![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন তুমি কেমন আছো কোথায় আছো?
ভালো আছো নিশ্চয়?
দিনগুলি যায় মাস গুলি যায় দুঃখ কেটে বছর পার
আমার খবর কেউ রাখেনা আর
কেউ বলেনা অশ্রু কেন দুচোখ ঝরে পড়ছে বেয়ে
কেউ জানেনা একলা ঘড়ে কাটছে দিন
অভিশপ্ত সময় ছুঁয়ে।
এখন বুঝি বেশ ভালোই আছো
অন্য কারো হাতটি ধরে,
বছর দুয়েক কৈ হারালো, কেউ জানলাম না দুজনে
শুধু ক্ষণিক আবেগ ধরে কন্ঠটা বেশ ভারী হয়ে;
তুমি সুখে আছো? এই যথেষ্ট;
দুঃখটা না হয় আমিই নিলাম,
তোমার হাসিতে ভুবন হাসুক
তোমায় আমি নাইবা পেলাম।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।