুরী হয়ে গেছে। নাহলে আমাদের গর্বের ইতিহাসের সবকিছুই মিথে পরিণত হবে। জাগতে হলে মানসিকতা পাল্টাতে হবেই।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৩

ইমরান আল হাদী বলেছেন: সময় এসেছে "জাগো বাহে"।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: সঠিক উপলব্দি আসতে হবে , তাহলেই শুধু সম্ভব হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.