![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আর একটিবার তোমার মুখোমুখি দাঁড়াতে চাই,
ফেলে আসা সব পঁচে যাওয়া স্মৃতি মুছে
আর একটিবার মেয়ে তোমায় খুব ভালবাসতে চাই;
সময় হবে কি তোমার আরও একটিবার?
কত কিছুইতো ঘটে আমাদের অজান্তে
যান্ত্রিকতার ব্যস্ত ভিড়ে থুতু ছুড়ে মারি অন্যের মুখে,
বেলা শেষে সারাদিনের ক্লান্ত ঘামে মুছে ফেলি তার গন্ধ;
কই পরের ভোরে সূর্যরেখায় সেই ঘেন্নাতো আর আঁকিনা?
এসো আমরাও ভুলে যাই
আমাদের অতীতের ঘেন্নাযুক্ত ক্লেদ
এসো, চলো, সন্ধি করি দুজনে
পৃথিবীর সব ইতিহাসকে সাক্ষী করে;
শান্তির কপোত উড়িয়ে, সাদা নিশান আকাশে ছুঁয়ে।
আর একটিবার তোমার মুখোমুখি দাঁড়াতে চাই
আর একটিবার তোমার চোখে চোখ রেখে বলতে চাই
" বিশ্বাস করো, আজো খুব বেশী ভালবাসি তোমায়।"
২| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৩৪
ভ্রমরের ডানা বলেছেন:
প্রেমিকের ভালবাসা ফুল হয়ে ফুটুক-
প্রেমের শামিয়ানা নিচে জড়ো হোক
দিগন্ত আকাশ, উড়ন্ত তারাপথ।
প্রেমের বাধ ভেঙে ভেসে যাক বাসন্তী শাড়ি,
ডুবে যাক নখড়া টুনটুন হাতের লাল চুড়ি।
এভাবেই প্রেমিকের প্রেম খুঁজে নিক সমুদ্রদিগন্ত! কবিতায় প্লাস ++
৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০১
বাউলা সন্ন্যাসী বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এক কথায় অসাধারণ লেগেছে ---------