নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই খুঁজিয়া ফিরি নিজেকে ততই শূন্যতা।

বাউলা সন্ন্যাসী

বলিব কি? নিজেরেই চিনিনা নিজেকে।।।

বাউলা সন্ন্যাসী › বিস্তারিত পোস্টঃ

আগুন খাঁটি করো মোরে

০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫




পৃথিবীর গহীনে, কঠিন সব নিস্তব্ধতার হাতছানি। জীবনের গান থেমে গেছে; থেমে গেছে সব জয়োৎসব। কেউ শোনেনা চিৎকার, শোনেনা কান্না; বাতাস ভারী করা আহাজারি চাপা পড়েছে; নীরবতার অতল গহ্বরে।

আগুন, তুমি আমায় পুড়িয়ে খাঁটি করো। চব্বিশ ক্যারেটের স্বর্ণের চেয়েও খাঁটি।

আমি আমার প্রেয়সীর মুখ দেখতে চাই। সমস্ত নীরবতার গলা টিপে ধরে। আমার মায়ের, বোনের চোখের ভীতি বিহীন জাজ্বল্যমান মণি দেখতে চাই।

আগুন, তুমি আমায় পুড়িয়ে খাঁটি করো। জ্বলন্ত অঙ্গারের মত।

শকুনের দল আজ পৃথিবীর মাটি খামচে ধরে, অট্ট হাসি হাসে; ক্রুর, শয়তানের হাসি হাসে। লোলুপ, বিশ্রী আর বীভৎস চাহনিতে প্রতিনিয়ত ধর্ষণ করে ষোড়শীর বাড়ন্ত বুক, ঠোট আর উরুসন্ধিস্থল। তারা আজ লালায়িত। পঁচা মাংসের গন্ধ আর নরকের কীট তারা।

আগুন, তুমি আমায় পুড়িয়ে খাঁটি করো। আস্তাকুর থেকে তুলে আনো, করো পরিশুদ্ধ পুরুষ।

জানোয়ারের বাচ্চারা সব দাবড়িয়ে বেড়ায়। এখানে ওখানে, প্রতিটি গলি ঘুপচির মোড়ে; তারা দাঁড়ায়ে থাকে; চেঙ্গিস খাঁ-হালাকু খাঁ থেকে শুরু লর্ড ক্লাইভ হতে আধুনিক তালেবান, সবার মুখোস মুখে ওরা হাসে; হায়েনার হাসি।

আগুন, তুমি আমায় পুড়িয়ে খাঁটি করো। অভিশাপ মুক্ত করো ওদের ছায়া হতে।

যুদ্ধের দামামা বাজে। বুম-বুম-বুম, ফাটে বোমা। শব্দে চাপা পড়ে আহতের চিৎকার, স্বজন হারা স্বজনের কান্না। অবুঝ শিশু কেঁদে ওঠে, রক্ত ঝরা মুখে আহাজারি ; মৃত্যালিঙ্গনে অস্পষ্ট স্বর তার; "আমি সব বলে দেবো, আল্লাহর কাছে"।

আগুন, তুমি আমার শক্তি হও। চলো দুজনে মিলে ঐক্য গড়ি। চলো জ্বালিয়ে আসি সব জালিমের লোমকূপ, দু'জনে মিলে কালী নৃত্যে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: আগুন ভালো নয়। সব কিছু শেষ করে দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.