![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইতো আর কিছুকাল পরেই
দেয়াল লিখনে বা সাইনবোর্ডে লেখা থাকবে,
"আপনার সাধ্যের মধ্যে ভালবাসা বিক্রয় হয়।"
নতুবা বড় করে লেখা থাকবে,
"এখানে স্বল্প মূল্যে ভালবাসা ভাড়া দেয়া হয়। "।
ভাল-বাসা নয় কিন্তু
শুধুই ভালবাসা।
চমকে গেছেন বুঝি?
হা হা হা!
চমকাবেন না। সত্যিই তাই হবে।
নিয়ে আসুন স্ট্যাম্প পেপার
এফিডেভিড করে লিখে দিচ্ছি,
যদি না হয় চাবকিয়ে আমার চামড়া তুলে নিবেন।
বলুনতো, ভালবাসা কই আজকাল?
শরীরের বিনিময়ে শরীর আর
স্বার্থের আষ্টেপৃষ্ঠে বাঁধা অঙ্গীকারনামা,
একেই কি বলবেন অনন্ত প্রেম বা ভালবাসা?
মিথ্যে ভায়া সব মিথ্যে ;
পৃথিবী আজ বাস্তবতার কষাঘাতে জর্জরিত,
পেট পূজো আর শরীর অলংকরণে আবদ্ধ।
বিশুদ্ধ বাতাস যেমনটি হারিয়ে গেছে
কলকারখানার বিষাক্ত আবর্জনা আর ধূলো ধুয়াতে,
তেমন করে ভালবাসাও হারিয়ে গেছে
একমুঠ স্বাচ্ছন্দময় চাহিদা আর দু:স্বপ্নে।।
২| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৫৪
অতঃপর হৃদয় বলেছেন: সত্যিকারের ভালোবাসা কবেই হারিয়ে গেছে!
৩| ২২ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: ভালো হয়েছে!
৪| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: তাই নাকি!!
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৪৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: হা হা হা
মনে হয় তা হওয়া অস্বাভাবিক কিছু নয় ভাইয়া।
ভালো লাগলো, সুন্দর লিখেছেন। এগিয়ে যান শুভ কামনা সতত।