![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কল্পনায় আজো তোমার বসবাস,
কালোরাঙা শাড়ি
তাতে নীলের ছোপ কাটা বাহারি ফুলের বাস;
তোমার দুধে আলতায় রাঙানো শরীরে বেশ মানিয়ে যাবে।
আমার নিউরনের প্রতিটি অনুরণনে তুমি আজও অনুরণিত
তোমার লাজুক হাসি
এখনো আমার চোখে সুখের প্রতিমা হয়ে ভাসে;
যেন আমি কোন স্বপ্নঘোরে আবিষ্ট ঘুমন্ত এক শিশু।
তুমি আজ কতদূর আমার জানা নেই,
হয়তো কদম দুয়েক হাটলেই তোমায় ছুঁয়ে যাব
হয়তোবা, হাজার পথ পাড়ি দিয়েও নাগাল পাবনা আমি;
অথবা আমার সাথে তোমার দীর্ঘ আড়ি,
তবুও আমি পথ চলি;
তোমার চোখে চোখ রাখবো বলে,
তবুও ভাবতে ভালবাসি
আর একবার তোমায় ছুঁয়ে ছুটে যাব
নীল জলরাশির ফেনায় পা ভেজাতে।
আমি জানি আমার সাথে আর তুমি
আকাশের তাঁরার কাটাকাটি খেলবেনা,
তবু কথা বলি সইগো তোমার সনে
নির্জনে
রাত-ভোর
আমার গহীনে।
২| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৫৩
বাউলা সন্ন্যাসী বলেছেন: লাড্ডু গুড্ডু ......বেশ বলেছেন এবার আমার কবিতা পড়ে আমি নিজেই হাসতেছি।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
আমার কমেন্টের সবুজ বাটন টিপ দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট দিয়েন।
২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩১
বাউলা সন্ন্যাসী বলেছেন: সবুজ বাটনে টিপ দিয়ে কমেন্ট করলাম।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৩
মার্কো পোলো বলেছেন:
কবিতা ভাল হয়েছে।
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৩
বাউলা সন্ন্যাসী বলেছেন: ধন্যবাদ।
৫| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
লাড্ডু গুড্ডু প্রেম কবিতা। এসব পড়লে মন মাঝেমধ্যে ভাল হয়ে যায়।